For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ব্রিজের রঙ নীল-সাদা করে কোনও রক্ষণাবেক্ষণ হয় না', মাঝেরহাট-কাণ্ডে তোপ দাগলে সুজন

কলকাতার বুকে ভয়াবহ ব্রিজ দুর্ঘটনা নিয়ে সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সঠিক রক্ষণাবেক্ষণের দিকে সরকারের নজর নেই বলে দাবি করেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

কলকাতার বুকে ভয়াবহ ব্রিজ দুর্ঘটনা নিয়ে সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সঠিক রক্ষণাবেক্ষণের দিকে সরকারের নজর নেই বলে দাবি করেন তিনি। তবে এমন এক পরিস্থিতিতে রাজনীতির উর্ধ্বে ওঠা প্রয়োজন তা এদিন জানান এই বাম নেতা।

ব্রিজের রঙ নীল-সাদা করে কোনও রক্ষণাবেক্ষণ হয় না, মাঝেরহাট-কাণ্ডে তোপ দাগলে সুজন

সুজন চক্রবর্তী এদিন বলেন,'ব্রিজের রঙ নীল-সাদা করে কোনও রক্ষণাবেক্ষণ হয় না' । পাশাপাশি তিনি স্পষ্ট করেন, এই সময়ে একে অপরকে দোষারোপ করা , বা রাজনৈতিক ফায়দা লোটবার নয়। দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে বিপর্যয় মোকাবিলায়। যাঁরা আহত বা ধ্বংসস্তূপের মধ্যে পড়ে গিয়েছেন তাঁদের উদ্ধারে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। উড়ালপুল ভাঙার খবর তাঁর কাছে পৌঁছতেই তিনি স্থানীয় সিপিএম নেতৃত্বকে এদিন ঘটনাস্থলের পৌঁছনের নির্দেশ দেন। পাশাপাশি ব্যাপকভাবে উদ্ধার কাজে অংশ নিতে পরামর্শও দেন। তিনি নিজেও ছুটে যান ঘটনাস্থলে, আহতদের সঙ্গে দেখা করেন হাসপাতালেও । বিধানসভায় সিপিএম-এর মুখ্য সচেতক সুজন চক্রবর্তী বারবার বলেন, এই সময় দোষারপের নয়।

[আরও পড়ুন: LIVE Kolkata-Flyover: সফর বাতিল করে ফিরছেন মমতা, প্রতিক্রিয়া মোদীর, স্ল্যাবের নিচে ২ জীবীত][আরও পড়ুন: LIVE Kolkata-Flyover: সফর বাতিল করে ফিরছেন মমতা, প্রতিক্রিয়া মোদীর, স্ল্যাবের নিচে ২ জীবীত]

[আরও পড়ুন:কলকাতার ব্রিজ দুর্ঘটনা ঘিরে সরকারকে তোপ রাজ্যপালের, মন্তব্যে উঠে এল ক্ষোভ ][আরও পড়ুন:কলকাতার ব্রিজ দুর্ঘটনা ঘিরে সরকারকে তোপ রাজ্যপালের, মন্তব্যে উঠে এল ক্ষোভ ]

[আরও পড়ুন:মমতার সাত বছরে বাংলায় উড়ালপুল বিপর্যয়ের সাতকাহন, নবতম সংযোজন মাঝেরহাট ][আরও পড়ুন:মমতার সাত বছরে বাংলায় উড়ালপুল বিপর্যয়ের সাতকাহন, নবতম সংযোজন মাঝেরহাট ]

[আরও পড়ুন: ব্রিজ ভাঙার দায় মমতার সরকারের! সরাসরি অভিযোগ মোদীর দলের][আরও পড়ুন: ব্রিজ ভাঙার দায় মমতার সরকারের! সরাসরি অভিযোগ মোদীর দলের]

এদিকে, দুর্ঘটনার জেরে বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে । তবে সরকারের তরফে এখনও পর্যন্ত এ সম্পর্কে কিছুই জানানো হয়নি । মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন ৬জনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছা়ডাও ঘটনার জেরে কলকাতার একাধিক রাস্তা আপাতত ব্যাপক যানজটের শিকার।

[আরও পড়ুন:'মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী ব্রিজ দুর্ঘটনার জন্য ',মাঝেরহাটের ঘটনা নিয়ে সরব এই বিজেপি নেতা ][আরও পড়ুন:'মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী ব্রিজ দুর্ঘটনার জন্য ',মাঝেরহাটের ঘটনা নিয়ে সরব এই বিজেপি নেতা ]

[আরও পড়ুন: কলকাতায় ব্রিজ ভাঙার ঘটনা দুর্ভাগ্যজনক! পাশে থাকার আশ্বাস মোদীর][আরও পড়ুন: কলকাতায় ব্রিজ ভাঙার ঘটনা দুর্ভাগ্যজনক! পাশে থাকার আশ্বাস মোদীর]

[আরও পড়ুন: ফিরল দু-বছর আগের ভয়াবহ স্মৃতি, মাঝেরহাটে ব্রিজ ভেঙে মৃতের সংখ্যায় ধন্দ][আরও পড়ুন: ফিরল দু-বছর আগের ভয়াবহ স্মৃতি, মাঝেরহাটে ব্রিজ ভেঙে মৃতের সংখ্যায় ধন্দ]

[আরও পড়ুন: হঠাৎই ফোন মেট্রোর নির্মাণকর্মীর! ধ্বংসস্তূপ থেকে বাঁচানোর আর্তি ][আরও পড়ুন: হঠাৎই ফোন মেট্রোর নির্মাণকর্মীর! ধ্বংসস্তূপ থেকে বাঁচানোর আর্তি ]

[আরও পড়ুন: মাঝেরহাট ব্রিজ-দুর্ঘটনায় আশঙ্কার মেঘ ক্রমেই দানা বাঁধছে, উঠে আসছে একাধিক তথ্য ][আরও পড়ুন: মাঝেরহাট ব্রিজ-দুর্ঘটনায় আশঙ্কার মেঘ ক্রমেই দানা বাঁধছে, উঠে আসছে একাধিক তথ্য ]

English summary
CPIM leader Sujan Chakraborty's Reaction on majerhat bridge collapse
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X