For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের সঙ্গে ৫ বছর পর গাঁটছড়া ছিন্ন, প্রার্থী ঘোষণায় সুস্পষ্ট বার্তা বামফ্রন্টের

কংগ্রেসের সঙ্গে ৫ বছর পর গাঁটছড়া ছিন্ন, প্রার্থী ঘোষণায় সুস্পষ্ট বার্তা বামফ্রন্টের

Google Oneindia Bengali News

কংগ্রেসের সঙ্গে জোট ভাঙতে চলেছে, সেই আভাস ছিলই। শেষপর্যন্ত সেই আভাসই স্পষ্ট হয়। কংগ্রেসের সঙ্গে ৫ বছর পর গাঁটছড়া ছিন্ন হল বামেদের। বাম শরিকদের মধ্যেই তীব্র আপত্তি ছিল কংগ্রেসকে নিয়ে। সেই সাপের মুখে সিপিএম কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে পুরভোটে না লড়ায়েরই সিদ্ধান্ত নিল। কলকাতা পুরভোটের প্রার্থী ঘোষণা করে সুস্পষ্ট বার্তা দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

কলকাতা পুরভোটে কংগ্রেস-সিপিএম জোট ছিন্ন হচ্ছে

কলকাতা পুরভোটে কংগ্রেস-সিপিএম জোট ছিন্ন হচ্ছে

২০১৬-য় বিধানসভা ভোটে তৈরি হয়েছিল কংগ্রেসের সঙ্গে জোট। তারপর থেকে পাঁচ বছর কংগ্রেসের জোট করেই নির্বাচন লড়েছে বামেরা। সে পুরসভা নির্বাচন হোক বা পঞ্চায়েত কিংবা লোকসভা হোক বা বিধানসভা। মাঝে কতকগুলি উপনির্বাচনে জোট হয়নি। কিন্তু বাকি সব নির্বাচনেই কংগ্রেস ও সিপিএম একসঙ্গে পথ চলেছে। এবার কিন্তু তার অন্যথা হতে চলেছে কলকাতা পুরভোটে।

কংগ্রেসও কি তাদের প্রার্থী তালিকায় শূন্যস্থান রাখবে!

কংগ্রেসও কি তাদের প্রার্থী তালিকায় শূন্যস্থান রাখবে!

কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা এককভাবেই ঘোষণা করে দিল বামফ্রন্ট। ১২০টি আসনে বামফ্রন্ট লড়তে চলেছে এবার এককভাবে। আর বাকি আসনগুলিতে বামফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে যে শক্তি তৃণমূল বা বিজেপিকে হারাতে পারবে, তাদের সমর্থনের। অর্থাৎ এই মাত্র ২৪টি ওয়ার্ডে তাঁরা কংগ্রেস বা আইএসএফকে সমর্থন করতে পারে। এখন দেখার সিপিএম ২৪টি আসন ছেড়ে রেখে যে বার্তা দিয়েছে, তেমন কংগ্রেস তাদের প্রার্থী তালিকায় তেমন কোনও ফাঁক রাখে কি না।

বামফ্রন্টের ক্ষতি করে জোট বা মোর্চা চায় না সিপিএম

বামফ্রন্টের ক্ষতি করে জোট বা মোর্চা চায় না সিপিএম

অফিসিয়ালি কংগ্রেসের সঙ্গে সিপিএম বা বামফ্রণ্টের জোট হচ্ছে না। বামফ্রন্টের তরফে একলা চলার বার্তা দিয়ে তরুণ প্রজন্মের রাজনীতিকদের প্রার্থী তালিকায় আধিপত্য দেওয়া হয়েছে। এই ঘোষণায় সিপিএমের তরফে বুঝিয়ে দেওয়া হয়েছে, তাঁরা বামফ্রন্টকেই সর্বাধিক গুরুত্ব দিতে চান। সংযুক্ত মোর্চা বা কংগ্রেসের সঙ্গে জোট তাঁর কাছে পরে। বামফ্রন্টের ক্ষতি করে সিপিএম জোট বা মোর্চা চায় না।

একক শক্তিতে লড়াইয়ে বামফ্রন্ট! ১৫ থেকে ১৬টি ওয়ার্ডে কংগ্রেস কিংবা আইএসএফকে সমর্থনের ইঙ্গিতএকক শক্তিতে লড়াইয়ে বামফ্রন্ট! ১৫ থেকে ১৬টি ওয়ার্ডে কংগ্রেস কিংবা আইএসএফকে সমর্থনের ইঙ্গিত

সিপিএমের কাছে সর্বাধিক গুরুত্ব বামফ্রন্ট সত্ত্বা ধরে রাখা

সিপিএমের কাছে সর্বাধিক গুরুত্ব বামফ্রন্ট সত্ত্বা ধরে রাখা

সম্প্রতি বামফ্রন্টের বৈঠকে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে তীব্র আপত্তি জানায় বাম-শরিক ফরওয়ার্ড ব্লক। সিপিএমকে তা নিয়ে হুঁশিয়ারি দেন ফরওয়ার্ড ব্লক সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। কংগ্রেসের সঙ্গে জোটে তাঁদের আপত্তি রয়েছে। কংগ্রেসের সঙ্গে জোটে সিপিএমের আপত্তি ছিল না। কিন্তু তাদের কাছে গুরুত্ব পেল বামফ্রন্ট সত্ত্বা ধরে রাখা। তাই বামফ্রন্টে ফাটল ধরতে পারে, তা ভেবেই প্রতিকূল পরিস্থিতিতেও একলা চলার সিদ্ধান্ত নেওয়া হল কলকাতা পুরভোটের প্রাক্কালে

জোট নয় আসন্ন পুরভাটে একা লড়বে কংগ্রেসও, ইঙ্গিত দেন অধীর

জোট নয় আসন্ন পুরভাটে একা লড়বে কংগ্রেসও, ইঙ্গিত দেন অধীর

সিপিএম বামফ্রন্টে তাঁর শরিকদের হারাতে চায় না। এটা অনেকাংশে স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই। সেই সূত্র ধরেই বামফ্রন্টের সঙ্গে জোট সম্ভাবনা কার্যত খারিজ করে দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনিও জোটের সম্ভাবনা খারিজ করে একা লড়াইয়ের কথা ঘোষণা করেন সম্প্রতি। বিধান ভবনে বৈঠক ডেকে তিনি সিদ্ধান্ত নেন, জোট নয় আসন্ন পুরভাটে একা লড়বে কংগ্রেস।

১২০ আসনে প্রার্থী ঘোষণা করে একলা চলার গৌরচন্দ্রিকা

১২০ আসনে প্রার্থী ঘোষণা করে একলা চলার গৌরচন্দ্রিকা

তবে কংগ্রেস বা সিপিএম উভয়েই এই বিষয়টি নিচুতলার নেতৃত্বের উপর ছাড়তে চেয়েছিল। যদি নিচতুলার নেতৃত্ব মনে করে জোট করে লড়বে কোথাও, তা তারা করতে পারে। কিন্তু রাজ্য বা প্রদেশ নেতৃত্বের তরফ থেকে এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না। সেইমতো বামফ্রন্টের কলকাতা জেলা নেতৃত্ব ১২০ আসনে প্রার্থী ঘোষণা করে একলা চলার গৌরচন্দ্রিকা করে রাখল।

English summary
CPM breaks alliance with Congress to announce candidate for Kolkat Municipal election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X