For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের বিকল্প নয় বিজেপি! রাজ্যে তবু বাম-কংগ্রেস প্রাসঙ্গিকতা ফেরাতে পারছে কই

তৃণমূলের বিকল্প হিসেবে অনেকেই ভেবেছিলেন বিজেপির কথা। কিন্তু বিজেপি যে বিকল্প নয়, তা বুঝিয়ে দিয়েছে দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল।

Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেসের বিকল্প হিসেবে অনেকেই ভেবেছিলেন বিজেপির কথা। কিন্তু বিজেপি যে বিকল্প নয়, তা বুঝিয়ে দিয়েছে দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল। মানুষ যে বিজেপি সরকারের উপর তিতিবিরক্ত তা প্রমাণ হয়ে গিয়েছে। এই মুহর্তে গোটা দেশেই বিকল্পের বড্ড অভাব। বিকল্পের অভাব রাজ্যেও। এই অবস্থা কাজে লাগাতে পারছে না কংগ্রেস-বামেরা।

চূড়ান্ত রূপ পেল না জোট

চূড়ান্ত রূপ পেল না জোট

উপনির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। বাম-কংগ্রেস জোটের রাস্তাই পরি্ষ্কার করতে পারেনি এখনও। এখও জোট ভাবনাতেই থমকে রয়েছে। প্রাথমিক কথা চূড়ান্ত রূপ দিতেই কেটে গেল এতদিন। আর একমাস পরেই ভোট। ফলে জোট সেই ভোটের আগে। মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠার আগেই ভোট এসে যাচ্ছে। ফলে দানা বাঁধছে না পরিকল্পনা।

তবু এক জায়গায় আসতে দ্বিধা

তবু এক জায়গায় আসতে দ্বিধা

কংগ্রেস নেতৃ্ত্ব থেকে শুরু করে বাম নেতারা প্রয়োজন অনুভব করছেন, তবু এক জায়গায় আসতে পারছেন না। দ্বিধা এড়িয়ে জোটবদ্ধ লড়াই দেখা যাচ্ছে না ভোটে। ফলে ২০১৬ সালে যে পরিস্থিতির তৈরি হয়েছিল, এবারও যে তার অন্যথা হবে না, তা বলাই বাহুল্য। কারণ মানুষ বিশ্বাসই করতে পারবে না যে জোট হয়েছে বাম-কংগ্রেসের।

তৃণমূলের বিকল্প হয়ে ওঠাই দস্তুর

তৃণমূলের বিকল্প হয়ে ওঠাই দস্তুর

শাসক তৃণমূলের বিকল্প হিসেবে তরতরিয়ে উঠে আসার চেষ্টা চালাচ্ছে বিজেপি। ইতিমধ্যেই বাংলায় জায়গা করে নিয়েছে তৃণমূলের চ্যালেঞ্জার হিসেবে। কিন্তু তারা যে বিকল্প নয়, তার প্রমাণ যেমন সাম্প্রতিক দুই রাজ্যের বিধানসভা নির্বাচন, তেমনই প্রমাণ তৃণমূলে ভাঙনের পরও ঘরওয়াপসির রমরমা।

বিজেপি বিকল্প নয় বুঝেই...

বিজেপি বিকল্প নয় বুঝেই...

এতেই প্রমাণিত হয়, মানুষ বিকল্প খুঁজছে। বিজেপি বিকল্প নয় বুঝেই তারা ফের ফিরে আসছে তৃণমূলে। এই পরিস্থিতিতে বাম-কংগ্রেস প্রাসিঙ্গক হয়ে উঠতে পারেনি। তাহলে মানুষ ফের ভিড়ত বাম-কংগ্রেসের দিকে। এ রাজ্যে বামফ্রন্ট বা কংগ্রেসকে ছুঁড়ে ফেলেছে মানুষ। এখন নতুন কোনও শক্তি হয়ে উঠতে পারলে তবেই গ্রহণযোগ্যতা ফিরবে।

সম্মিলিতভাবে পথ চলা দরকার

সম্মিলিতভাবে পথ চলা দরকার

বাম-কংগ্রেস সম্মিলিতভাবে পথ চলা শুরু করলে, নতুন কোনও আঙ্গিক বেরিয়ে আসতে পারত। কিন্তু তা হচ্ছে কই! প্রতিটি জোট পরিকল্পনা করেও ভোটের আগে সেই বিবাদের জেরে ভেস্তে যাচ্ছে। যার ফলে সংকট তীব্র হচ্ছে কংগ্রেস ও সিপিএমসহ বামদলগুলিরও। এখন দেখার উপনির্বাচনের তাগিদে জোট গড়ে সেই জোটকে প্লম্বিত করতে পারে কি না তাঁরা।

English summary
CPM and Congress can’t to be substitute of TMC in spite of BJP’s narrow politics. CPM, Congress and others Left parties is failed to build alliance.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X