For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্তকে হেনস্থায় জামিন খারিজ, শ্রীঘরে অভিযুক্তরা

প্রাক্তন মিস ইন্ডিয়া মডেল উষসী সেনগুপ্তকে হেনস্থার ঘটনায় ধৃত সাতজন অভিযুক্তকে শ্রীঘরে পাঠাল পুলিশ। বুধবার আলিপুর জেলা ও দায়রা আদালতের পক্ষ থেকে ধৃতদের ২১ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচার

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন মিস ইন্ডিয়া মডেল উষসী সেনগুপ্তকে হেনস্থার ঘটনায় ধৃত সাতজন অভিযুক্তকে শ্রীঘরে পাঠাল পুলিশ। বুধবার আলিপুর জেলা ও দায়রা আদালতের পক্ষ থেকে ধৃতদের ২১ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ অভিযুক্ত ১০ জনের মধ্যে সাতজনকে গ্রেফতার করে মঙ্গলবার রাতে। এদিন তাদের আদালতে পেশ করা হয়।

প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্তকে হেনস্থায় জামিন খারিজ, শ্রীঘরে অভিযুক্তরা

বুধবার আলিপুর আদালতে শুনানি শেষে সরকারি আইনজীবী জানান, সোমবার রাতে প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্তকে হেনস্থার ঘটনায় অন্তত ১০ জন জড়িত ছিল। তার মধ্যে সাত জনতে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খুঁজে বের করার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করা দরকার। তার জন্যই পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছিল।

ধৃতদের পক্ষে আইনজীবী জানান, তিনি ধৃতদের জামিনের আবেদন করেছিলেন, কেননা তাঁদের বাড়ি থেকে তুলে আনা হয়ছিল, তাঁদের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার নির্দিষ্ট কোনও প্রমাণ নেই। তাই য কোনও শর্তে জামিনের আবেদন জানানো হয়। এর পরই ধৃতদের ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

রাতের কলকাতায় সোমবার হেনস্থার শিকার হন প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত। নিজের ফেসবুকেই তিনি এরপর গর্জে ওঠেন। তারপর পুলিশ চটজলদি ব্যবস্থা নিয়ে অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করে। এক্সাইড ক্রসিংয়ে একটি বাইক তাঁর গাড়িতে ধাক্কা মারে। তারপর হেনস্থার শিকার হতে হয় প্রাক্তন মিস ইন্ডিয়াকে।

উষসীর অভিযোগ, তিনি রাত ১১টা ৪০ মিনিট নাগাদ উবেরে করে বাড়ি ফিরছিলেন। এলগিন রোড ধরে এক্সাইড ক্রসিংয়ে আসার পরই একটি বাইক তাদের গাড়িতে ধাক্কা মারতে থাকে। তাদের কারও মাথায় হেলমেট ছিল না। তারা গাড়ি থামাতেই প্রায় ১৫টি ছেলে জড়ো হয়ে যায়। গাড়ির দরজা ভাঙা চেষ্টা করে। চালককে বাইরে বের করে মারধর শুরু করে তারা। অভিযোগ, উবের চালককে তারা মেরে ফেলতেও পারত। পুলিশের কাছ থেকে সহযোগিতা মেলেনি।

English summary
Court rejects bail petition of accused persons of Former Miss India Ushasi Sengupta assault. She became assault in kolkata at night returning home from work
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X