For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারের সূর্যোদয়ে বাংলায় ঘনীভূত শঙ্কার কালো মেঘ, বিজেপি বিরোধিতায় দ্বিধাবিভক্ত বাম দলগুলি

Google Oneindia Bengali News

বিহারে বামপন্থী দলগুলি একজোট হয়ে দুর্দান্ত ফল করলেও সেই ফর্মুলা কী কাজে লাগানো হবে বাংলায়? সিপিআই-এমএল লিবারেশনের নেতা দীপঙ্কর ভট্টাচর্যের পরামর্শ মতো কি বাংলাতে তৃণমূলের সঙ্গেও হাত মেলাতে রাজি সিপিআইএম? বিহারের সূর্যোদয়ে যেন কালো মেঘ ঘনীভূত হচ্ছে বাংলার আকাশে। বিহারে লাল-এর পুনর্জাগরণ দ্বিধাবিভক্ত করেছে বাংলার বিজেপি বিরোধী রাজনীতিকে।

বামপন্থীরা নতুন করে উজ্জীবিত

বামপন্থীরা নতুন করে উজ্জীবিত

বিহার নির্বাচনের পরই বাংলার বামপন্থীরা নতুন করে উজ্জীবিত। স্বল্প আসনে লড়ে ১৬টি দখল। বিজেপিকে রুখতে কংগ্রেসের থেকে বেশি কার্যকরিতা দেখিয়েছে তারা। তবে সেই এখই পথে কি বাংলা পুনর্দখল সম্ভব? এই মর্মে নয়া সমীকরণ গড়ে তোলার বার্তা দিয়েছেন লিবারেশন নেতা দীপাঙ্কর ভট্টাচার্য। তবে তা খারিজ করে দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

বিহার নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের

বিহার নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের

এদিকে বিহার নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের৷ তবু ২১-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গেই লড়াই করতে নামছে বামফ্রন্ট। এই বিষয়ে মালদায় স্পষ্ট বার্তা দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিকে ওয়েইসির দল নিয়ে সাবধানী মন্তব্য করেন বিমান বসু। তাঁর কথায় উঠে আসে 'বেঙ্গল মডেল' প্রসঙ্গ।

বিমান বসুর বক্তব্য

বিমান বসুর বক্তব্য

বিমান বসু বলেন, 'বাংলার মাটিতে গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা দিতে, বাংলার মাটিতে সাম্প্রদায়িক শক্তি ও বিভাজন সৃষ্টিকারীদের পরাস্ত করতে আমাদের এগোতে হবে। এখানে মূলত হিন্দু ও মুসলিম, এই দুই সম্প্রদায়ের মানুষ রয়েছে। কিন্তু যেখানে যেমন সেখানে তেমন নীতি সাম্প্রদায়িক মেলবন্ধনকে কখনও জোরদার করতে পারে না।'

তৃণমূল ও বিজেপি বিরোধী সমস্ত শক্তির বোঝাপড়া

তৃণমূল ও বিজেপি বিরোধী সমস্ত শক্তির বোঝাপড়া

তিনি আরও বলেন, 'আমরা তৃণমূল ও বিজেপি-কে পরাস্ত করতে বিরোধী সমস্ত শক্তিকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে চেষ্টা চালিয়ে যাব। ফলে কংগ্রেসে আমাদের ভরসা কি ভরসা নয়, সেটা বড় কথা নয়। বড় কথা হল, তৃণমূল ও বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে বোঝাপড়া ও কর্মসূচির ভিত্তিতে একজোট করা। আমরা আসন্ন ভোটে সেভাবেই লড়াই করতে চাইছি।'

একুশের নির্বাচনে এই রাজ্যেও বিহার মডেল?

একুশের নির্বাচনে এই রাজ্যেও বিহার মডেল?

তবে কি একুশের নির্বাচনে এই রাজ্যেও বিহার মডেলে তাঁরা ভোট করার কথা ভাবছেন? উত্তরে বিমান বসুর মন্তব্য, 'এখানে আমাদের ১৬ দলের বোঝাপড়া রয়েছে। তার মধ্যে আরজেডি, এনসিপি, এলজেপি সহ বাম দলগুলি রয়েছে। আমরা বলি, বামপন্থী ও বামপন্থী সহযোগী দলসমূহ। এভাবেই আমাদের বেঙ্গল মডেল গড়ে উঠেছে। তাহলে অন্য কোনও মডেল আমরা কেন ধার করব? বিহারে যেভাবে রাজনীতি চলে তার সঙ্গে পশ্চিমবঙ্গে হয়ত কিছু মিল রয়েছে। কিন্তু তার মানে ওই মডেল অনুসরণ করা হবে তা সঠিক নয়।'

<strong>বিহার নির্বাচনে ৫ আসন জেতা আসাদউদ্দিন ওয়েইসি এখন বাংলার 'হট টপিক'</strong>বিহার নির্বাচনে ৫ আসন জেতা আসাদউদ্দিন ওয়েইসি এখন বাংলার 'হট টপিক'

English summary
CPIM opposes proposal of CPI ML liberation's Dipankar Bhattacharya to join hands with TMC to stop BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X