For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিপিএম-এর রাজ্য সম্পাদকমণ্ডলীতে কারা আসতে পারেন? সূর্য-বিমানের 'অবর্তমানে' উঠে আসছে যেসব নাম

সিপিএম-এর রাজ্য সম্পাদকমণ্ডলীতে কারা আসতে পারেন? সূর্য-বিমানের 'অবর্তমানে' উঠে আসছে যেসব নাম

  • |
Google Oneindia Bengali News

সিপিআইএম (CPIM)-এর রাজ্য সম্পাদক (secretary) হিসেবে যেমন একাধিক নাম উঠে আসছে ঠিক তেমনই রাজ্য সম্পাদকমণ্ডলীতেও (State Secretariate) অনেক নতুন নাম শোনা যাচ্ছে। বয়সজনিত কারণেই অনেককেই এবার সম্পাদকমণ্ডলী থেকে সরতে হবে। সেই জায়গাতেই যুব-শ্রমিক-আদিবাসী অংশের প্রতিনিধিদের বাড়তি গুরুত্ব দেওয়া হতে পারে।

পার্টি কংগ্রেসের পরে সম্পাদকমণ্ডলী গঠন

পার্টি কংগ্রেসের পরে সম্পাদকমণ্ডলী গঠন

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার জেলা সম্মেলন বাকি রয়েছে। জেলা সম্মেলন থেকে কোনও কোনও জেলায় নতুন সম্পাদক বেছে নেওয়া হবে। সেইসব সম্মেলন হওয়ার পরে পার্টি কংগ্রেস। সিপিএম-এর তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে ৬-১০ এপ্রিল কেরলে কন্নুরে পার্টি কংগ্রেস বসতে চলেছে। সেই পার্টি কংগ্রেস হওয়ার পরেই রাজ্যে নতুন রাজ্য সম্পাদকমণ্ডলী তৈরি হবে। সেখানেই সম্ভাব্যদের নিয়ে জল্পনা শুরু হয়েছে।

উত্তরবঙ্গে বিবেচনায় একাধিক নাম

উত্তরবঙ্গে বিবেচনায় একাধিক নাম

বয়সজনিত কারণে উত্তরবঙ্গের অশোক ভট্টাচার্য সরে যাওয়ার কথা জানালেও, দলের চাপে পড়ে ফের একবার শিলিগুড়ি পুরসভার নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি। তবে বয়সজনিত কারণে রাজ্য সম্পাদকমণ্ডলী থেকে তাঁর সরে যাওয়ার সম্ভাবনা প্রবল। সে ক্ষেত্রে উত্তরবঙ্গ থেকে রাজ্য সম্পাদকমণ্ডলীতে স্থান পেতে পারেন শমন পাঠক। এছাড়াও জিয়াউল আলমের নামও উঠে আসছে।

 দক্ষিণবঙ্গ থেকে বিবেচনায় যেসব নাম

দক্ষিণবঙ্গ থেকে বিবেচনায় যেসব নাম

দক্ষিণবঙ্গ থেকে যাঁদের নাম উঠে আসছে, তাঁদের মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয় জামির মোল্লার নাম। তিনি ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলার সম্পাদক। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে উঠে আসছে যথাক্রমে নিরঞ্জন সিহি ও তাপস সিনহার নাম। এছাড়াও উঠে আসছে সায়নদীপ মিত্র এবং হুগলির দেবব্রত ঘোষের নামও।

মহিলাদের মধ্যে উঠে আসছে যাঁদের নাম

মহিলাদের মধ্যে উঠে আসছে যাঁদের নাম

মহিলাদের মধ্যে যাঁদের নাম উঠে আসছে তাঁদের মধ্যে রয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এছাড়াও দেবলীনা হেমব্রম এবং কনীনিকা ঘোষ বোসের নামও উঠে আসছে।

নতুন রাজ্য সম্পাদক হিসেবে যাঁদের নাম উঠে আসছে

নতুন রাজ্য সম্পাদক হিসেবে যাঁদের নাম উঠে আসছে

বর্তমান পরিস্থিতিতে রাজ্য সম্পাদক হিসেবে যাঁদের নাম উঠে আসছে, তাঁরা হলেন শ্রীদীপ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী এবং মহঃ সেলিম। শ্রীদীপ ভট্টাচার্য দলে তাত্ত্বিক নেতা হিসেবে পরিচিত। পার্টির ক্লাস নিয়ে থাকেন। কেন্দ্রীয় কমিটির এই নেতা একটা সময়ে হাওড়ার জেলা সম্পাদক ছিলেন। অন্যদিকে সুজন চক্রবর্তী দলের নিচুতলায় জনপ্রিয়। তবে তাঁর আগে দলের সর্বোচ্চ কমিটিতে জায়গা পেয়েছেন শ্রীদীপ ভট্টাচার্য। অন্যদিকে মহঃ সেলিম বাংলার পাশাপাশি হিন্দি, ইংরেজিতে সাবলীল এবং সংখ্যালঘু মুখ হলেও, গত বিধানসভা নির্বাচনে আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট করে 'শূন্য' হয়ে যাওয়ায় খানিক প্রশ্নের মুখে। তবে রাজ্য সম্পাদক বাছার ক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্য এবং বিমান বসুরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে জানা গিয়েছে।

English summary
CPIM leaders who can get membership of State secretariate in absence of Surya Mishra, Biman Bose.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X