For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষকদের পাশে দাঁড়িয়ে নানা দাবি! ফের সফল কর্মসূচির আশায় সিপিএম

সিঙ্গুর থেকে রাজভবন সফল পদযাত্রা করার পর এবার তারকেশ্বর থেকে কামারপুকুর পদযাত্রার ডাক সিপিএম-এর। রবিবার সকালে এই পদযাত্রা শুরু হয়।

  • |
Google Oneindia Bengali News

সিঙ্গুর থেকে রাজভবন সফল পদযাত্রা করার পর এবার তারকেশ্বর থেকে কামারপুকুর পদযাত্রার ডাক সিপিএম-এর। রবিবার সকালে এই পদযাত্রা শুরু হয়। সূচনা করেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। মূলত হুগলি কেন্দ্রিক নানা ইস্যুতে এই পদযাত্রার ডাক দেওয়া হয়েছে। সোমবার পদযাত্রা শেষ হবে কামারপুকুরে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু পরে এই পদযাত্রায় যোগ দেবেন।

তারকেশ্বর থেকে পদযাত্রা শুরু

তারকেশ্বর থেকে পদযাত্রা শুরু

আলু-সহ ফসলের লাভজনক দাম, শিল্পায়ন, কাজের দাবি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিসহ অনেকগুলি দাবিতে ৪৩ কিমি পদযাত্রা। হুগলির তারকেশ্বর থেকে রবিবার এই যাত্রার সূচনা করেন সূর্যকান্ত মিশ্র। এদিন পদযাত্রা আরামবাগ পৌঁছবে। সেখানে রাতের বিশ্রাম। কর্মী সমর্থকদের বাড়িতে রাতের
খাওয়া থাকার আয়োজন করা হয়েছে।

সোমবার আরামবাগ থেকে ফের যাত্রা শুরু

ফের সোমবার আরামবাগ থেকে কামারপুকুর বাকি অংশের পদযাত্রা করা হবে। এদিন পদযাত্রায় ছিলেন সুদর্শন রায়চৌধুরীর মতো হুগলির সিপিএম নেতারাও।

যে কারণে পদযাত্রা

সিপিএম সূত্রের খবর, নিচু তলার কর্মীদের চাঙ্গা করতেই বড় মিছিলের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে ধনেখালি, গোঘাটের মতো জায়গায় দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা পার্টি অফিসগুলি খুলতে পেরেছে সিপিএম। সিপিএম নেতৃত্বের দাবি, কমপক্ষে ৫০ হাজার মানুষ দুদিনের এই পদযাত্রায় যোগ দেবেন।

English summary
CPIM programme starts from Tarakeswar on Sunday. It will end at Kamarpukur on Monday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X