For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিঙ্গুরে আলগা হয়েছে মমতার মাটি! তারুণ্যের স্বপ্ন নিয়ে পরিত্রাতা হতে চান সৃজন

সিঙ্গুরে আলগা হয়েছে মমতার মাটি! তারুণ্যের স্বপ্ন নিয়ে পরিত্রাতা হতে চান সৃজন

Google Oneindia Bengali News

সিঙ্গুরেও পায়ের তলার মাটি আলগা হয়েছে তৃণমূলের। লোকসভা নির্বাচনে তো ধাক্কা খেয়েছেই, সিঙ্গুরে এবার যে সাড়া পাচ্ছেন সিপিএম প্রার্থী, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট। এই সিঙ্গুরে বাংলার যুব সমাজের স্বপ্ন কেড়ে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার বিধানসভা ভোটে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সিঙ্গুর।

সিঙ্গুরে সঠিক পথই নিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য!

সিঙ্গুরে সঠিক পথই নিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য!

সিঙ্গুরের সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন, প্রচারে বেরিয়ে যে সাড়া মিলেছে, তাতে স্পষ্ট সঠিক পথই নিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। হতে পারে বাস্তবায়নে কোনও ত্রুটি ছিল, কিন্তু উদ্দেশ্যে কোনও খাদ ছিল না। সেই কারণেই এত বছর পর সিঙ্গুরে দলীয় প্রার্থীর জন্য ছুটে আসতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সিঙ্গুর তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।

সিঙ্গুর আন্দোলনের দুই কাণ্ডারি যখন সম্মুখ সমরে

সিঙ্গুর আন্দোলনের দুই কাণ্ডারি যখন সম্মুখ সমরে

সিপিএমের তরুণ-তুর্কি প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন, তৃণমূলের পায়ের তলার মাটি আলগা হয়ে গিয়েছে। সিঙ্গুর আন্দোলনের দুই কাণ্ডারি তাই সম্মুখ সমরে অবতীর্ণ। একজন তৃণমূলের প্রার্থী, আর এক জন তৃণমূলের বি টিম বিজেপির প্রার্থী। সিঙ্গুরের মানুষ তাঁদের ভুল বুঝতে পেরেছে। তাই এবার তাঁরা তারুণের স্বপ্নকেই বেছে নেবে।

সিঙ্গুরে স্বপ্ন ফেরি করে বেড়াচ্ছেন সিপিএমের সৃজন

সিঙ্গুরে স্বপ্ন ফেরি করে বেড়াচ্ছেন সিপিএমের সৃজন

সিপিএম এতদিন পাকা চুলের বৃদ্ধদের উপরই ভরসা রেখেছিল। তরুণ তরতাজা যুবকদের সমনের সারিয়ে আনেনি এতদিন। তাদেরও যে পরবর্তী প্রজন্ম তৈরি হয়েছে, তা জানান দিচ্ছে এই ২০২১-এর ভোট। এমনই একজন প্রার্থী এসএফআইয়ের রাজ্য সম্পাদকের দায়িত্ব সামলানো সৃজন ভট্টাচার্য এবার সিঙ্গুরের প্রার্থী। তিনি এবার সিঙ্গুরে স্বপ্ন ফেরি করে বেড়াচ্ছেন।

সিঙ্গুরের মানুষের যন্ত্রণায় প্রলেপ লাগানোর সময় এসেছে

সিঙ্গুরের মানুষের যন্ত্রণায় প্রলেপ লাগানোর সময় এসেছে

এখনও তিরিশ ছোঁয়নি বয়স। চোখে আগামীর স্বপ্ন ভরা। তিনি স্পষ্ট জানাচ্ছেন, সিঙ্গুর থেকে একটা প্রজন্মের স্বপ্ন ভেঙে দেওয়া হয়েছিল। ফলে সিঙ্গুরের মানুষ আজও যন্ত্রণা নিয়ে বেঁচে আছে। সেই যন্ত্রণায় এবার প্রলেপ লাগানোর সময় এসেছে। বামেরা অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে এবার সিঙ্গুরকে নতুন স্বপ্ন দেখানোর চেষ্টা করছে। সেই চেষ্টায় তাঁরা সফল হবেনই।

বিশ্বের সামনে সিঙ্গুরবাসীর কণ্ঠস্বর তুলে ধরতে চান সৃজন

বিশ্বের সামনে সিঙ্গুরবাসীর কণ্ঠস্বর তুলে ধরতে চান সৃজন

সৃজন বলছেন, এবারের লড়াই একটা প্রবণতার বিরুদ্ধে। কাটমানি, তোলাবাজি তারপর দলবদলের একটা প্রবণতা এবার কাজ করছে বাংলায়। এসবের বিরুদ্ধেই তাঁর লড়াই। সিঙ্গুরের প্রতারিত মানুষদের পাশে দাঁড়াতে তৎপর সৃজন। তিনি চান, বিশ্বের সামনে সিঙ্গুরবাসীর কণ্ঠস্বর তুলে ধরতে। সিঙ্গুরবাসীর পরিত্রাতা হয়ে উঠতে চান বাস্তবের মাটিতে পা রেখেই।

তৃণমূলের চিন্তা বাড়িয়ে একাধিক আসনে প্রার্থী দিল আসাদউদ্দিন দল, এক নজরে কে কোথায় দাঁড়ালেনতৃণমূলের চিন্তা বাড়িয়ে একাধিক আসনে প্রার্থী দিল আসাদউদ্দিন দল, এক নজরে কে কোথায় দাঁড়ালেন

English summary
CPIM candidate Srijan Bhattacharya wants to return dream of Singur against Mamata Banerjee’s stand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X