For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পার্টি অফিসে হঠাৎ সংজ্ঞাহীন, মৃত্যুর কোলে ঢলে পড়লেন সিপিআই রাজ্য সম্পাদক

পার্টি অফিসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সিপিআইয়ের রাজ্য সম্পাদক প্রবোধ পান্ডা। মঙ্গলবার সকালে কলকাতায় রাজ্য দফতরে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন।

  • |
Google Oneindia Bengali News

পার্টি অফিসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সিপিআইয়ের রাজ্য সম্পাদক প্রবোধ পান্ডা। মঙ্গলবার সকালে কলকাতায় রাজ্য দফতরে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। এরপর তড়িঘড়ি চিকিৎসক ডাকা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক পরীক্ষা করে প্রবোধবাবুকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

পার্টি অফিসে হঠাৎ সংজ্ঞাহীন, মৃত্যুর কোলে ঢলে পড়লেন সিপিআই রাজ্য সম্পাদক

[আরও পড়ুন:স্ত্রী রত্না 'অসৎ উদ্দেশ্যে বাড়িতে ঢুকেছে', পর্ণশ্রী থানায় অভিযোগ মেয়র শোভনের][আরও পড়ুন:স্ত্রী রত্না 'অসৎ উদ্দেশ্যে বাড়িতে ঢুকেছে', পর্ণশ্রী থানায় অভিযোগ মেয়র শোভনের]

কলকাতায় পার্টির সদর দফতরেই থাকতেন প্রবোধবাবু। পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে তিনি রাজ্য সম্পাদক ছিলেন। ছিলেন মেদিনীপুরের সাংসদও। ২০০১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত মেদিনীপুরের সাংসদ ছিলেন প্রবোধ পান্ডা। গতবার তিনি তৃণমূল প্রার্থী অভিনেত্রী সন্ধ্যা রায়ের কাছে হেরে যান।

১৯৪৬ সালের ৭ ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুরে জন্ম প্রবোধ পান্ডার। তাঁর বাড়ি মেদিনীপুর শহরে। বর্তমানে তিনি থাকতেন কলকাতার সদর দফতরে। পার্টি অন্ত প্রাণ ছিল তাঁর। তাই স্ত্রী-পুত্রকে ছেড়ে পড়ে থাকতেন পার্টি অফিসে। আর সেখানেই তাঁর শেষ নিঃশ্বাস পড়ল।

সিপিআই সূত্রে জানানো হয়েছে, তোপসিয়ার পিস ওয়ার্ল্ডে তাঁর মরদেহ শায়িত রাখা হয়। সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত ভূপেশ ভবনে তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন নেতা-কর্মী-সমর্থকরা। এরপর মেদিনীপুরের বাস ভবনে নিয়ে যাওয়া হবে প্রাক্তন সাংসদ তথা পার্টির রাজ্য সম্পাদকের মরদেহ। তারপর শেষকৃত্য সম্পন্ন হবে।

[আরও পড়ুন:কংগ্রেস 'থ্রি-ডি' পার্টি, কর্ণাটকে রাহুল গান্ধীকে আক্রমণে ঝড় তুললেন অমিত শাহ][আরও পড়ুন:কংগ্রেস 'থ্রি-ডি' পার্টি, কর্ণাটকে রাহুল গান্ধীকে আক্রমণে ঝড় তুললেন অমিত শাহ]

English summary
CPI state secretary Prabodh Panda passes away. Veteran CPI leader passes away at Party office of Kolkata,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X