For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেব্রুয়ারিতে রাজ্যে শুরু হতে চলেছে কোভ্যাক্সিন প্রয়োগ

ফেব্রুয়ারিতে রাজ্যে শুরু হতে চলেছে কোভ্যাক্সিন প্রয়োগ

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

এবার রাজ্যে শুরু হতে চলেছে কোভ্যাক্সিন প্রয়োগ। ফেব্রুয়ারীর শুরুতেই শহরের তিনটি হাসপাতালকেই বেছে নেওয়া হল টিকা প্রয়োগের জন্য। এই টিকা গ্রহণের পর অনেক ক্ষেত্রেই দেখা দিয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া। সেই কারণেই ভারত বায়োটেক, আইসিএমআর এবং ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজি নির্মিত কোভ্যাক্সিন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। এরমধ্যেই ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহেই রাজ্যে আসতে চলেছে কোভ্যাক্সিন।

ফেব্রুয়ারিতে রাজ্যে শুরু হতে চলেছে কোভ্যাক্সিন প্রয়োগ

স্বাস্থ্যদফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২ কিংবা ৩ ফেব্রুয়ারী শুরু হবে টিকা প্রদান। এসএসকেএম, আরজিকর এবং স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের মতো শহরের তিনটি হাসপাতালকেই বেছে নেওয়া হয়েছে।
রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী এ প্রসঙ্গে জানান, 'কোভ্যাক্সিন দেওয়া শুরু করছি আমরা। তবে এই টিকা নিয়ে যাবতীয় সচেতনতা গড়ে তোলা হবে তার আগেই। কোন কোন সমস্যা হতে পারে, তা নিয়েও তথ্যপুস্তিকা তৈরি করছি। যাতে এই টিকা সম্পর্কে কারও মনে কোনও প্রশ্ন না থাকে।'

প্রসঙ্গত, কোভ্যাক্সিনের তৃতীয় স্তরের ট্রায়াল সম্পূর্ণ না হওয়ায় ভ্যাক্সিনটির ওপর আস্থা প্রকাশ করেন নি চিকিৎসকমহলের একাংশ। কিছুদিন আগেও দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে একজন চিকিৎসক টিকা নিতে অস্বীকার করেন। তাঁর দাবি ছিল, ট্রায়াল সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ভ্যাক্সিনের টিকা নিলে তা থেকে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। এরপরেই শুরু হয় বিতর্ক।

মদ্যপানের ঘটনাকে ঘিরে উত্তেজনা, কলকাতার অসুস্থ ওসিমদ্যপানের ঘটনাকে ঘিরে উত্তেজনা, কলকাতার অসুস্থ ওসি

English summary
Covaxin will start to process on February in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X