For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE উলুবেড়িয়ায় অনেক এগিয়ে তৃণমূল

বেলা ৮ টা থেকে উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র এবং হাওড়ার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল সাংসদ সুলতান আহমেদের মৃত্যুতে উলুবেড়িয়া লোকসভা আসনটি ফাঁকা হয়েছিল। অন্যদিকে, কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষের মৃত্যুতে নোয়াপাড়া আসনটি খালি হয়। ২৯ জানুয়ারি এই দুই আসনেই ভোটগ্রহণ হয়েছিল।

[আরও পড়ুন: নোয়াপাড়ায় উপনির্বাচনে বড় ব্যবধানে জিতল তৃণমূল][আরও পড়ুন: নোয়াপাড়ায় উপনির্বাচনে বড় ব্যবধানে জিতল তৃণমূল]

নোয়াপাড়া ও উলুবেড়িয়ায় উপনির্বাচনের গণনার আপডেট দেখুন

দুপুর ৩.৫০ : উলুবেড়িয়া উপনির্বাচনে জয়ী তৃণমূলের সাজদা আহমেদ। ৪,৭৪, ২০১ ভোটে জয়ী হয়েছেন তিনি। তিনি পেয়েছেন ৭, ৬৭,২১৯ ভোট, দ্বিতীয় বিজেপির অনুপম মল্লিক(২,৯৩,০১৮), তৃতীয় সিপিএমের সাবিরুদ্দিন মোল্লা (১,৩৮,৭৯২), চতুর্থ কংগ্রেস মুদ্দাসার হোসেন ওয়ারসি(২৩,১০৮), নোটা ১১,৭৬৮।

দুপুর ৩.৩০ : উলুবেড়িয়া উপনির্বাচন : তৃণমূলের সাজদা আহমেদ পেয়েছেন ৭, ৫৯,২০৭ ভোট, দ্বিতীয় বিজেপির অনুপম মল্লিক(২,৮৯,৪৫৬), তৃতীয় সিপিএমের সাবিরুদ্দিন মোল্লা (১,৩৫,৮২৯), চতুর্থ কংগ্রেস মুদ্দাসার হোসেন ওয়ারসি(২২,৯০৪)।

দুপুর ৩.১০ : উলুবেড়িয়া উপনির্বাচন : ষোড়শ রাউন্ড: তৃণমূল এগিয়ে ৪,০৪, ৭৭০ ভোটে, তৃণমূলের সাজদা আহমেদ পেয়েছেন ৬,৬৪,৯৬৭ ভোট, দ্বিতীয় বিজেপির অনুপম মল্লিক(২,৫৭,৬৯৭), তৃতীয় সিপিএমের সাবিরুদ্দিন মোল্লা (১,১৬,০২৪)।

দুপুর ২.৫০: উলুবেড়িয়া উপনির্বাচন : চতুর্দশ রাউন্ড: তৃণমূল এগিয়ে ৩,৬৯, ৪০৪ ভোটে, তৃণমূলের সাজদা আহমেদ পেয়েছেন ৫,৮৮,২১১ ভোট, দ্বিতীয় বিজেপির অনুপম মল্লিক(২,১৮,৮০৭), তৃতীয় সিপিএমের সাবিরুদ্দিন মোল্লা (১,০৩,০১৫), চতুর্থ কংগ্রেস মুদ্দাসার হোসেন ওয়ারসি(১৬,৭৮৪), নোটা ৮৮৮৭।

দুপুর ২.০৫: উলুবেড়িয়া উপনির্বাচন : তৃণমূলের সাজদা আহমেদ পেয়েছেন ৫,৮৮,২১১ ভোট, দ্বিতীয় বিজেপির অনুপম মল্লিক(২,১৮,৮০৭), তৃতীয় সিপিএমের সাবিরুদ্দিন মোল্লা (১,০৩,০১৫), চতুর্থ কংগ্রেস মুদ্দাসার হোসেন ওয়ারসি(১৬,৭৮৪)।

দুপুর ১.৫০: উলুবেড়িয়া উপনির্বাচন : নবম রাউন্ডের শেষে সাজদা আহমেদ ২,৩৫,৮৪৫ ভোটে এগিয়ে

দুপুর ১.৪৫: উলুবেড়িয়া উপনির্বাচন : তৃণমূলের সাজদা আহমেদ পেয়েছেন ৪,৫৮,৩৬২ ভোট, দ্বিতীয় বিজেপির অনুপম মল্লিক(১,৬৮,১০৫), তৃতীয় সিপিএমের সাবিরুদ্দিন মোল্লা (৮৫,২৪৪), চতুর্থ কংগ্রেস মুদ্দাসার হোসেন ওয়ারসি(১৪,১০৭।

বেলা ১২.৪৫: উলুবেড়িয়া উপনির্বাচন : তৃণমূলের সাজদা আহমেদ ২,৩৫,৮৪৫ ভোটে এগিয়ে, দ্বিতীয় বিজেপির অনুপম মল্লিক(১,৩৮,২২৯), তৃতীয় সিপিএমের সাবিরুদ্দিন মোল্লা (৭১,৩০০), চতুর্থ কংগ্রেস মুদ্দাসার হোসেন ওয়ারসি।

বেলা ১২.৩০টা: উলুবেড়িয়া উপনির্বাচন : ৮৪,০৭১ ভোটে এগিয়ে তৃণমূলের সাজদা আহমেদ, দ্বিতীয় বিজেপির অনুপম মল্লিক(১,২৪,১০৯), তৃতীয় সিপিএমের সাবিরুদ্দিন মোল্লা (৫৫,৬১৫), চতুর্থ কংগ্রেস মুদ্দাসার হোসেন ওয়ারসি।

