For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫৬ ইঞ্চি ছাতি নয়, টেলিভিশন! একইসঙ্গে মোদী,মমতাকে কটাক্ষ সেলিমের

আধুনিক টেকনোলজিকে শুধুমাত্র দলের কাজে ব্যবহার করা নিয়ে মোদী ও মমতাকে একযোগে কটাক্ষ করলেন সিপিএম পলিটব্যুরোর সদস্য মহঃ সেলিম। এক ভিডিওবার্তায় তিনি মোদী তথা বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, ৫৬ ইঞ্চি ছ

Google Oneindia Bengali News

আধুনিক টেকনোলজিকে শুধুমাত্র দলের কাজে ব্যবহার করা নিয়ে মোদী ও মমতাকে একযোগে কটাক্ষ করলেন সিপিএম পলিটব্যুরোর সদস্য মহঃ সেলিম। এক ভিডিওবার্তায় তিনি মোদী তথা বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, ৫৬ ইঞ্চি ছাতি নয়, টেলিভিশন।

টানা ৬ দিন বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, একনজরে কোথায় কতটানা ৬ দিন বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, একনজরে কোথায় কত

নতুন টেকনোলজি ব্যবহার না করায় প্রশ্ন

নতুন টেকনোলজি ব্যবহার না করায় প্রশ্ন

করোনার জন্য লকডাউন ঘোষণা করা হল। কিন্তু রোগ নির্নয়ের জন্য, টেস্ট করার জন্য, ট্র্যাকিং-এর জন্য, ট্রেসিং-এর জন্য, পরিযায়ীদের ডেটা তৈরি করার জন্য, তাদের যাতায়াত, লজিস্টিকসের জন্য, কোয়ারেন্টাইনের জন্য কোনও ব্যবস্থা করা হয়নি, যেখানে নতুন টেকনোলজিকে ব্যবহার করা যায়। মন্তব্য কররেছেন সিপিএম পলিটব্যুরোর সদস্য মহঃ সেলিম।

কেরলের প্রশংসা

কেরলের প্রশংসা

তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে কেরল দেখিয়েছে, নতুন টেকনোলজি ব্যবহার করে কতটা এক্সপোজার কমানো যায় এবং দ্রুত ট্রেসিং ও ট্র্যাকিং করা য়ায়।

৫৬ ইঞ্চি ছাতি নয়, টেলিভিশন

৫৬ ইঞ্চি ছাতি নয়, টেলিভিশন

সেলিম কটাক্ষ করে বলেন, এক সময়ে যারা ৫৬ ইঞ্চি ছাতির কথা বলেছিল, তারা দেখাল সেটা ৫৬ ইঞ্চি ছাতি নয়, ওা হল ৫৬ ইঞ্চি টিভি স্ক্রিন। তিনি আরও বলেন, যখন মানুষ ত্রাণ চাইছে, আম্ফান ঝড়ে বিধ্বস্ত হয়ে পরিত্রাণ চাইছে, পুনর্গঠন চাইছে, করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই সময় অমিত শাহ চলে এলেন বিধানসভা নির্বাচনের জন্য প্রচারে। জায়গায়, জায়গায় ৫৬ ইঞ্চি থেকে ৭২ ইঞ্চি এলইডি টিভি লাগানো হল। তিনি কটাক্ষ করে বলেন প্রধানমন্ত্রী বলেছিলেন ৫৬ ইঞ্চি ছাতির কথা, কিন্তু তা ভোটের দৌলতে হয়ে গিয়েছে ৫৬ ইঞ্চি টেলিভিশনি সেট।

খরচ হচ্ছে হাজার হাজার কোটি টাকা

খরচ হচ্ছে হাজার হাজার কোটি টাকা

মহ সেলিম অভিযোগ করেন হাজার হাজার কোটি টাকা খরচ করে বিজেপি আইটি সেল তাদের জৌলুস দেখাচ্ছে। (ছবি সৌজন্য: টুইটার)

 ভার্চুয়াল মিডিয়াকে ব্যবহার করে অনলাইন পরিষেবা

ভার্চুয়াল মিডিয়াকে ব্যবহার করে অনলাইন পরিষেবা

সেলিম জানান, ভার্চুয়াল মিডিয়াকে ব্যবহার করে পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে সিপিএম-এর তরফে অনলাইন চিকিৎসা পরিষেবা চালু করা হয়েছে। তিনি বলেন, বামপন্থী সফটঅয়্যার ইঞ্জিনিয়ারদের সাহায্যে তৈরি করা অ্যাপসের মাধ্যমে দলের বৈঠকও করা হয়েছে।

 মোদী ও মমতাকে কটাক্ষ

মোদী ও মমতাকে কটাক্ষ

তিনি বলেন, টেকনোলজি মানুষের কল্যানে ব্যবহার হবে, না টাকার বিনিময়ে, প্রশান্ত কিশোরকে দিয়ে, কিংবা আইটি কোম্পানিকে দিয়ে, যাতে শুধুমাত্র অমিত শাহ, মোদী-মমতার মুখ প্রচার করা হবে, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। সাধারণ মানুষ, পরিযায়ীদের সমস্যার সমাধানে আধুনিক টেকনোলজিকে কতটা ব্যবহার করা যায়, তা নিয়েও তিনি আহ্বান জানিয়েছেন।

English summary
CPM leader Md Salim questions Modi and Mamata's work depending on Modern technology.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X