For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক, আনলক দুই ব্যর্থ! মোদী ও মমতাকে অপদার্থ বলে আক্রমণ মহঃ সেলিমের

রাজ্য তথা দেশের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকাররেও তীব্র আক্রমণ সিপিএম নেতা মহঃ সেলিমের। তাঁর অভিযোগ নোটবন্দির মতো লকডাউনই সফল হয়নি। তাঁর অভিযোগ লক-আনলক দুটোতেই ব্যর্থ হয়ে

  • |
Google Oneindia Bengali News

রাজ্য তথা দেশের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকাররেও তীব্র আক্রমণ সিপিএম নেতা মহঃ সেলিমের। তাঁর অভিযোগ নোটবন্দির মতো লকডাউনই সফল হয়নি। তাঁর অভিযোগ লক-আনলক দুটোতেই ব্যর্থ হয়েছেন মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। দুই সরকারকে অপদার্থ বলেও আক্রমণ করেন তিনি।

লুটের রাজত্ব কায়েম

লুটের রাজত্ব কায়েম

মহঃ সেলিমের অভিযোগ মানুষের স্বার্থের বিরুদ্ধে সরকার পরিচালনা করা হচ্ছে। লুটের রাজত্ব কায়েম করা হয়েছে।

স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার দাবি

স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার দাবি

আলিমুদ্দিনে সাংবাদিক সম্মেলন করে মহঃ সেলিম দাবি করেন, এখনও সময় আছে। স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারতে জিডিপির এক শতাংশের কম স্বাস্থ্যে খরচ করা হয়। তাঁর অভিযোগ স্বাস্থ্যে পরিকাঠামো না থাকায় বিপদ বেড়েছে।

লকডাউনে সামাজিক দায়িত্ব নেয়নি সরকার

লকডাউনে সামাজিক দায়িত্ব নেয়নি সরকার

মহঃ সেলিমের অভিযোগ, লকডাউন লাগু করতে গেলে যে ব্যাপারে সবচেয়ে বেশি দরকার ছিল, তাকে গুরুত্ব দেয়নি সরকার। তিনি বলেন, যাতায়াত, পরীক্ষা অর্থাৎ টেস্ট, কোয়ারেন্টাইন করতে সরকার দায়িত্ব নেয়নি। তিনি বলেন, প্রথম দিন থেকে পরীক্ষা বাড়ানোর দাবি করে আসছে সিপিএম।

 বিজেপি সরকারকে আক্রমণ

বিজেপি সরকারকে আক্রমণ

কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, যে সময়ে কাজের দরকার ছিল, সেই সময় সরকার হিন্দু, মুসলমান করতে ব্যস্ত ছিল। পাশাপাশি সরকার রেল ও কয়লাখনি বেসরকারিকরণ করতেও ব্যস্ত ছিল সেই সময়। আর ব্যাপক ছাঁটাইয়ের সুযোগ করে দেওয়া এবং ওয়ার্কিং আওয়ার বাড়িয়ে দেওয়ারও অভিযোগ করেছেন তিনি।

নোটবন্দির মতো লকডাউন সফল হয়নি

নোটবন্দির মতো লকডাউন সফল হয়নি

সিপিএম নেতার অভিযোগ, নোটবন্দির মতো লকডাউন সফল হয়নি। সরকার এটা কার্যত মেনে নিয়েছে। তিনি বলেন, রাজ্যে লক, আনলক দুইই ব্যর্থ। ফলে মোদী মমতা, দুইই অপদার্থ।

English summary
CPM leader Md Salim attacks Narendra Modi and Mamata Banerjee on Coronavirus issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X