For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা-শুভেন্দুর বিরুদ্ধে সিপিএমের প্রার্থী মীনাক্ষী!নন্দীগ্রাম-দ্বৈরথে তারুণ্যে ভরসা মহাজোটের

মমতা-শুভেন্দুর বিরুদ্ধে সিপিএমের প্রার্থী মীনাক্ষী!নন্দীগ্রাম-দ্বৈরথে তারুণ্যে ভরসা মহাজোটের

Google Oneindia Bengali News

নন্দীগ্রামে সিপিএম প্রার্থী দেবে বলে ঠিক করেছিল। সেইমতো মমতা-শুভেন্দুর দ্বৈরথের আসনে সিপিএম প্রার্থী করল মীনাক্ষী মুখোপাধ্যায়কে। এই কেন্দ্রে জোট-জট কাটিয়ে সিপিএম নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষণা করল ডিওয়াইএফআই সভানেত্রীকে। তারুণের উপরই ভরসা রাখল সিপিএম। তিনি শুধু সিপিএম প্রার্থী নন, তিনি হলেন সংযুক্ত মোর্চার প্রার্থী।

মমতার বিরুদ্ধে এবার তারুণ্যের মুখ সিপিএমের

মমতার বিরুদ্ধে এবার তারুণ্যের মুখ সিপিএমের

আব্বাস সিদ্দিকের দলের প্রার্থী দেওয়ার কথা ছিল হাইপ্রোফাইল কেন্দ্র নন্দীগ্রামে। কিন্তু পরে মত পরিবর্তন করে এই কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী দেবে বলে স্থির হয়। সেইমতো গতকাল পর্যন্ত দুজনের নাম চূড়ান্ত করেছিল সিপিএম রাজ্য নেতৃত্ব। আলিমুদ্দিন স্ট্রিটের তরফে বেছে নেওয়া দুই প্রার্থীকে পিছনে ফেলে মমতার বিরুদ্ধে এবার তারুণ্যের মুখকেই প্রার্থী করল সিপিএম।

পরিতোষ বা মহাদেব নন, নন্দীগ্রামে অন্য প্রার্থী

পরিতোষ বা মহাদেব নন, নন্দীগ্রামে অন্য প্রার্থী

সিপিএম জেলা ডিওয়াইএফআইয়ের সাধারণ সম্পাদক পরিতোষ পণ্ডাকে বেছে নিয়েছিল একুশে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে। তিনি ২০১৯-এর লোকসভা নির্বাচনে কাঁথি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেইসঙ্গে মহাদেব ভুঁইয়ার নাম আলোচিত হচ্ছিল। তিনি জেলা তৃণমূলের গুরুত্বপূর্ণ সদস্য। আলিমুদ্দিন স্ট্রিট কিন্তু শেষপর্যন্ত অন্য কথা বলল।

নন্দীগ্রাম কেন্দ্র থেকে মীনাক্ষী মুখোপাধ্যায় সিপিএম প্রার্থী

নন্দীগ্রাম কেন্দ্র থেকে মীনাক্ষী মুখোপাধ্যায় সিপিএম প্রার্থী

বিমান বসু বুধবার সাংবাদিক বৈঠক করে নন্দীগ্রাম কেন্দ্র থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করলেন। নন্দীগ্রামে প্রার্থী হিসেবে পরিতোষ, মহাদেব, মীনাক্ষী ছাড়াও প্রীতম কয়ালের নামও আলোচনায় এসেছিল। শেষপর্যন্ত বাকি তিনজনকে পিছনে ফেলে দেন মীনাক্ষী মুখোপাধ্যায়।

সিপিএম তরুণ ও নতুন মুখ প্রার্থীকে বেছে নিল

সিপিএম তরুণ ও নতুন মুখ প্রার্থীকে বেছে নিল

নন্দীগ্রাম আসনে বেশিরভাগ সময়ই সিপিআই প্রার্থী দিয়ে এসেছে। এবার জোট বৈঠকে এই আসনটি আব্বাস সিদ্দিকির আইএসএফকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরে আবার এই কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী দেবে বলে মনস্থ করে। জট কাটিয়ে্ এই কেন্দ্রে শেষপর্যন্ত সিপিএম তরুণ ও নতুন মুখ প্রার্থীকে বেছে নেয়।

বুধেও তৃণমূলে ভাঙন অব্যাহত, আজ দল ছাড়লেন যাঁরা বুধেও তৃণমূলে ভাঙন অব্যাহত, আজ দল ছাড়লেন যাঁরা

English summary
CPM announces candidate against Mamata Banerjee and Suvendu Adhikari’s Nandigram in Bengal Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X