গরু পাচারে মূল অভিযুক্ত এনামুলকে সিবিআই হেফাজতে রাখার অনুমতি
গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হককে সিবিআই হেফাজতে রাখার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ১৯ ডিসেম্বর শনিবার থেকে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত এনামুলকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে পারবে কেন্দ্রীয় সংস্থা সিবিআই।


তবে এই নির্দেশের পাশাপাশি সিবিআইকে হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, আগামী ২৪ ডিসেম্বর এনামুল হককে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করতে হবে। সেখানেই ঠিক হবে ২৪ তারিখের পর থেকে এনামুল সিবিআই হেফাজতে থাকবে নাকি জেল হেফাজতে থাকবে।
গত ১১ ডিসেম্বর গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হককে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছিল সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক জয়শ্রী বন্দ্যোপাধ্যায়। নানা যুক্তি দেখিয়ে এনামুলকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানালেও সিবিআইয়ের আর্জি খারিজ করে এনামুলকে জেল হেফাজতের নির্দেশ দেন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবং এনামুলকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদনে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
শুভেন্দুরা দল ছাড়লেও নির্ভয় মমতা, কোর কমিটির বৈঠকে দিলেন একুশে জয়ের টোটকা