For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পায়ে হেঁটেই হেভিওয়েটদের টক্কর দিচ্ছেন সেলিম, রায়গঞ্জে মরিয়া লড়াই ভোট প্রচারে

টালবাহানা শুরু হয়েছিল ভোট ঘোষমার পর থেকেই। শেষপর্যন্ত জোট হল না বাম কংগ্রেসের। গতবার যাঁদের বিরুদ্ধে লড়াই দেখেছিল রায়গঞ্জবাসী, এবারও তাঁরা সম্মুখ সমরে।

  • By Kamal Guha
  • |
Google Oneindia Bengali News

টালবাহানা শুরু হয়েছিল ভোট ঘোষমার পর থেকেই। শেষপর্যন্ত জোট হল না বাম কংগ্রেসের। গতবার যাঁদের বিরুদ্ধে লড়াই দেখেছিল রায়গঞ্জবাসী, এবারও তাঁরা সম্মুখ সমরে। বাড়তে সংযোজন এবার চতুর্মুখী লড়াই এই কেন্দ্রে। শুধু কংগ্রেস বনাম সিপিএম নয়, একইভাবে টক্কর দেবে তৃণমূল ও বিজেপিও। তবো ভোটের আগে প্রচারে বেশ কয়েক কদম এগিয়ে বাম প্রার্থী মহম্মদ সেলিম।

পায়ে হেঁটেই হেভিওয়েটদের টক্কর দিচ্ছেন ভোট প্রচারে, রায়গঞ্জে মরিয়া লড়াই সেলিমের

দলের কর্মীদের নিয়ে পায়ে হেঁটেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে চলেছেন সেলিম। দেখা করছেন সাধারণ মানুষের সঙ্গে। মঙ্গলবার গোয়ালপোখরের পর বুধবার ইসলামপুর বিধানসভা এলাকার গ্রামে গ্রামে পায়ে হেঁটেই প্রচার সেরেছেন তিনি। ছোট ছোট সভাও করছেন। রায়গঞ্জ লোকসভা আসনের প্রচারে নিজেকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছেন।

পায়ে হেঁটেই হেভিওয়েটদের টক্কর দিচ্ছেন ভোট প্রচারে, রায়গঞ্জে মরিয়া লড়াই সেলিমের

[আরও পড়ুন: একদিকে ভাঙছে তৃণমূল, ভাঙছে বিজেপি, লোকসভার আগে দলবদলের জমজমাট খেলা][আরও পড়ুন: একদিকে ভাঙছে তৃণমূল, ভাঙছে বিজেপি, লোকসভার আগে দলবদলের জমজমাট খেলা]

ইতিমধ্যে কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সীও জোর প্রচারে নেমে পড়েছেন। নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন একদিনেই। তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালও প্রচার শুরু করেছেন অনেক আগে থেকেই। কিন্তু নজর কাড়ছেন সোলিম-দীপারাই। এই কেন্দ্রে বিজেপি এখনও তাদের প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি।

পায়ে হেঁটেই হেভিওয়েটদের টক্কর দিচ্ছেন ভোট প্রচারে, রায়গঞ্জে মরিয়া লড়াই সেলিমের

[আরও পড়ুন: এক বছরে চাকরি খেয়েছেন এক কোটির! মোদীর বিরুদ্ধে আরও এক গুরুতর অভিযোগ রাহুলের][আরও পড়ুন: এক বছরে চাকরি খেয়েছেন এক কোটির! মোদীর বিরুদ্ধে আরও এক গুরুতর অভিযোগ রাহুলের]

প্রচারের নিরিখে বাম প্রার্থী মহম্মদ সেলিম অনেকটাই এগিয়ে থাকছেন, তা বলাই যায়। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রেই চরকির মতো ঘুরছেন। পায়ে হেঁটেই দোরে দোরে প্রচার সারছেন তিনি। পৌঁছে যাচ্ছেন গ্রামে-গঞ্জে, হাটে-বাজারে। আবার কখনও কারও বাড়ির উঠোনে।

[আরও পড়ুন: চৌকিদার'দের সঙ্গে কথা 'চৌকিদারে'র, 'ম্যায় ভি চৌকিদারে'র প্রচারে মোদী ][আরও পড়ুন: চৌকিদার'দের সঙ্গে কথা 'চৌকিদারে'র, 'ম্যায় ভি চৌকিদারে'র প্রচারে মোদী ]

English summary
CPM candidate Mohammed Selim takes challenge of vote campaign to walking. He is ahead in campaign in Roygunj,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X