For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মদন তামাং হত্যা মামলায় স্বস্তি বিমল গুরুংয়ের, রেহাই দেওয়া হল সব অভিযোগ থেকে

মদন তামাং হত্যামামলায় সব অভিযোগ থেকে বিমল গুরুংকে অব্যাহতি দিল নিম্ন আদালত। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগের তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলে সিবিআই-এর রিপোর্টে বলা হয়েছে ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

মদন তামাং হত্যা মামলায় স্বস্তি পেলেন মোর্চা প্রধান বিমল গুরুং। বৃহস্পতিবার তাঁকে এই মামলা থেকে রেহাই দিল নিম্ন আদালত। সিবিআই-এর জমা দেওয়া রিপোর্টে তাঁর বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। তবে অব্যাহতি পেলেন না তাঁর স্ত্রী আশা গুরুং ও আরেক মোর্চা নেতা রোশন গিরি।

মদন তামাং হত্যা মামলায় স্বস্তি বিমল গুরুংয়ের, রেহাই দেওয়া হল সব অভিযোগ থেকে

এদিন সিবিআই রিপোর্ট হাতে পেয়ে বিচারক কুন্দন কুমার রাই বলেন, মদন তামাংকে যখন প্রকাশ্যে খুন করা হয় তখন সেখানে বিমল গুরুং উপস্থিত ছিলেন না। সিবিআই-এর রিপোর্টে বিমল গুরুংয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে ষড়যন্ত্র ও খুন দুই ধারা থেকেই গুরুংকে অব্যাহতি দিয়েছে আদালত।

মদন তামাং হত্যা মামলায় স্বস্তি বিমল গুরুংয়ের, রেহাই দেওয়া হল সব অভিযোগ থেকে

তবে এই মামলায় বাকি ৪৭জন অভিযুক্তের বিরুদ্ধে ২৮ অগাস্টের মধ্যে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে আদালত। ওইদিন রোশন গিরি, আশা গুরুং ও হরকা বাহাদুর ছেত্রী সহ ৪৭জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে।

[আরও পড়ুন: মদন তামাং হত্যা মামলা, রোশন গিরির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে][আরও পড়ুন: মদন তামাং হত্যা মামলা, রোশন গিরির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে]

মদন তামাং হত্যা মামলায় তাঁর স্ত্রী ভারতী তামাংয়ের আর্জির প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। ভারতী তামাংয়ের অভিযোগের ভিত্তিতে নিম্ন আদালত বিমল গুরুং সহ অন্যান্য মোর্চা নেতাদের গ্রেফতারির নির্দেশ দিলেও কলকাতা হাইকোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতারির ওপর স্থগিতাদেশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চ।

English summary
A great relief for Bimal Gurung in Madan Tamang murder case. Court freed him from all charges as CBI found no evidence against him.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X