For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শালবনিতে আক্রান্ত সুশান্ত ঘোষের এজেন্টের পরিবার, ভর্তি হাসপাতালে, অভিযুক্ত তৃণমূল

প্রথম দফার নির্বাচন মিটলেও, রাজনৈতিক হানাহানি চলছেই। ভোটের দিন শালবনিতে একাধিকবার আক্রান্ত হয়েছিলেন সিপিআইএম (cpim) প্রার্থী সুশান্ত ঘোষ(sushanta ghosh)। সোমবার সেই সুশান্ত ঘোষের এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ।

  • |
Google Oneindia Bengali News

প্রথম দফার নির্বাচন মিটলেও, রাজনৈতিক হানাহানি চলছেই। ভোটের দিন শালবনিতে একাধিকবার আক্রান্ত হয়েছিলেন সিপিআইএম (cpim) প্রার্থী সুশান্ত ঘোষ(sushanta ghosh)। সোমবার সেই সুশান্ত ঘোষের এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস (trinamool congress)। সেই সময় সুশান্ত ঘোষের এজেন্ট বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রী ও বোনের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার একাধিকবার আক্রান্ত সুশান্ত ঘোষ

শনিবার একাধিকবার আক্রান্ত সুশান্ত ঘোষ

শনিবার রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণের দিন একাধিকবার আক্রান্ত হয়েছিলেন শালবনির সিপিআইএম প্রার্থী সুশান্ত ঘোষ। শুরুতে বুথে এজেন্ট বসানো নিয়ে তৃণমূলের সঙ্গে তাঁর ঝামেলা হয়। তিনি নিজে দাঁড়িয়ে থেকে এজেন্ট বসিয়ে দিয়ে আসেন। ইটের আঘাতে তাঁর গাড়ি ছাড়াও একাধিক সংবাদ মাধ্যমের গাড়ির কাঁচ ভাঙে। অন্যদিকে, বিকেলে এজেন্ট তুলতে গিয়ে আক্রান্ত হন তিনি। শালবনির আঁধারনয়ন স্কুলের বুথে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। সেই সময়ও তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। তাঁকে জুতো দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা। সেই সময় পুলিশ সুশান্ত ঘোষকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।

আঁধারনয়ন স্কুলেই বুথ এজেন্ট সিপিএম কর্মী

আঁধারনয়ন স্কুলেই বুথ এজেন্ট সিপিএম কর্মী

শনিবার শালবনিতে ভোটের দিন আধাঁরনয়ন হাইস্কুলের বুথে এজেন্ট ছিলেন স্থানীয় সিপিএম কর্মী বছর ৪৫-এর সবুজ শেখ। স্থানীয় সূত্রে দাবি, বেশ কয়েকবার বুথের মধ্যে তিনি তৃণমূলের এজেন্টকে চ্যালেঞ্জও করেন। যদিও ভোটের পর থেকে হামলার আশঙ্কায় তিনি বাড়িতে থাকছিলেন না বলে জানা গিয়েছে।

এজেন্টের বাড়িতে হামলা

এজেন্টের বাড়িতে হামলা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধে নামতেই, আঁধারনয়ন এলাকায় সবুজ শেখের বাড়িতে যান তৃণমূলের কর্মী-সমর্থকরা। সবুজ শেখের খোঁজ চলতে থাকে। অভিযোগ
বাড়ি থেকে খুঁজে বের করতে তৃণমূলের কর্মী-সমর্থকরা সবুজ শেখের বাড়িতে তল্লাশি চালাতে থাকে। সেই সময় সবুজ শেখের স্ত্রী ও বোন সালমা ইয়াসমিন এবং সাবিনা খাতুন বাধা দিতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। তাঁদের মারধরের পাশাপাশি শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে গড়বেতা থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে গড়বেতা থানার পুলিশ।

হাসপাতালে ভর্তি সিপিএম এজেন্টের স্ত্রী ও বোন

হাসপাতালে ভর্তি সিপিএম এজেন্টের স্ত্রী ও বোন

এদিকে এই হামলার পরে স্থানীয় সিপিএম কর্মীরা তাঁদেরকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তাঁদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

অভিযোগ অস্বীকার তৃণমূলের

অভিযোগ অস্বীকার তৃণমূলের

শনিবার সুশান্ত ঘোষের ওপরে হামলা অভিযোগ অস্বীকার করেছিলেন শালবনির তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাত। কোনও হামলা হয়নি বলেও সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছিলেন তিনি। সোমবারও হামলা নিয়ে তৃণমূলের তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।

English summary
CPIM candidate from Shalbani Sushanta Ghosh's agent's family is targeted by TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X