For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিত শাহকেও শুনতে হবে ‘গো-ব্যাক’ স্লোগান, ‘ব্ল্যাক সানডে’ পালন বাম-কংগ্রেসের

সিএএ বিক্ষোভের জেরে যখন গোটা দেশ উত্তাল, তখনই কলকাতায় শহিদ মিনারে সভা করতে আসছেন অমিত শাহ। শহিদ মিনারে অমিত শাহের সভা চলাকালীনই বাম-কংগ্রেস তাঁদের বিক্ষোভ কর্মসূচি সাজিয়েছে।

Google Oneindia Bengali News

সিএএ বিক্ষোভের জেরে যখন গোটা দেশ উত্তাল, তখনই কলকাতায় শহিদ মিনারে সভা করতে আসছেন অমিত শাহ। শহিদ মিনারে অমিত শাহের সভা চলাকালীনই বাম-কংগ্রেস তাঁদের বিক্ষোভ কর্মসূচি সাজিয়েছে। গত মাসে কলকাতায় এসে মোদীকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, এবার অমিত শাহের জন্যও গো ব্যাক স্লাোগান তুলল বাম-কংগ্রেস নেতৃত্ব।

শাহকেও ‘গো-ব্যাক’ স্লোগান, ‘ব্ল্যাক সানডে’ পালনে বাম-কংগ্রেস

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গো ব্যাক স্লোগান শুনতে হল অমিত শাহকেও। অমিত শাহের বিমানবন্দরে নামা থেকে তাঁর যাত্রাপথজুড়ে সেভাবেই সাজানো হয়েছে যাবতীয় কর্মসূচি। দিল্লি-কাণ্ডকে সামনে রেখেই দফায় দফায় চলে বিক্ষোভ। অমিত শাহ কলকাতায় পা দেওয়ার পর প্রতিবাদী জমায়েত হয় কলকাতার অন্তত ১০ জায়গায়। সেই প্রতিবাদী সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করা হয়।

বাম-কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন কালো পতাকা দেখাবেন অমিত শাহকে। বাম-কংগ্রেসের তরফে প্রতিবাদে সামিল হওয়ার জন্য ছাত্র-যুব ও সারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে। বাম-কংগ্রেস নেতৃত্ব অমিত শাহের শহিদ মিনারের সভার দিন কালো পাতাকা হাতে কার্যত 'ব্ল্যাক সানডে' পালন করতে চলেছে।

বাম-কংগ্রেস পথে নামলেও এদিন তৃণমূল কোনও বিক্ষোভ কর্মসূচি পালন করছে না। তারা অমিত শাহের বক্তব্যের পর রাজনৈতিক বিবৃতি দেবে এবং অমিত শাহের সভার পর রাজনৈতিকভাবে কৌশল রচনা করে। এদিকে বাম-কংগ্রেস বিক্ষোভ কর্মসূচি পালন করায় রাজ্যের পুলিশ-প্রশাসনকে প্রস্তুত থাকতে হচ্ছে যাতে অমিত শাহের সভাকে ঘিরে কোনও বিশৃঙ্খলা তৈরি না হয়।

অমিত শাহের কর্মসূচি সড়কপথে। তাই রাজ্যর পুলিশের কাছে মস্তবড় চ্যালেঞ্জ শান্তিপূর্ণভাবে সমস্ত দিক সামাল দেওয়া। কারণ বাম ও কংগ্রেস বিজেপির পাশাপাশি নিশানা করে তৃণমূল কংগ্রেসকেও। একযোগে কংগ্রেসের সোমেন মিত্র-অমিতাভ চক্রবর্তী, সিপিএমের সূর্যকান্ত মিশ্র-মহম্মদ সেলিমদের নির্দেশে কর্মী-সমর্থকরা সামিল হন বিক্ষোভ-অবস্থানে।

English summary
CPM and Congress observe ‘Black Sunday’ in protest of Amit Shah’s CAA rally at Shahid Miner of Kolkata. They give go back slogan to Amit Shah.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X