For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রচারে সিপিএম-এর নতুন অ্যাপ! চালু হল 'লেফট স্কোয়াড'

প্রচারে সিপিএম-এর নতুন অ্যাপ! চালু হল 'লেফট স্কোয়াড'

  • |
Google Oneindia Bengali News

নতুন অ্যাপের উদ্বোধন করল সিপিআইএম(cpim)। নাম লেফট স্কোয়াড( leftsquad)। এদিন দুপুরে এই অ্যাপটির উদ্বোধন করেন সিপিএম পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়তেই অ্যাপের সাহায্য নেওয়া, জানিয়েছেন তিনি।

বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে অ্যাপ

বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে অ্যাপ

সামনেই আসছে বিধানসভা নির্বাচন। রাজ্যে শাসক তৃণমূলের বিরুদ্ধে কার্যত বিরোধী হল গেরুয়া শিবির। দুই পক্ষই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক টাকা খরচ করছে বলে দাবি বামেদের। কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় সেই পরিস্থিতি নেই বামেদের সামনে। তাই অ্যাপের সাহায্য নেওয়া।

 দেখভালের দায়িত্বে সেলিম

দেখভালের দায়িত্বে সেলিম

লেফট স্কোয়াড অ্যাপটির দেখভালের দায়িত্বে থাকছেন সিপিএম নেতা মহঃ সেলিম। আলিমুদ্দিন স্ট্রিট থেকে অ্যাপের মাধ্যমে বাংলার ঘরে ঘরে পৌঁছে যাওয়া যাবে বলেই মনে করছেন সিপিএম নেতারা।

অ্যাপে থাকছে ডোনেশনের জায়গাও

অ্যাপে থাকছে ডোনেশনের জায়গাও

এই অ্যাপে ডোনের জায়গাও রয়েছে। সেখানে ক্লিক করে সহজেই টাকা পাঠানো যাবে। এদিন মহঃ সেলিম নিজে ৫ লক্ষ টাকা অ্যাপে পাঠিয়ে এই পথ চলার সূচনা করেন।

 অ্যাপে থাকছে তৃণমূল, বিজেপির প্রতিশ্রুতি আর তার বাস্তবায়নের কথা

অ্যাপে থাকছে তৃণমূল, বিজেপির প্রতিশ্রুতি আর তার বাস্তবায়নের কথা

এই অ্যাপে তথ্য দিয়ে দেখানো হয়েছে, আগামী বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতার আসার পর থেকে বর্তমান রাজ্য সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি আর তার বাস্তবায়নের কথা। অ্যাপে থাকছে বিজেপির আচ্ছে দিনের প্রতিশ্রুতি আর বাস্তব পরিস্থিতির কথা।

 যেভাবে অ্যাপ্লিকেশনটি মোবাইলে ইনস্টল করা যাবে

যেভাবে অ্যাপ্লিকেশনটি মোবাইলে ইনস্টল করা যাবে

প্রথম ধাপ: নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন ।
https://wbcpim.leftsquad.in/
দ্বিতীয় ধাপ: লিঙ্কে ক্লিক করার পর আপনার ফোনের ব্রাউজার অ্যাপ্লিকেশনে লিঙ্কটি ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
তৃতীয় ধাপ: Left Squad পেজটি ওপেন হওয়ার পর, উপরে ব্রাউজ্রারে ডান দিকের কোণে থাকা তিনটি ডটে ক্লিক করুন।
চতুর্থ ধাপ : তিনটি ডটে ক্লিক করলে যে প্যানেলটি ওপেন হচ্ছে সেখান থেকে Add to Home screen অপশনটি সিলেক্ট করুন
পঞ্চম ধাপ: পরবর্তী এবং শেষ ধাপে Add অপশনে ক্লিক করুন। দেখবেন আপনার ফোনের মোবাইলের হোমস্ক্রিনে Left Squad ইন্সটল সম্পন্ন হয়েছে

সরকারি কর্মীরাই রিপোর্ট পাঠাচ্ছেন রাজ্যপালকে! স্বরাষ্ট্র দফতর 'অপদস্থ' করেছে, বিস্ফোরক রাজ্যপালসরকারি কর্মীরাই রিপোর্ট পাঠাচ্ছেন রাজ্যপালকে! স্বরাষ্ট্র দফতর 'অপদস্থ' করেছে, বিস্ফোরক রাজ্যপাল

English summary
CPIM launches new app named leftsquad for West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X