For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস দফতরে ‘চায়ে পে চর্চা’র পরও এক মঞ্চে অচ্ছ্যুৎ! প্রশ্ন উঠছে সিপিএমের অন্দরেই

গান্ধীজির জন্মজয়ন্তীতে সিপিএমকে ডেকে তোয়াজ করেছে কংগ্রেস। কিন্তু অস্বস্তি এড়াতে শতবর্ষের অনুষ্ঠানে কংগ্রেসকে আমন্ত্রণ জানাচ্ছে না সিপিএম।

  • |
Google Oneindia Bengali News

গান্ধীজির জন্মজয়ন্তীতে সিপিএমকে ডেকে তোয়াজ করেছে কংগ্রেস। কিন্তু অস্বস্তি এড়াতে শতবর্ষের অনুষ্ঠানে কংগ্রেসকে আমন্ত্রণ জানাচ্ছে না সিপিএম। কিন্তু এই দূরত্ব রেখে চললে, সমাঝোতা টিকবে তো? এখনই প্রশ্ন উঠে পড়ল একাংশের মধ্যে। সিপএমেরই একাংশ তাই চাইছে কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হোক শতবর্ষের অনুষ্ঠানে।

বাংলায় সুশাসন আনতে

বাংলায় সুশাসন আনতে

সম্প্রতি সোনিয়া গান্ধী প্রদেশ কংগ্রেস নেতৃত্বেকে নির্দেশ দিয়েছেন বামেদের সঙ্গে নিয়ে যৌথ আন্দোলন গড়ে তুলতে। আরও বেশি বেশি করে যৌথ আন্দোলন করতে হবে যাতে সাধারণের কাছে এই জোট নিয়ে বিশেষ বার্তা যায়। বাংলার মানুষকে বোঝাতে হবে, তৃণমূল বা বিজেপি নয়, বাংলায় সুশাসন আনতে পারে একমাত্র বাম-কংগ্রেস জোটই।

‘চায়ে পে চর্চা’র পরও অচ্ছ্যুৎ

‘চায়ে পে চর্চা’র পরও অচ্ছ্যুৎ

তার আগে সোমেন মিত্ররা বিধান ভবনে ‘চায়ে পে চর্চা'য় আমন্ত্রণ জানিয়েছিল বাম নেতৃত্বকে। গান্ধীজির জন্মজয়ন্তী উপলক্ষে প্রদেশ কংগ্রেস দফতরে অর্থাৎ বিধানভবনে এক প্রদর্শনীতে গিয়েওছিলেন সিপিএম-সহ সমস্ত বামদলের প্রতিনধিরা। সূর্যকান্ত মিশ্র-বিমান বসুরা কংগ্রেস অফিসে জমিয়ে আড্ডা দিয়েছিলেন। আলোচনাও সারেন নিজেদের মধ্যে।

উভয় দলের সমঝোতার প্রশ্নে

উভয় দলের সমঝোতার প্রশ্নে

সেই চায়ে পে চর্চা থেকে মনে হয়েছিল উভয় দলের সমঝোতা এবার সঠিকপথে নিয়ে যাওয়ার প্রয়াস এটা। কিন্তু সিপিএম শতবর্ষের অনুষ্ঠানে কংগ্রেসকে না আমন্ত্রণ না জানালে তা অন্যরকম বার্তা যাবে। তাই সিপিএমের অনুষ্ঠানে অস্বস্তিসূচক আলোচনা এড়িয়ে কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হোক।

অস্বস্তি অতীত করে কংগ্রেসকে আমন্ত্রণ প্রস্তাব

অস্বস্তি অতীত করে কংগ্রেসকে আমন্ত্রণ প্রস্তাব

বাম শিবিরের একাংশ আবার চাইছে পুরনো সব অস্বস্তি অতীত করে কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হোক। কংগ্রেস-সিপিএম যখন সমাঝোতা করেই চলতে চাইছে, তখন অস্বস্তির কথা না আলোচনা করাই শ্রেয়। তা অতীত বলেই দূরে সরিয়ে রাখা উচিত। তাহলেই জোটের মঙ্গল।

কমিউনিস্ট পার্টির শততম প্রতিষ্ঠা দিবস

কমিউনিস্ট পার্টির শততম প্রতিষ্ঠা দিবস

১৭ অক্টোবর বৃহস্পতিবার থেকে কমিউনিস্ট পার্টির শততম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের উদযাপন করা হচ্ছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। থাকবেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসুরা। এই অনুষ্ঠানে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ও স্বাধীনতা আন্দোলনে বামেদের ভূমিকা বিষয়ক আলোচনা করার কথা গবেষক চমন লালের।

শতবর্ষের অনুষ্ঠানে কংগ্রেস-সিপিআই ব্রাত্য

শতবর্ষের অনুষ্ঠানে কংগ্রেস-সিপিআই ব্রাত্য

সূর্ষকান্ত মিশ্রকে প্রশ্ন করা হয়েছিল, প্রাক স্বাধীনতা যুগে তো জাতীয় কংগ্রেসের মধ্যেই বাম ও সমাজবাগী ধারা হিসেবে কাজ করতেন কমিউনিস্টরা। তাই শতবর্ষের অনুষ্ঠানে কি কংগ্রেসকে দেখা যেতে পারে। সূর্যকান্ত মিশ্র এ বিষয়ে বলেন, যাঁরা বলবেন, যাঁরা শুনবেন, যাতে তাঁদের কোনও অসুবিধা না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হচ্ছে। কাউকেই আমন্ত্রণ জানানো হচ্ছে না।

সিপিএম 'একা' শতবর্ষের মঞ্চে! অস্বস্তি এড়াতে 'বন্ধু' কংগ্রেসের সঙ্গে ব্রাত্য সিপিআইওসিপিএম 'একা' শতবর্ষের মঞ্চে! অস্বস্তি এড়াতে 'বন্ধু' কংগ্রেসের সঙ্গে ব্রাত্য সিপিআইও

English summary
CPM faces in hesitation to invite Congress in 100 year’s program. Now part of CPM leaders raise question about alliance. They want to invite Congress if ally with them,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X