For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি বিধায়ক আত্মহননের পথ বেছেছেন আগেই! দেশে কেউই নিরাপদ নয়, প্রতিক্রিয়া মহঃ সেলিমের

বিজেপি বিধায়ক আত্মহননের পথ বেছেছেন আগেই! দেশে কেউই নিরাপদ নয়, প্রতিক্রিয়া মহঃ সেলিমের

Google Oneindia Bengali News

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা দুঃখজনক। পাশাপাশি পরিবার ও আত্মীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন সিপিএম নেতা মহঃ সেলিম। প্রসঙ্গত দেবেন্দ্রনাথ রায় ২০১৬ সালে সিপিএম বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি বিজেপিতে যোগ দেন।

মানুষের মধ্যে সন্দেহ

মানুষের মধ্যে সন্দেহ

সিপিএম নেতা মহঃ সেলিম বলেন, যেভাবে মৃত্যুর ঘটনা ঘটছে, তাতে মানুষের মধ্যে সন্দেহ দানা বাধছে। প্রসঙ্গত বাড়ি থেকে প্রায় দেড় কিমি দূরে একটি বন্ধ দোকানের সামনে গলায় দড়ি দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় দেবেন্দ্রনাথ রায়কে। তাঁর হাত ও পা ছিল বাধা।

গ্রহণযোগ্য, পূর্ণাঙ্গ তদন্ত দাবি

গ্রহণযোগ্য, পূর্ণাঙ্গ তদন্ত দাবি

এই ঘটনায় গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন সেলিম। কে এবং কীভাবে এই মৃত্যু, তা মানুষের জানা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আত্মহননের পথ বেছেছেন আগেই

আত্মহননের পথ বেছেছেন আগেই

সেলিম বলেন দেবেন্দ্র নাথ রায় আত্মহননের পথ বেছেছিলেন আগে, যেদিন তিনি সিপিএম-এর তরফে নির্বাচিত হলেও, দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে, আত্মবিক্রিত হয়েছিলেন। তিনি বলেন, তারপর থেকে তার সঙ্গে কোনও সম্পর্ক ছিল না। সেলিম বলেন, দীর্ঘদিন তিনি সিপিএম-এর হয়ে পঞ্চায়েত চালিয়েছেন। আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন। তাঁর এই পরিণতি হওয়ার কথা নয়, মন্তব্য করেছেন মহঃ সেলিম।

জন প্রতিনিধিদের কেনাবেচায় সামিল তৃণমূল, বিজেপি উভয়েই

জন প্রতিনিধিদের কেনাবেচায় সামিল তৃণমূল, বিজেপি উভয়েই

সিপিএম নেতা মহঃ সেলিম অভিযোগ করেন জন প্রতিনিধিদের কেনাবেচায় সামিল তৃণমূল, বিজেপি উভয়েই। হাটে, বাজারে গরু, ছাগল, পটল, মুলোর মতো বিক্রিযোগ্য সামগ্রি বানিয়ে গিয়েছে এই দুই দল। দলত্যাগ করলেও তৃণমূল সরকার ও স্পিকার দলত্যাগীদের সদস্যপদ খারিজ করেনি বলেও মন্তব্য করেন তিনি।

রাজকুমার রায়ের মৃত্যু রহস্য উদঘাটন হয়নি

রাজকুমার রায়ের মৃত্যু রহস্য উদঘাটন হয়নি

সেলিম বলেন, আদৌ এই ঘটনার সত্য প্রকাশ হবে না। তিনি বলেন এখনও রাজকুমার রায়ের মৃত্যু রহস্য উদঘাটন হয়নি।

দক্ষিণ চিন সাগর থেকে লাদাখে বেজিংয়ের কর্মকাণ্ড 'উস্কানিমূলক'! মার্কিন কূটনীতির অন্দরমহল কী বলছে দক্ষিণ চিন সাগর থেকে লাদাখে বেজিংয়ের কর্মকাণ্ড 'উস্কানিমূলক'! মার্কিন কূটনীতির অন্দরমহল কী বলছে

English summary
CPM leader Md Salim wants credible enquiry on Unnatiral death of BJP MLA of Hemtabad Debendra nath Roy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X