For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে রাবনের মাথার সঙ্গে তুলনা! তৃণমূলের বিরুদ্ধে ভাঁওতাবাজির অভিযোগ সেলিমের

প্রধানমন্ত্রী বলছেন এনআরসি হবে না। অন্যদিকে তাঁরই স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশব্যাপী এনআরসি হবে। এই বিষয়টি নিয়েই বিজেপিকে আক্রমণ সিপিএম নেতা মহঃ সেলিমের। তিনি বিজেপিকে বলেছেন রাবনের মাথার মতো।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী বলছেন এনআরসি হবে না। অন্যদিকে তাঁরই স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশব্যাপী এনআরসি হবে। এই বিষয়টি নিয়েই বিজেপিকে আক্রমণ সিপিএম নেতা মহঃ সেলিমের। তিনি বিজেপিকে বলেছেন রাবনের মাথার মতো। সেলিমের অভিযোগ, বিজেপির দশজন নেতা দশরকমের কথা বলছেন। তাই ওদের বিশ্বাস নেই।

রাবনের মাথার মতোই বিজেপির কথা

রাবনের মাথার মতোই বিজেপির কথা

বিজেপিকে আক্রমণ করতে গিয়ে সেলিম বলেছেন, রাবনের যেমন দশটা মাথা ছিল, ঠিক তেমনই বিজেপির দশটা নেতা দশরকমের কথা বলছেন। তাঁর প্রশ্ন কোনটা বিশ্বাস করবেন। সেলিম দাবি করেন, সিএএ, এনআরসি-র বিরোধিতায় ৮ জানুয়ারি যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, তা সফল হবে।

তৃণমূলের বিরুদ্ধে ভাঁওতাবাজির অভিযোগ

তৃণমূলের বিরুদ্ধে ভাঁওতাবাজির অভিযোগ

সেলিমের অভিযোগ এনআরসি নিয়ে রাজ্যবাসীর সঙ্গে ভাঁওতাবাজি করছে তৃণমূল। কটাক্ষ করে তিনি বলেছেন, পিসি-ভাইপো আগেই বিজেপির সঙ্গে সেটিং করে এসেছে।

'মুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে থাকলেই মঙ্গল'

'মুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে থাকলেই মঙ্গল'

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাঁচিতে গিয়েছিলেন হেমন্ত সোরেনের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে। এপ্রসঙ্গে কোনও মন্তব্য না করলেও, সেলিম বলেন, উনি যতদিন রাজ্যের বাইরে থাকবেন ততই রাজ্যের পক্ষে মঙ্গল।

ধর্মঘটের ডাকে সিপিএম-এর কর্মসূচি

ধর্মঘটের ডাকে সিপিএম-এর কর্মসূচি

সিএএ আর এনআরসি নিয়ে কংগ্রেসের সঙ্গে যুগ্মভাবে কর্মসূচি গ্রহণ করেছে বামেরা। সঙ্গে রয়েছে ৮ জানুয়ারি ধর্মঘটের ডাকও। তারই সমর্থনে কাঁকিনাড়া থেকে শ্যামনগর মিছিলের আয়োজন করেছিল সিপিএম। সেই কর্মসূচিতেই উপস্থিত ছিলেন মহঃ সেলিম।

English summary
CPM leader Md Selim attacks BJP and compares them with the head of Ravana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X