For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল ছেড়ে কেন বিজেপিতে হেভিওয়েটদের ঢল, কারণ নিরূপণ করলেন বামনেত্রী ঐশী

তৃণমূল ছেড়ে কেন বিজেপিতে হেভিওয়েটদের ঢল, কারণ নিরূপণ করলেন বামনেত্রী ঐশী

Google Oneindia Bengali News

একুশের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস শিবিরে বিরাট ভাঙন ধরেছে। ভোট এগিয়ে আসতেই দল ভেঙে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূলের প্রথম সারির নেতারা বিজেপিতে যোগ দিয়েছেন। আবার তাঁদের পথ ধরে অনুগামীরাও। কিন্তু তাঁরা কেন আজ শাসক দল ছেড়ে বিজেপিমুখী, তার কারণ জানালেন বামনেত্রী ঐশী ঘোষ।

কেন তৃণমূল ছেড়ে হেভিওয়েট নেতারা বিজেপিতে

কেন তৃণমূল ছেড়ে হেভিওয়েট নেতারা বিজেপিতে

এবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেত্রী ঐশী ঘোষকে প্রার্থী করেছে সিপিএম। জামুড়িয়ায় সিপিএমের হয়ে প্রচারে বেরিয়ে তিনি স্পষ্ট করলেন, কেন তৃণমূল ছেড়ে হেভিওয়েট নেতারা বিজেপিতে ভিড় জমাচ্ছেন। আর কেনই বা তৃণমূল ও বিজেপি উভয়েই তারকা প্রার্থী খাঁড়া করে জয় হাসিল করতে চাইছে!

কারা তৃণমূল থেকে বিজেপিতে পালিয়ে আসছেন

কারা তৃণমূল থেকে বিজেপিতে পালিয়ে আসছেন

বামেদের তরুণ তুর্কি নেত্রী ঐশী ঘোষ শুক্রবার প্রচারে নেমে বলেন, যেসব ফিল্মস্টাররা মানুষের হয়ে কাজ করার কথা বলে বিজেপি ও তৃণমূলে যোগদান করছেন, তারা কোথায় ছিলেন কোভিড পরিস্থিতিতে। একই কথা প্রযোজ্য দলত্যাগী নেতাদের জন্য। যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে পালিয়ে আসছেন, তাঁদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন ঐশী।

আসলে মানুষের জন্য কোনও কাজই করেননি

আসলে মানুষের জন্য কোনও কাজই করেননি

ঐশী বলেন, দলে থেকে যাঁরা এতদিন কাজ করতে পারেননি, তাঁরা আসলে মানুষের জন্য কোনও কাজই করেননি। তাই এখন বেগতিক বুঝে পালাচ্ছে। তিনি নাম না করেই শুভেন্দু-রাজীব-জিতেন্দ্র তিওয়ারির মতো নেতার সমালোচনা করেন। তীব্র ব্যঙ্গ করে তিনি দলত্যাগী নেতাদের উদ্দেশ্য ফাঁস করে দিয়েছেন। বলেছেন মানুষের জন্য কাজ করতে ইচ্ছার দরকার হয়। সেটা বামেদেরই রয়েছে।

একুশে বামেদের লড়াই পরিযায়ী শ্রমিক-স্বার্থে

একুশে বামেদের লড়াই পরিযায়ী শ্রমিক-স্বার্থে

ঐশীকে প্রার্থী করা হয়েছে জামুড়িয়ায় ৪৪ বছর ধরে বামদুর্গ এই জামুড়িয়া। ২০১১ ও ২০১৬ সালেও এই কেন্দ্র থেকে জিতেছিলেন বামপ্রার্থী। কার্যত জেতা আসনেই প্রার্থী হয়েছেন ঐশী। প্রচারে বেরিয়ে তিনি বলেন, কয়লা শিল্পকে বিলগ্নিকরণ করা যাবে না। যাতে পশ্চিমবঙ্গের শ্রমিকদের ভিন রাজ্যে যেন পরিযায়ী হয়ে থাকতে না হয়। সেই ইস্যুতেই বামেদের লড়াই এবার বিধানসভা নির্বাচনে।

ভোট আবহে দেশবাসীর জন্য '‌মেরা রেশন অ্যাপ’‌ আনল সরকার, কি কি সুবিধা পাবেন দেখে নিন এক নজরেভোট আবহে দেশবাসীর জন্য '‌মেরা রেশন অ্যাপ’‌ আনল সরকার, কি কি সুবিধা পাবেন দেখে নিন এক নজরে

English summary
CPM candidate Aishi Ghosh says why heavyweights leave TMC and join BJP before Bengal Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X