For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিপিএমের চমক মহেশতলায়, বিরোধীদের তাক লাগিয়ে নতুন প্রার্থীতে লড়াইয়ের ময়দানে

মহেশতলা বিধানসভা উপনির্বাচনে আগেই প্রার্থী ঘোষণা করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার প্রার্থী নাম জানিয়ে দিল সিপিএম। এই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী হলেন প্রভাত চৌধুরী।

Google Oneindia Bengali News

মহেশতলা বিধানসভা উপনির্বাচনে আগেই প্রার্থী ঘোষণা করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার প্রার্থী নাম জানিয়ে দিল সিপিএম। এই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী হলেন প্রভাত চৌধুরী। বুধবার রাজ্য সিপিএমের পক্ষ থেকে প্রভাত চৌধুরীর নাম ঘোষণা করা হয়। এই আসনে একেবারে আনকোরা এক প্রার্থীকে দাঁড় করিয়ে চমকে দিল বামফ্রন্ট। এই মুহূর্তে দ্বিতীয় বড় শক্তি হয়ে ওঠা বিজেপিকেও চমকে দিল তড়িঘড়ি প্রার্থী নির্বাচন করে।

সিপিএমের চমক মহেশতলায়, বিরোধীদের তাক লাগিয়ে নতুন প্রার্থীতে লড়াইয়ের ময়দানে

উল্লেখ্য, ২০১৬ সালে এই কেন্দ্র থেকে কংগ্রেস-সিপিএম জোটের প্রার্থী হয়েছিলেন শমীক লাহিড়ী। এবারও তিনি প্রার্থী হবেন এমনটাই মনে করেছিল রাজনৈতিক মহল। কিন্তু বামফ্রন্ট প্রার্থী মনোনীত করল প্রভাত চৌধুরীকে। এখন প্রশ্ন, এবারও কি কংগ্রেসের সঙ্গে জোট গড়ে লড়বে বামফ্রন্ট। হায়দরাবাদ পার্টি কংগ্রেসের পর কংগ্রেসের সঙ্গে সমাজোতার রাস্তা খুলে গিয়েছে। এখন দেখার সেই পথে হাঁটে কি না কংগ্রেস-সিপিএম নেতৃত্ব।

রাজনৈতিক মহল মনে করছে হায়দরাবাদ পার্টি কংগ্রেসে জোটের রাস্তা খুলে যাওয়ায় সিপিএমও চাইছে কংগ্রেসকে নিয়ে চলতে। সেই আঙ্গিকে শুধু গৌতম দেবই নন, রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও প্রকাশ্যে কংগ্রেসের সমর্থন দাবি করেছে। সবকিছু ঠিকঠাক চললে মহেশতলা থেকেই ফের রাজ্যে একসঙ্গে চলা শুরু করতে পারে কংগ্রেস ও সিপিএম।

আর সমঝোতার এই রফাসূত্রে মহেশতলায় প্রার্থী দিতে চাইছে না প্রদেশ কংগ্রেস। তবে প্রদেশ কংগ্রেস বা সিপিএম কেউই চাইছে না সরাসরি জোটের রাস্তায় যেতে। বিকল্প উপায়ে দুই দল এক হতে চাইছে। একসঙ্গে লড়তে হাইকম্যান্ডের কাছে ব্যাখ্যা দেওয়ার একটা যুক্তিপূর্ণ রাস্তা খোলা রাখাই এখন প্রদেশ কংগ্রেসের উদ্দেশ্য।

English summary
CPM announces the name of candidate for Maheshtala By election. Congress can send alliance-message to CPM by withdrawing from Maheshtala by-election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X