For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিপিআইএম কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে নতুন ৩ জন নির্বাচিত! পলিটব্যুরোতে অন্তর্ভুক্ত রামচন্দ্র ডোম

বাংলা (west bengal) থেকে সিপিআইএম (cpim)-এর কেন্দ্রীয় কমিটিতে (central cpmmittee) নির্বাচিত হলেন শমীক লাহিড়ী, সুমিত দে এবং দেবলীনা হেমব্রম। অন্যদিকে পলিটব্যুরোয় (politbureau) নতুন সদস্য হয়েছেন রামচন্দ্র ডোম। বিমা

Google Oneindia Bengali News

বাংলা (west bengal) থেকে সিপিআইএম (cpim)-এর কেন্দ্রীয় কমিটিতে (central cpmmittee) নির্বাচিত হলেন শমীক লাহিড়ী, সুমিত দে এবং দেবলীনা হেমব্রম। অন্যদিকে পলিটব্যুরোয় (politbureau) নতুন সদস্য হয়েছেন রামচন্দ্র ডোম। বিমান বসু পলিব্যুরো থেকে সরে গিয়েছেন। অন্যদিকে আগের মতোই এবারও পলিটব্যুরোতে রয়েছেন রাজ্য সম্পাদক মহঃ সেলিম এবং প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। অন্যদিকে সীতারাম ইয়েচুরি সিপিআইএম-এর সাধারণ সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিই

সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিই

সিপিআইএম-এর সাধারণ সম্পাদক থাকলেন সীতারাম ইয়েচুরিই। কেরলের কান্নুরে সিপিআইএম-এর ২৩ তম পার্টি কংগ্রেসের শেষ দিনে এই ঘোষণা করা হয়েছে সিপিআইএম-এর তরফে।

বিদায় বিমান বসু, পলিটব্যুরোতে অন্তর্ভুক্ত রামচন্দ্র ডোম

বিদায় বিমান বসু, পলিটব্যুরোতে অন্তর্ভুক্ত রামচন্দ্র ডোম

বয়স ৮০ পেরিয়েছে। আগেই দলের বিভিন্ন পদ থেকে সরতে চেয়েছিলেন। আবেদন অনুযায়ী, রাজ্য কমিটি থেকে তাঁকে অব্যাহতির পরে এবার পলিটব্যুরো থেকেও অব্যাহতি দেওয়া হল বিমান বসুকে। তাঁকে আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়েছে।

সিপিএম কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে তিন নতুন মুখ

সিপিএম কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে তিন নতুন মুখ

এবার সিপিএম-এর কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে নতুন তিনজন জায়গা পেয়েছেন। এঁরা বলেন শমীক লাহিড়ী, সুমিত দে এবং দেবলীনা হেমব্রম। ১৯৯৬ থেকে ২০০৯ পর্যন্ত ডায়মন্ডহারবারের সাংসদ থাকা শমীক লাহিড়ী বর্তমানে সিপিএম-এর দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক। তিনি যে পলিটব্যুরোতে জায়গা পেতে চলেছেন অনেকেই অনুমান করেছিলেন। অন্যদিকে নদিয়ারহ জেলা সম্পাদক হিসেবে সুমিত দেও পরিচিত মুখ। আর দেবলীনা হেমব্রম বাম জমানার মন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি লড়াকু নেত্রী হিসেবেও পরিচিত।

কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে রয়েছেন ১৩ জন

কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে রয়েছেন ১৩ জন

কেন্দ্রীয় কমিটিতে ৮৫ জন সদস্যের মধ্যে ৮৪ জন নির্বাচিত। একটি আসন শূন্য রয়েছে। ৮৪ জনের মধ্যে ১৩ জন বাংলা থেকে নির্বাচিত। তাঁরা হলেন,
১) সূর্যকান্ত মিশ্র
২) মহঃ সেলিম
৩) শ্রীদীপ ভট্টাচার্য
৪) রবীন দেব
৫) সুজন চক্রবর্তী
৬) অমিয় পাত্র
৭) আভাস রায় চৌধুরী
৮) রামচন্দ্র ডোম
৯) রেখা গোস্বামী
১০) অঞ্জু কর
১১) শমীক লাহিড়ী (নতুন)
১২) সুমিত দে (নতুন)
১৩) দেবলীনা হেমরম (নতুন)
এছাড়াও বিশেষ আমন্ত্রিত হিসেবে রয়েছেন বিমান বসু এবং হান্নান মোল্লা।

পলিটব্যুরোতে বাংলা থেকে রয়েছেন ৫ জন

পলিটব্যুরোতে বাংলা থেকে রয়েছেন ৫ জন

সিপিএম-এর কেন্দ্রীয় পলিটব্যুরোতে এবার ৩ জন নতুন সদস্যকে নির্বাচিত করেছে কেন্দ্রীয় কমিটি। নতুন সদস্যদের মধ্যে ১ জন হলেন বাংলা থেকে, রামচন্দ্র ডোম। সব মিলিয়ে ১৭ জন সদস্য রয়েছেন পলিটব্যুরোতে। বাংলা থেকে পলিটব্যুরোয় রয়েছেন, যাঁরা তাঁরা হলেন, মহঃ সেলিম, সূর্যকান্ত মিশ্র, তপন সেন, নিলোৎপল বসু এবং রামচন্দ্র ডোম।

কেন্দ্রীয় কমিটিতে মহিলা সদস্য ১৫ জন

কেন্দ্রীয় কমিটিতে মহিলা সদস্য ১৫ জন

সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির ৮৪ জন সদস্যের মধ্যে ১৫ জন হলেন মহিলা। তাঁদের মধ্যে তিনজন হলেন পশ্চিমবঙ্গের। কেন্দ্রীয় কমিটির মহিলা সদস্যরা হলেন, বৃন্দা কারাত, সুভাষিণী আলি, পিকে শ্রীমতি, কেকে শৈলজা, পি সাথীদেবী, সিএস সুজাতা, ইউ বাসুকি, রমা দাস, রেখা গোস্বামী, অঞ্জু কর, দেবলীনা হেমব্রম, কে হেমলতা, এস পূণ্যবতী, মারিয়াম ধাওয়ালে এবং এআর সিন্ধু।

Weather Update: সর্বোচ্চ তাপমাত্রা ছুঁল ৪২ ডিগ্রি! বাংলার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস একনজরেWeather Update: সর্বোচ্চ তাপমাত্রা ছুঁল ৪২ ডিগ্রি! বাংলার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস একনজরে

English summary
CPIM announces new cemtral committee and politbureau members name after their 23rd party congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X