For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয় শ্রীরাম 'জাদু'! এক স্লোগানেই বহুদিন পরে ফাঁকা পার্টি অফিসের 'দখল' নিল সিপিএম

বিজেপি-র সাহায্যে নিজেদের পার্টি অফিস ফিরে পাওয়ার অভিযোগ উঠেছিল সিপিএম-এর বিরুদ্ধে। এবার বিজেপি-র জয় শ্রীরাম স্লোগান ধার করেইপার্টি অফিস উদ্ধার করল সিপিএম। ঘটনাটি হুগলির খানাকুলের ছত্রশাল বাজারের।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি-র সাহায্যে নিজেদের পার্টি অফিস ফিরে পাওয়ার অভিযোগ উঠেছিল সিপিএম-এর বিরুদ্ধে। এবার বিজেপি-র জয় শ্রীরাম স্লোগান ধার করেই নিজেদের পার্টি অফিস পুনরুদ্ধার করল সিপিএম। ঘটনাটি হুগলির খানাকুলের ছত্রশাল বাজারের। যদিও স্থানীয় সিপিএম নেতৃত্বের তরফে এই কথা অস্বীকার করা হয়েছে।

সিপিএম-এর পার্টি অফিস পুনরুদ্ধার

সিপিএম-এর পার্টি অফিস পুনরুদ্ধার

ভোটের ফল বেরনোর পর থেকে রাজ্য জুড়ে পার্টি অফিস পুনরুদ্ধারে নেমেছে সিপিএম-সহ অন্য বামদলগুলি। আভিযোগ, যার বেশির ভাগই দখল হয়ে গিয়েছিল ২০১১-র ভোট পরবর্তী সময়ে। অনেক ক্ষেত্রেই অভিযোগ উঠেছে, সিপিএমকে এব্যাপারে সাহায্য করছে বিজেপি। এই সঙ্গে যুক্ত হয়েছে জয় শ্রীরাম স্লোগানও। এই স্লোগান দিয়েই নাকি হুগলির খানাকুলের ছত্রশাল বাজারের আট বছর আগে দখল হয়ে যাওয়া পার্টি অফিস উদ্ধার করেছে সিপিএম।

স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এক সন্ধেয় বেশ কয়েকজন সিপিএম সমর্থক কার্যালয়ের সামনে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়েই চলে যান। তাতেই ভয় ধরে যায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের। দুদিন নজরে রাখার পর তৃতীয় দিন গিয়ে সেই পার্টি অফিস দখল করেন সিপিএম সমর্থকরা। যদিও সিপিএম-এর তরফে এই স্লোগানেই পার্টি অফিস দখল কিনা তা স্বীকার করা হয়নি। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফেও সিপিএম পার্টি অফিস দখল করে থাকার কথা স্বীকার করা হয়নি।

হুগলিতে পার্টি অফিস দখল মুক্ত করার পরিকল্পনা

হুগলিতে পার্টি অফিস দখল মুক্ত করার পরিকল্পনা

হুগলি জেলা সিপিএম সূত্রে জানা গিয়েছে, খানাকুলের ছত্রশাল বাজারের পার্টি অফিস পুনরুদ্ধারের পর খানাকুলেরই প্রায় ৬০ টি পার্টি অফিস দখল মুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে আরামবাগের ১৬ টি পার্টি অফিসের মধ্যে তিনটি ইতিমধ্যেই দখল মুক্ত হয়েছে বলে দাবি করেছে সিপিএম।

জয় শ্রীরাম স্লোগান নিয়ে কাজিয়া

জয় শ্রীরাম স্লোগান নিয়ে কাজিয়া

ভোটের আগে তো জয় শ্রীরাম স্লোগান নিয়ে কাজিয়া ছিলই। কলকাতায় ফেরার পথে জয় শ্রীরাম স্লোগান শুনে মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে গিয়েছিলেন চন্দ্রকোণায়।
ভোটের পরে বিজেপির ২ থেকে ১৮-য় পৌঁছনোর ফলে এই কাজিয়া আরও বেড়েছে। মুখ্যমন্ত্রী কিংবা তৃণমূলের নেতা মন্ত্রীদের গাড়ি দেখলে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার প্রবণতা যেন বাড়ছে। সম্প্রতি নৈহাটি যাওয়ার পথে এই স্লোগান শুনে মুখ্যমন্ত্রী একাধিকবার গাড়ি থামিয়ে নেমে পড়েন। আর দলের নেতা মন্ত্রীরা এই কারণে বিজেপিকে অসভ্য বর্বর দল বলে বর্ণনা করছেন। অন্যদিকে বিজেপি তথা আরএসএস-এরও চ্যালেঞ্জ এই স্লোগানের জেরে গ্রেফতার করে দেখাক সরকার।

English summary
CPM gets control of their party office in Khanakul in Hoogly after giving Joy Shree Ram slogan. In somecases BJP also helps CPM to get control of their party office.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X