For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রচারের শেষ দিনে নন্দীগ্রামে সিপিএম প্রার্থীর প্রচারে 'হামলা', অভিযুক্ত তৃণমূল

প্রচারের শেষ দিনে নন্দীগ্রামে ফের আক্রান্ত সিপিএম-এর (cpim) প্রচার। এদিন নন্দীগ্রামে (nandigram) ভুতোর মোড়ে মিছিল পৌঁছলে সেখানে তৃণমূল (trinamool congress) হামলায় চালায় বলে অভিযোগ। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

  • |
Google Oneindia Bengali News

প্রচারের শেষ দিনে নন্দীগ্রামে ফের আক্রান্ত সিপিএম-এর (cpim) প্রচার। এদিন নন্দীগ্রামে (nandigram) ভুতোর মোড়ে মিছিল পৌঁছলে সেখানে তৃণমূল (trinamool congress) হামলায় চালায় বলে অভিযোগ। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। যদিও তৃণমূলের তরফ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

মিছিলে ছিলেন বিমান বসু এবং মীনাক্ষী মুখোপাধ্যায়

মিছিলে ছিলেন বিমান বসু এবং মীনাক্ষী মুখোপাধ্যায়

এদিন নন্দীগ্রামের ভুতোর মোড় এলাকায় মিছিল করে সিপিএম। সেই মিছিলে সিপিএম প্রার্থী ছাড়াও হাজির ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। মিছিল ভুতোর মোড়ে পৌঁছলে মিছিলে হামলা চলে। মিছিলে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। সিপিএম-এর তরফ থেকে এই হামলার জন্য তৃণমূলকেই অভিযুক্ত করা হয়েছে।

একইরুটে যাওয়ার কথা মমতার

একইরুটে যাওয়ার কথা মমতার

নন্দীগ্রামে শেষ দিনে প্রচার। দুপুরে সেখানে গিয়েছেন অমিত শাহ। আর একেবারে সময় শেষ হওয়ার আগে রোজ শো করবেন মিঠুন চক্রবর্তী। আর এদিন সকাল থেকে হুইল চেয়ারে করে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেরকমই এক জায়গায় হল ভুতোর মোড়। জানা গিয়েছে, প্রশাসনের অনুমতি নিয়ে মিছিল বের করেছিল সিপিএম। নির্দিষ্ট সময় পরে সেই জায়গা দিয়ে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।

দিন চারেক আগেও হয়েছে হামলা

দিন চারেক আগেও হয়েছে হামলা

শনিবার নন্দীগ্রামের সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের ওপরে দাউদপুর এলাকায় হামলা চালানো হয়। সিপিএম প্রার্থী নির্বাচনী এজেন্ট জেলা প্রশাসনের পাশাপাশি নির্বাচন কমিশনে বিষয়টি নিয়ে অভিযোগ করে বলেন শারীরিক হেনস্থা করা হয়েছে। সিপিএম প্রার্থী অভিযোগ করেন, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এই হামলার ঘটনা ঘটেছে। সিপিএম-এর তরফে অভিযোগ করা হয় স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্য আব্বাস বেগের দিকে। স্থানীয় তৃণমূলের তরফে অভিযোগ করা হয় মীনাক্ষী ভোট কেটে বিজেপিকে সুবিধা দেবেন।

ব্যবস্থা নেওয়ার দাবিতে অবরোধ করেন প্রার্থী

ব্যবস্থা নেওয়ার দাবিতে অবরোধ করেন প্রার্থী

এই হামলার ২৪ ঘন্টা পরেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করে নন্দীগ্রাম থেকে টেঙ্গুয়াগামী রাস্তার অবরোধে বসেন সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁৎ সঙ্গে সামিল হয়েছিলেন জোটের কর্মী-সমর্থকরাও। পুলিশ নিরপেক্ষ নয় বলে অভিযোগ করেছিলেন তিনি। ওই অবরোধের জেরে আটকে পড়ে নির্বাচনের কাজে ব্যবহৃত পুলিশের গাড়িও। এই অবরোধের জেরে প্রায় ২০ কিমি দূরে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেও ব্যাঘাত ঘটার অভিযোগ তোলে তৃণমূল। শনিবারের পাশাপাশি মঙ্গলবারের ঘটনায় দলের কেউ জড়িত নয় বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে।

তমলুকে আক্রান্ত বিজেপি প্রার্থী, মারধরে জখম নেতাকে দেখতে হাসপাতালে গিয়ে বিস্ফোরক দিলীপতমলুকে আক্রান্ত বিজেপি প্রার্থী, মারধরে জখম নেতাকে দেখতে হাসপাতালে গিয়ে বিস্ফোরক দিলীপ

English summary
CPIM candidate Minakshi Mukherjee's campaign manhandelled in Nandigram allegedly by TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X