For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোট নিয়ে তৎপর সিপিএম, তবে কংগ্রেস সঙ্গী হবে কী, প্রশ্ন রয়েই যাচ্ছে!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : বুথ স্তরে ভোটের দায়িত্বে কে বা কারা থাকবে তা প্রায় নিশ্চিত করে ফেলার কাজ শেষ হতে চলল সিপিএম তথা বাম দলগুলির। কংগ্রেসের সঙ্গে জোটের কথা মাথায় রেখেই তার পরিকল্পনা ও রণনীতি সেরা ফেলার কাজ চলছে।

তবে যাদের সঙ্গে জোট বেঁধে আসন্ন রাজ্য বিধানসভা ভোটে তৃণমূলকে নাস্তানাবুদ করার ছক কষা হচ্ছে, সেই সঙ্গী কংগ্রেস আদৌও জোটে আগ্রহী কিনা সে বিষয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। বাম নেতারা প্রকাশ্যে কিছু না বললেও ঘনিষ্ঠ মহলে কিছুটা উষ্মা প্রকাশ করছেন অনেকেই।

জোট নিয়ে তৎপর সিপিএম, তবে কংগ্রেস সঙ্গী হবে কী? প্রশ্ন থাকছে

প্রদেশ কংগ্রেসের একটা বিরাট অংশ (এর মধ্যে সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও রয়েছেন) বামেদের সঙ্গে জোট বেঁধে আগামী বিধানসভা ভোটে লড়ার কথা প্রথম থেকেই বলে এসেছেন। এজন্য নিজেদের মতামত তারা হাইকম্যান্ডকে জানানোর পরে দিল্লিতে গিয়ে সহ সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বিস্তারিত আলোচনাও সেরে এসেছেন।

এখন অধীরবাবুরা অপেক্ষায় রয়েছেন সনিয়া গান্ধী সহ কংগ্রেস হাইকম্যান্ড কী সিদ্ধান্ত নেয় তার উপরে। তবে সাধারণ মানুষ যে জোট চাইছেন তা বারবার করে বলে এসেছেন প্রদীপ ভট্টাচার্য, ওমপ্রকাশ মিশ্রের মতো নেতারা।

এতদসত্ত্বেও জোট নিয়ে এখনও কোনও বার্তা আসেনি কংগ্রেস হাইকম্যান্ড থেকে। অন্যদিকে আগামী কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় কমিটিতে সঙ্গে আলোচনার পরে জোট নিয়ে সরকারিভাবে অবস্থান তুলে ধরবে সিপিএম। এমতাবস্থায় দলীয় কর্মীদের চাঙ্গা রাখার কাজটাই করে যাচ্ছেন বাম নেতারা।

বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি ও দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে আগামী মাসের শেষের অর্ধেই। ফলে আর কয়েকদিনের মধ্যে জোট নিয়ে দু'পক্ষকেই সিদ্ধান্তের কথা জানাতে হবে। এই অবস্থায় জোট ভেস্তে গেলে দুটি দলেরই অস্তিত্ব বিধানসভা ভোটে বিপদে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

English summary
CPM is agree for coalition, will state Congress get nod from high command?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X