For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেব্রুয়ারির পর জুলাই! পাঁচ মাস পরে ফের বাংলায় করোনা সংক্রমণ তিন হাজারের দোরগোড়ায়

ফেব্রুয়ারির পর জুলাই! পাঁচ মাস পরে ফের বাংলায় করোনা সংক্রমণ তিন হাজারের দোরগোড়ায়

  • |
Google Oneindia Bengali News

ফের একবার বিপদের মুখে বাংলা। হু হু করে বাড়ছে সংক্রমণ। সংক্রমণের নিরিখে কার্যত প্রত্যেকদিনই তৈরি হচ্ছে নয়া রেকর্ড। এই অবস্থায় চতুর্থ ওয়েভের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা। তবে স্বাস্থ্য দফতরের একটি সূত্র জানাচ্ছে, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহ এভাবে সংক্রমণ বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এরপর অগস্ট থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও মনে করা হচ্ছে। কিন্তু সংক্রমণ বাড়লেও মানুষের দায়সারা হাবভাব বিপদ ডেকে আনবে না তো? উঠছে প্রশ্ন।

এক নজরে বাংলার সংক্রমণ

এক নজরে বাংলার সংক্রমণ

চলতি বছরের ৩০ জানুয়ারি বাংলায় করোনা সংক্রমণ ছিল ৩,৪২৭। এরপর যদিও ফেব্রুয়ারি'র দুই তারিখ সংক্রমণ কমে হয় ২,৭২৩। যা দেখে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করে। কিন্তু পাঁচ মাসের মধ্যেই কার্যত ফের একবার বদলাতে শুরু করেছে ছবিটা। হু হু করে সংক্রমণ বাড়ছে রাজ্যে। গত ২৪ ঘন্টায় বাংলায় ২৮৮৯ জন আক্রান্ত হয়েছেন। গত ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ বুধবার ২৩০০র বেশি বাংলায় আক্রান্ত ছিল। তবে ২৪ ঘন্টার মধ্যে সংক্রমণের সংখ্যা তিন হাজারের কাছে পৌঁছে গে। একদিনে কোভিডের বলি দু'জন।

এক নজরে জেলার ছবি

এক নজরে জেলার ছবি

তবে যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে আতঙ্ক বাড়ছে। বিশেষ করে কলকাতাতে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে চতুর্থ ওয়েভের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে গত ২৪ ঘন্টায় কলকাতায় ৮০০ এরও বেশি করোনা আক্রান্ত হয়েছে। এর সঙ্গেই পাল্লা দিচ্ছে উত্তর ২৪ পরগণা। এই জেলাতেও ৮০০ এরও বেশি সংক্রমণ। তবে তাৎপর্যপূর্ণ ভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সংক্রমণ ১০০ এরও উপরে। বিশেষ নজরে হুগলি। এই পরিসংখ্যান একেবারে কাঁপুনি ধরাচ্ছে বলেই মত চিকিৎসকদের।

সমস্ত গ্রাফ উপরের দিকে

সমস্ত গ্রাফ উপরের দিকে

শুধু সংক্রমণ বাড়ছে তা নয়! হু হু করে পজিটিভিটি রেট এবং অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যাও ব্যাপক ভাবে বাড়ছে। আজ বৃহস্পতিবার মেডিক্যাল বুলেটিন দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। যা দেখে আতঙ্ক বাড়ছে। তথ্য বলছে রাজ্যে এদিন সাপ্তাহিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৮ দশমিক ৭৪ শতাংশ। ১৬ হাজারেরও বেশি রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা। ফলে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে হাসপাতালগুলিতে করোনা বেড আলাদা করে খোলা হচ্ছে বলেও খবর।

কবে ফিরবে হুঁশ...!

কবে ফিরবে হুঁশ...!

কিন্তু সংক্রমণ বাড়লেও সাবধানতা কোথায়! মাস্ক ছাড়াই রাস্তায় বের হচ্ছেন সাধারণ মানুষজন। বেশির ভাগ মানুষের মুখে নেই মাস্ক। এমনকি কোভিড বিধিকে অমাণ্য করেই চলছে সম্পূর্ণ চলাফেরা। মানা হচ্ছে না নুন্যতম ডিসটেন্স বিধিও। আর এই অবস্থাই বিপদ ডেকে অআনবে না তো? উঠছে প্রশ্ন। যদিও গত কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড বিধি মেনে চলার বার্তা দিয়েছেন। কিন্তু এরপরেও কীভাবে সামাল দেওয়া যাবে পরিস্থিতি। কবে ফিরবে হুঁশ...!

কমতে চলেছে রান্নার গ্যাসের দাম, জেনে নিন কবে থেকেকমতে চলেছে রান্নার গ্যাসের দাম, জেনে নিন কবে থেকে

English summary
Covid cases reached near 3000 again after 5 months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X