For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের সুনামির মধ্যেই ধীরে হলেও বাড়ছে সিপিএম, বিজেপির কাছে অশনি সংকেত

তৃণমূলের সুনামির মধ্যেই ধীরে হলেও বাড়ছে সিপিএম, বিজেপির কাছে অশনি সংকেত

Google Oneindia Bengali News

বাংলায় বামেদের গুরুত্ব বাড়ছে, কমছে বিজেপি। সবুজ-ঝড়েও বামেরা উঠে এল দ্বিতীয় স্থানে। বিগত পুরনিগম নির্বাচনের মতো ১০৮ পুরসভাতেও গেরুয়াকে ফিকে করে লাল পার্টি ফের বিস্তার লাভের ইঙ্গিত দিয়েছে। তৃণমূলের জয়জয়কার সর্বত্রই। কিন্তু তারই ফাঁকে রাজ্যজুড়েই উঁকি দিয়েছে সিপিএম। সিপিএম এই নির্বাচন থেকেই ভবিষ্যতে ফিরে আসার একটা আভাস রেখে গেল।

তৃণমূলের সুনামির মধ্যেই ধীরে হলেও বাড়ছে সিপিএম, বিজেপির কাছে অশনি সংকেত

তিন দফায় যে ১১৩টি পুরসভার ফল প্রকাশ্যে এল, তাতে স্পষ্ট যে সিপিএম দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসছে। বিজেপির প্রতি আগ্রহ হারাচ্ছে মানুষ। ভবিষ্যতে তৃণমূলের প্রধান বিরোধী হিসেবে সেই সিপিএম তথা বামফ্রন্টেরই উঠে আসার একটা ইঙ্গিত দিয়ে গিয়েছে এই ১১৩ পুরসভার নির্বাচন। সিপিএম তৃণমূলের থেকে অনেক পিছিয়ে থাকলেও, তাদের প্রতি আস্থা বাড়ছে মানুষের।

২০১৮-র পঞ্চায়েত নির্বাচন ও ২০১৯-এর লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির উত্থান হয়েছিল। তৃণমূলের চ্যালেঞ্জার হিসেবে উঠে এসেছিল বিজেপি। তখন ধীরে ধীরে বাংলরা রাজনীতি থেকে মুছে যেতে শুরু করে সিপিএম। ২০১৯-এর লোকসভা বা ২০২১-এর বিধানসভায় কোনও আসনেই জয় পায়নি তারা। তারপর একলা চলো নীতি নিয়ে ফের হারানো জায়গা ফিরে পাওয়ার লড়াই শুরু করে সিপিএম। বামফ্রন্টগতভাবে লড়েই আবার হারানো জমি ফিরে পেতে শুরু করেছে তারা।

Municipal election Result 2022: নিজের গড় বালুরঘাটেও পদ্ম ফোটাতে পারলেন না সুকান্ত মজুমদারMunicipal election Result 2022: নিজের গড় বালুরঘাটেও পদ্ম ফোটাতে পারলেন না সুকান্ত মজুমদার

এখন পর্যন্ত যে ১১৩টি পুরসভার নির্বাচন হয়েছে ২০২২-এ, তাতে দেখা যাচ্ছে বিজেপি তাৎপর্যপূর্ণভাবে নিজেদের জায়গা হারিয়েছে। বিজেপি বিধানসভার তুলনায় পুরসভায় ২৩ শতাংশ ভোট হারিয়েছে। সিপিএম সেখানে অনেকটাই ভোট বাড়াতে সক্ষম হয়েছে। সিপিএম বিধানসভায় নেমে গিয়েছিল ৫ শতাংশে। তারা ২০২২-এর পুরসভা ভোটে ৫ থেকে বাড়িয়ে ১৪ শতাংশে পৌঁছেছে।

যে উত্তরবঙ্গেও ৫৬টির মধ্যে ৩০টি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি, সেখানে ধুয়েমুছে সাফ বিজেপি। জঙ্গলমহলেও পরাজয় ঘটেছে বিজেপির। মোট ২২৭৪ ওয়ার্ডের মধ্যে সিংহভাগ ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল। বিজেপি, বামফ্রন্ট ও কংগ্রেস প্রায় সমান সমান ওয়ার্ডে জয়ী হয়েছে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থের মধ্যে সামান্য ফারাক। তবে তার মধ্যে তাহেরপুর জিতেছে সিপিএম। সিপিএম কিন্তু ভোট শতাংশে প্রভূত উন্নতি করেছে। বিজেপির সেখানে ভোট কমেছে।

রাজ্যের ১০৮ পুরসভার মধ্যে একমাত্র ব্যতিক্রম এই তাহেরপুর। নদিয়ার তাহেরপুর পুরসভায় মোট ১৩টি ওয়ার্ড। তার মধ্যে ৮টি ওয়ার্ডে জিতে তাহেরপুর পুরসভা দখল করল সিপিএম। তৃণমূল এই পুরসভায় ৫টি ওয়ার্ডে জয়ী হয়েছে। অবশ্য তাহেরপুরের পাশাপাশি দার্জিলিং পুরসভায় জয়ী হয়েছে হামরো পার্টি। তবে এই পুরসভায় এখন পর্যন্ত পাহাড়ের পার্টিই কর্তৃত্ব করে এসেছে।

English summary
CPM increases in West Bengal despite of TMC’s winning storm and BJP gets warning bell for ending
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X