For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বয়ং সিপিএম প্রার্থীই তৃণমূলের প্রচারে! মমতার উন্নয়নের জোয়ারে অপ্রাসঙ্গিক প্রতিদ্বন্দ্বিতা

একে কী বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশ্মা? নাকি উন্নয়নের জোয়ার? বিরোধী প্রার্থীই স্বয়ং বেরিয়ে পড়লেন তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে।

  • |
Google Oneindia Bengali News

একে কী বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশ্মা? নাকি উন্নয়নের জোয়ার? বিরোধী প্রার্থীই স্বয়ং বেরিয়ে পড়লেন তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে। কোনও চাপ নয়, রাজ্যের উন্নয়নের জোয়ার দেখেই তিনি তৃণমূলের সমর্থনে প্রচারে নেমেছেন। এলাকায় উন্নয়নের জোয়ার বইছে তৃণমূলের আমলে। এই অবস্থায় এলাকার উন্নয়নে ত্বরাণ্বিত করতেই তাঁর এই সিদ্ধান্ত, সাফ জানালেন সিপিএম প্রার্থী।

স্বয়ং সিপিএম প্রার্থীই তৃণমূলের প্রচারে! মমতার উন্নয়নের জোয়ারে অপ্রাসঙ্গিক প্রতিদ্বন্দ্বিতা

[আরও পড়ুন:পঞ্চায়েতেই কি রাজ্যে আরও এক পরিবর্তন! কি বলছে আইবি-র রিপোর্ট ][আরও পড়ুন:পঞ্চায়েতেই কি রাজ্যে আরও এক পরিবর্তন! কি বলছে আইবি-র রিপোর্ট ]

পশ্চিম বর্ধমানের কাঁকসার ঘটনা। কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী হয়েছিলেন ছবি ওঁরাও। তাঁর বিপক্ষে প্রার্থী তৃণমূলের জারিনা খাতুন। এদিন জারিনা খাতুন যখন এলাকায় প্রচার মিছিলে বের হন, তখন সিপিএম প্রার্থী সটান এসে তৃণমূলের প্রচারে সামিল হন।

বিরোধী প্রার্থীকে তৃণমূলের মিছিলে দেখে অনেকেই হকচকিয়ে যান। তবে তাঁদের বিস্ময় দূর করেন সিপিএম প্রার্থী ছবি ওঁরাও স্বয়ং। তিনি বলেন, রাজ্যের উন্নয়নের জোয়ার স্তব্ধ করতে চান না তিনি। তিনি চান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন চলছে, সেই উন্নয়নে সামিল হতে। তাই সমর্থনের হাত বাড়িয়ে দিলাম প্রতিদ্বন্দ্বীর দিকেই।

রাজ্যে উন্নয়নের ধারা অটুট রাখতে হবে। সেখানে তাঁর জয়ের থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জয় অনেক বেশি কার্যকর হবে। গতবারও এখানে ভালো কাজ হয়েছে। তাই সেই ধারায় বিঘ্ন ঘটানো উচিত নয় বলেই আমার মনে হয়েছে। স্ব-ইচ্ছায় ব্যক্তিগতভাবেই তিনি এই সমর্থন জানাচ্ছেন। এদিন তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল প্রার্থীর সঙ্গে মিছিলও করেন তিনি।

রাজ্যে যখন শাসক-বিরোধী চাপান-উতোর চলছে ভোট হিংসা নিয়ে। মনোনয়ন বিতর্কে যখন বারবার হাইকোর্টে মামলা দায়ের হচ্ছে, তখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এই ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজ্যের শাসক দল যে দাবি করছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বার্তা সেই দাবির সঙ্গে সহমত। রাজ্যে প্রভূত উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের নিরিখেই এবার ভোট হবে বলে দাবি করে আসছে শাসক দল তৃণমূল।

মমতার রাজত্বে শাসক দলের সেই দাবিকেই এদিন মান্যতা দিলেন বিরোধী সিপিএম প্রার্থী ছবি ওঁরাও। তাঁদের এলাকায় কোনও দ্বন্দ্ব নেই। শাসক-বিরোধী হানাহানি নেই, হিংসা নেই। আদর্শগত মতপার্থক্যতেই আমরা আলাদা। কিন্তু আমরা প্রকৃত অর্থেই চাই উন্নয়ন। তা প্রতিফলিত হোক এই পঞ্চায়েত ভোটের মাধ্যমে।

[আরও পড়ুন:মমতা 'সুর্পণখা'! অশালীন মন্তব্যে ফের শিরোনামে বিজেপি নেতা, মোদীকেও বুড়ো আঙুল][আরও পড়ুন:মমতা 'সুর্পণখা'! অশালীন মন্তব্যে ফের শিরোনামে বিজেপি নেতা, মোদীকেও বুড়ো আঙুল]

English summary
CPM candidate own participates in TMC’s vote campaign rally at Burdwan. She decides this for development of area,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X