For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের DYFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাংলা থেকে! মীনাক্ষী-সৃজনদের 'মেন্টর' হলেন হিমগ্নরাজ

ফের DYFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাংলা থেকে! মীনাক্ষী-সৃজনদের 'মেন্টর' হলেন হিমগ্নরাজ

Google Oneindia Bengali News

ডিওয়াইএফআই-এর (Dyfi) তিন দিনের সর্বভারতীয় সম্মেলন থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হল এদিন। নতুন সর্বভারতীয় সভাপতি হয়েছেন এএ রহিম এবং সাধারণ সম্পাদক করা হয়েছে হিমগ্নরাজ ভট্টাচার্যকে (Himaghnaraj Bhattacharya)। তিনি দলের সর্বক্ষণের কর্মী।

 ৭৭ জনের কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে রয়েছেন যাঁরা

৭৭ জনের কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে রয়েছেন যাঁরা

৭৭ জনের কমিটিতে পশ্চিমবঙ্গ থেকে হিমগ্নরাজ ভট্টাচার্য ছাড়াও যাঁরা রয়েছেন, তাঁরা হলেন, পশ্চিমবঙ্গে রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায়, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত, বিকাশ ঝা, ইব্রাহিম আলি, পারমিতা ঘোষ চৌধুরী, অয়নাংশু সরকার, সচিন খাঁটি এহং সফিকুল সর্দার। এদিনই সল্টলেকের ইডেজসিসিতে ডিওয়াইএফআই-এর একাদশতম সর্বভারতীয় সম্মেলন শেষ হয়।

ফের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাংলা থেকে

ফের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাংলা থেকে

হিমগ্নরাজ ভট্টাচার্যের আগে ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন পশ্চিমবঙ্গেরই অভয় মুখোপাধ্যায়। জানা গিয়েছে, হিমগ্নরাজ ভট্টাচার্য দক্ষিণ ২৪ পরগনা জেলায় দলের সর্বক্ষণের কর্মী। এছাড়াও তিনি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য।

 সংগঠনের সঙ্গে দূরত্ব কমিয়ে ফের কাজে

সংগঠনের সঙ্গে দূরত্ব কমিয়ে ফের কাজে

দলীয় সূত্রে জানা গিয়েছে একটা সময়ে সংগঠনের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল হিমগ্নরাজ ভট্টাচার্যের। সেই সময় তিনি সংগঠন ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তবে সেই সময় তাঁর সিদ্ধান্ত বদল করতে উৎসাহিত করেছিলেন দলেরই শীর্ষ নেতৃত্বের বেশ কয়েকজন। সেই সময় তিনি দলের সঙ্গে দূরত্ব কমিয়ে ফের কাজে ঝাঁপিয়ে পড়েন।

পরিবেশ আন্দোলনে সামনের সারিতে

পরিবেশ আন্দোলনে সামনের সারিতে

শুধু বামপন্থী আন্দোলনেই নয়, পরিবেশ আন্দোলনে সামনের সারিতে রয়েছেন হিমগ্নরাজ ভট্টাচার্য। সুন্দরবন এলাকার ম্যানগ্রোভ অরণ্য বাঁচানোর প্রচারেও তিনি থাকেন সামনের সারিতে। এলাকায় পরিবেশ সংক্রান্ত তাঁর কাজে প্রশংসা করেন অনেক বিরোধীও।

বার্তা পাঠিয়েছিলেন বুদ্ধদেব

বার্তা পাঠিয়েছিলেন বুদ্ধদেব

এবারের ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সম্মেলন ছিল যথেষ্টই তাৎপর্যপূর্ণ। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিওয়াইএফআই-এর নেতৃত্বদানকারী বুদ্ধদেব ভট্টাচার্য বার্তা পাঠিয়েছিলেন দলের যুব নেতৃত্বকে অনুপ্রাণিত করতে। অডিও বার্তায় তিনি বলেন, রাজ্য ও কেন্দ্রে জনবিরোধী ও দমন পীড়নের সরকার চলছে। তা প্রতিহত করতে পারে একমাত্র বামপন্থীরাই। সেই লক্ষ্যে অবিচল থেকে সব প্রতিকূলতাকে অগ্রাহ্য করে ডিওয়াইএফআই কর্মীরা রাজ্যের সর্বত্র প্রতিদিন আন্দোলন সংগঠিত করছেন। তাঁদের সংগ্রামকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ডিওয়াইএফআই-এর সম্মেলনে আগত সব সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি।

ছবি সৌ:ফেসবুক

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিধায়ক কার্যালয়ে পুলিশের অভিযান! মুখ্যসচিবের রিপোর্ট তলব রাজ্যপালের নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিধায়ক কার্যালয়ে পুলিশের অভিযান! মুখ্যসচিবের রিপোর্ট তলব রাজ্যপালের

English summary
DYFI chooses Himaghnaraj Bhattacharya as their all india general secretary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X