For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একুশেই শূন্য থেকে শুরু বামেদের, সিপিএমের ২৬-এর দল তৈরি হবে ভোটের ময়দানেই

একুশে হয়তো সম্ভব হবে না তৃণমূল ও বিজেপিকে টক্কর দেওয়া। তবে ২০২৬-এর জন্য এখন থেকেই ঝাঁপাচ্ছে সিপিএম তথা বামফ্রন্ট। ২৬-এর বিধানসভা নির্বাচনের জয়ের লক্ষ্যে বামেরা এবার প্রার্তী তালিকায় আনতে চলেছে নতুন চমক।

Google Oneindia Bengali News

একুশে হয়তো সম্ভব হবে না তৃণমূল ও বিজেপিকে টক্কর দেওয়া। তবে ২০২৬-এর জন্য এখন থেকেই ঝাঁপাচ্ছে সিপিএম তথা বামফ্রন্ট। ২৬-এর বিধানসভা নির্বাচনের জয়ের লক্ষ্যে বামেরা এবার প্রার্তী তালিকায় আনতে চলেছে নতুন চমক। প্রবীণদের বাদ দিয়ে এবার ভবিষ্যতের দল তৈরি করতে চাইছে সিপিএম।

পরিবর্তন কাকে বলে, দেখাবে বামেরা

পরিবর্তন কাকে বলে, দেখাবে বামেরা

বামপন্থীরা দেখিয়ে দিতে চাইছে পরিবর্তন কাকে বলে। তাই নতুন মুখের জয়জয়কার ঘটিয়ে প্রার্থী তালিকায় রীতিমতো চমক দিতে চাইছে তৃণমূল। রাজ্যবাসীর কাছে চমক দিয়ে ভবিষ্যেতের নেতাদের সামনে আনতে চাইছে একুশের নির্বাচনে। এখন দেখার সেই নামসকল কতটা গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে আসন্ন নির্বাচনে।

তরুণ তুর্কি নতুন মুখকে সামনে আনবে সিপিএম

তরুণ তুর্কি নতুন মুখকে সামনে আনবে সিপিএম

বামেদের প্রার্থী তালিকায় এবার পুরনো মুখে তেমন থাকছে না। কতিপয় পুরনো মুখকে রেখে তরুণ তুর্কি নতুন মুখকে সামনে আনতে চাইছে বামফ্রন্ট। সেজন্য সূর্যকান্ত মিশ্রের মতো হেভিওয়েট নেতাও এবার দাঁড়াচ্ছেন না একুশের বিধানসভা নির্বাচনে। ৮ মার্চ দুই দফার জন্য বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা হবে, সেখানেই দেখা যাবে কী চমক উপস্থিত।

নতুন মুখকে সুযোগ দিয়ে ভবিষ্যৎ গড়তে চায় সিপিএম

নতুন মুখকে সুযোগ দিয়ে ভবিষ্যৎ গড়তে চায় সিপিএম

বামেদের অনেক পুরনো জনপ্রিয় মুখ রয়েছে। তাঁদেরকে বাদ দিয়েই নতুন মুখকে সুযোগ দিতে পারে বামফ্রন্ট। সূর্যকান্ত মিশ্র, আনিসুরদের মতো নেতারা এবার সাইডলাইনে খাকছেন। তাঁদের জায়গায় সুযোগ পেতে চলেছেন ঐশী ঘোষ, শতরূপ ঘোষ, মধুজা সেনরায়, দীপ্তিশা ধর, সায়নদীপ মিত্র, তাপস সিনহা, তপন ঘোষ, দেবলীনা হেমব্রমদের মতো নেতাদের।

একুশই বলে দেবে ২৬-এর ভবিষ্যৎ

একুশই বলে দেবে ২৬-এর ভবিষ্যৎ

একুশের ভোটে তাঁদের দেখে নিতে চাইছে বামেরা। তাঁরা কতটা লড়াই দিতে পারে, কার মধ্যে বড় নেতা হওয়ার সম্ভাবনা কতটা, তা ভোট ময়দানেই পরীক্ষা হবে। বাংলায় এখন তৃণমূল বনাম বিজেপির লড়াই। সেই লড়াইয়ে সিপরিএম তথা বামেরা নিজেদেরকে কতটা জাহির করতে পারে, তা-ই বলে দেবে ২৬-এর ভবিষ্যৎ।

English summary
CPM and Left Front now starts journey for 2026 from West Bengal Assembly Election 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X