For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের আগেই হার স্বীকার খোদ প্রার্থীরই! হারাকিরি করে রণেভঙ্গ দিয়ে পালালেন

‘ভোটের প্রতিযোগিতায় বা ভোটের প্রচারে আমরা অনেক পিছিয়ে রয়েছি।’ ১৯ মে ভোটের আগে কার্যত হার মেনে নিলেন খোদ প্রার্থীই।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

'ভোটের প্রতিযোগিতায় বা ভোটের প্রচারে আমরা অনেক পিছিয়ে রয়েছি।' ১৯ মে ভোটের আগে কার্যত হার মেনে নিলেন খোদ প্রার্থীই। বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী পল্লব সেনগুপ্ত নিজেই জানিয়ে দিলেন তাঁর কোনও আশা নেই আসন্ন ভোটে। মঙ্গলবার বসিরহাটের টাউনহল সিপিএমের পার্টি অফিসে সাংবাদিক বৈঠকে তিনি হারাকিরি করে ফেললেন।

ভোটের আগেই হার স্বীকার খোদ প্রার্থীরই! হারাকিরি করে রণেভঙ্গ দিয়ে পালালেন

প্রচারে সিপিঐই অনেক পিছিয়ে বসিরহাটে। বিজেপি প্রার্থী সায়ন্তন বসু বা তৃণমূল প্রার্থী নুসরত জাহান যে প্রচারে ঝড় তুলেছেন, তার কিয়দংশও করতে পারছেন না তিনি। তাই বিরক্ত হয়ে নিজের হতাশা ব্যক্ত করলেন। বসিরহাট লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আব্দুল রহিমকেও এক হাত নিলেন। তিনি সিপিএমের ভোটে বিধায়ক হয়েছিলেন বাদুড়িয়ায়।

[আরও পড়ুন: মাননীয়া মমতাদেবী, 'জয় শ্রী রাম' ধ্বনি' শুনে জ্যোতিবাবু কিন্তু ধুতির খুঁট ধরে তেড়ে যেতেন না ][আরও পড়ুন: মাননীয়া মমতাদেবী, 'জয় শ্রী রাম' ধ্বনি' শুনে জ্যোতিবাবু কিন্তু ধুতির খুঁট ধরে তেড়ে যেতেন না ]

সপ্তম দফায় ভোট ১৯মে। বসিরহাট লোকসভা কেন্দ্রে ওইদিনই ভোট। সেই ভোটের আগে কার্যত হার মেনে নিলেন সিপিআই প্রার্থী পল্লব সেনগুপ্ত। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে উঠল হতাশা। সিপিএমের লড়াইটা আদতে তৃতীয় বা চতুর্থ স্থান নির্ণয়ের। সেটাই বড় প্রশ্ন চিহ্ন হয়ে দেখা দিয়েছে বাম রাজনীতির অন্দরমহলে। কেন লড়াই হবে তৃতীয় বা চতুর্থস্থান লাভের। কেন এক নম্বর হওয়ার লড়াইয়ে নেই সিপিআই?

[আরও পড়ুন: শুভেন্দু-গড়ে বিজেপি রাজ্য সভাপতির কনভয়ে হামলা, উসকানিমূলক মন্তব্যের জের! প্রশ্ন][আরও পড়ুন: শুভেন্দু-গড়ে বিজেপি রাজ্য সভাপতির কনভয়ে হামলা, উসকানিমূলক মন্তব্যের জের! প্রশ্ন]

English summary
CPI candidate admits he could not win in Lok Sabha Election. He says CPI now back of TMC and BJP,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X