For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অগ্নিকন্যা এখন নির্বাপিত! বর্তমান থেকে বাঁচার জন্য অতীতের আড়ালে, SSC দুর্নীতি নিয়ে মমতাকে কটাক্ষ সেলিমের

এসএসসিতে (ssc) নিয়োগ নিয়ে দুর্নীতির তদন্ত শুরু করেছে সিবিআই (cbi)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) একবার এবং অপর মন্ত্রী পরেশ অধিকারীকে (Paresh Adhikari) দ

  • |
Google Oneindia Bengali News

এসএসসিতে (ssc) নিয়োগ নিয়ে দুর্নীতির তদন্ত শুরু করেছে সিবিআই (cbi)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) একবার এবং অপর মন্ত্রী পরেশ অধিকারীকে (Paresh Adhikari) দুবার জেরা করেছেন। যা নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তৃণমূলকে (Trinamool Congress)। মুখ্যমন্ত্রী অবশ্য বর্তমানের এসএসসির দুর্নীতি নিয়ে কোনও মন্তব্য না করে পূর্বতন বাম তথা সিপিআইএম(CPIM) -এর শাসনের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। যার পাল্টা কটাক্ষ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম (Md Salim)।

মুখ্যমন্ত্রীর নিশানায় সিপিএম-এর শাসন

মুখ্যমন্ত্রীর নিশানায় সিপিএম-এর শাসন

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ছিলেন ঝাড়গ্রামে। সেখানে দলীয় সভায় তিনি বর্তমানের এসএসসির নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও বলেন, আগে চিরকূট দিয়ে চাকরি হয় আর চিরকূট দিয়ে বদলি করা হত। এরপরেই তিনি সিপিআইএম-এর ৩৪ বছরের শাসন নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, খোঁজখবর করছেন। তাঁর ভদ্রতাকে যদি কেউ দুর্বলতা ভাবেন, তাহলে ভুল করবেন বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

ভুল সংশোধনের সুযোগ চাই

ভুল সংশোধনের সুযোগ চাই

তারপরেই মুখ্যমন্ত্রী মুখে চলে আসে ভুল-ত্রুটির কথা। তিনি বলেন, কাজ করতে গেলে ভুল-ত্রুটি হতেই পারে। তবে তা সংশোধনের সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। গায়ের জোরে তৃণমূলকে স্তব্ধ করা যাবে না, বলেন তিনি।

মহঃ সেলিমের কটাক্ষ

মহঃ সেলিমের কটাক্ষ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি প্রসঙ্গে মহঃ সেলিম বলেন, উনি যখনই বিপদে পড়েন, তখন অফেন্স ইড অ্যা বেস্ট ডিফেন্স মনে করে হৈ-চৈ শুরু করে দেন। সিপিএম রাজ্য সম্পাদক বলেন, উনার বোঝা উচিত, তিনি আর এখন বিরোধী নেত্রী নন, একদশকের বেশি সময় ধরে রাজ্যে মুখ্যমন্ত্রী তিনি। তাঁরই সরকারি প্রতিষ্ঠানে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে। সেই দুর্নীতিতে নিজের মন্ত্রিসভার সদস্যদের যুক্ত থাকার বিষয় সামনে আসছে। সেই সময় তিনি বাম আমলের দিকে আঙুল তুলছেন। মূল ইস্যু থেকে জনগণের দৃষ্টি ঘোরাতেই এই পদক্ষেপ বলে মন্তব্য করেছেন তিনি। উনি বর্তমান থেকে বাঁচার জন্য অতীতের আড়ালে লুকোতে চাইছেন বলেও কটাক্ষ করেছেন সেলিম।

অগ্নিকন্যা এখন নির্বাপিত

অগ্নিকন্যা এখন নির্বাপিত

মহঃ সেলিম .কটাক্ষ সকরে বলেছেন, বাম আমলে তিনি অগ্নিকন্যা ছিলেন, এখন নির্বাপিত। যখন দাউ দাউ করে জ্বলছিলেন, তখন এসব কথা বলেননি কেন, প্রশ্ন করেছেন মহঃ সেলিম। বাম আমলের ভুল-ত্রুটি খুঁজে বের করতে কোটি কোটি টাকা নষ্ট করে যে কমিশন করা হয়েছিল তার ফল কোথায় সেই প্রশ্ন করেছেন সেলিম। বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তিনি বলেছেন, আদালতে স্বস্তি না পেয়ে নাগপুর মারফত ইডি ও সিবিআইকে অকেজো করার চেষ্টা করছেন।

SSC নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় ঢুকে পড়ল গান্ধী পরিবার! তাৎপর্যপূর্ণ বার্তা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিরSSC নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় ঢুকে পড়ল গান্ধী পরিবার! তাৎপর্যপূর্ণ বার্তা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির

English summary
CPIM State secretary MD Salim targets CM Mamata Banerjee for her comments on SSC scam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X