বেলা ১২টা: উলুবেড়িয়া উপনির্বাচন : ১, ৮৪,৯৪৯ ভোটে এগিয়ে তৃণমূল, দ্বিতীয় বিজেপি(১,০৬,৩৩৯), তৃতীয় সিপিএম(৫৫,৬১৫), চতুর্থ কংগ্রেস

সকাল ১১.৪৫ টা : উলুবেড়িয়া উপনির্বাচন : ১, ২২,৯৯৭ ভোটে এগিয়ে তৃণমূল

সকাল ১১.৩০ টা : উলুবেড়িয়া উপনির্বাচন : ৯৫,২২৯ ভোটে এগিয়ে তৃণমূল

সকাল ১১ টা : উলুবেড়িয়া উপনির্বাচন : দ্বিতীয় রাউন্ড: তৃণমূল কংগ্রেস ৭৭,৬৯৫, বিজেপি ৩৫,২৭৭, সিপিএম ১৭,৬৬৮, কংগ্রেস ২৬৯২, নোটা ১৩৯৬

সকাল ১০.৩৫: উলুবেড়িয়া উপনির্বাচন: ৬৮,৫০৩ ভোটে এগিয়ে তৃণমূল, দ্বিতীয় বিজেপি, তৃতীয় সিপিএম, চতুর্থ কংগ্রেস

সকাল ১০.২৫: নোয়াপাড়া উপনির্বাচন: জয়ী তৃণমূলের সুনীল সিং। ৬৩, ০১৮ ভোটে জয়ী হয়েছেন তিনি। ১,০১,৭২৯ ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী সুনীল সিং, দ্বিতীয় বিজেপির সন্দীপ বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৩৮,৭১১, তৃতীয় সিপিএমের গার্গী চট্টোপাধ্যায় পেয়েছেন ৩৫৪৯৭, চতুর্থ কংগ্রেসের গৌতম বসু পেয়েছেন ১০, ৫২৭, নোটায় পড়েছে ৩, ৬২৭।

সকাল ১০.১৫: তেরো রাউন্ড: নোয়াপাড়া উপনির্বাচন: ৬৩,০১৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুনীল সিং, দ্বিতীয় বিজেপির সন্দীপ বন্দ্যোপাধ্যায় , তৃতীয় সিপিএমের গার্গী চট্টোপাধ্যায়, চতুর্থ কংগ্রেসের গৌতম বসু

সকাল ১০টা: বারো রাউন্ড: নোয়াপাড়া উপনির্বাচন: ৬০,৩১৭ ভোটে এগিয়ে তৃণমূল, দ্বিতীয় বিজেপি, তৃতীয় সিপিএম, চতুর্থ কংগ্রেস

সকাল ১০.০৫: উলুবেড়িয়া উপনির্বাচন: ২৩,২০৪ হাজার ভোটে এগিয়ে তৃণমূল, দ্বিতীয় বিজেপি, তৃতীয় সিপিএম, চতুর্থ কংগ্রেস

সকাল ১০টা: একাদশ রাউন্ড: নোয়াপাড়া উপনির্বাচন: ৪৭,৭৬৩ ভোটে এগিয়ে তৃণমূল, দ্বিতীয় সিপিএম, তৃতীয় বিজেপি, চতুর্থ কংগ্রেস

সকাল ৯.৫০: দশম রাউন্ড: নোয়াপাড়া উপনির্বাচন: ৪৫,৩৭০ ভোটে এগিয়ে তৃণমূল, দ্বিতীয় সিপিএম, তৃতীয় বিজেপি, চতুর্থ কংগ্রেস

সকাল ৯.৪০: নবম রাউন্ড: নোয়াপাড়া উপনির্বাচন: ৪১,০৬৩ ভোটে এগিয়ে তৃণমূল, দ্বিতীয় সিপিএম, তৃতীয় বিজেপি, চতুর্থ কংগ্রেস

সকাল ৯.৩৫: উলুবেড়িয়া উপনির্বাচন: ৯ হাজার ভোটে এগিয়ে তৃণমূল, দ্বিতীয় সিপিএম, তৃতীয় বিজেপি, চতুর্থ কংগ্রেস

সকাল ৯.৩৫: অষ্টম রাউন্ড: নোয়াপাড়া উপনির্বাচন: ৩৫,৬০০ ভোটে এগিয়ে তৃণমূল, দ্বিতীয় সিপিএম, তৃতীয় বিজেপি, চতুর্থ কংগ্রেস

সকাল ৯.২৫: সপ্তম রাউন্ড: নোয়াপাড়া উপনির্বাচন: ৩২,৬২৭ ভোটে এগিয়ে তৃণমূল, ১৯,০৬৭ ভোট পেয়ে দ্বিতীয় সিপিএম, তৃতীয় বিজেপি, চতুর্থ কংগ্রেস

সকাল ৯.২০: উলুবেড়িয়া উপনির্বাচন: বাগনান বিধানসভায় এগিয়ে তৃণমূল, দ্বিতীয় সিপিএম, তৃতীয় বিজেপি, চতুর্থ কংগ্রেস

সকাল ৯.২০: ষষ্ঠ রাউন্ড: নোয়াপাড়া উপনির্বাচন: ২৯, ৮৩৭ ভোটে এগিয়ে তৃণমূল, দ্বিতীয় সিপিএম, তৃতীয় বিজেপি, চতুর্থ কংগ্রেস

সকাল ৯.১৫: পঞ্চম রাউন্ড: নোয়াপাড়া উপনির্বাচন: ২৬,৬৬৫ ভোটে এগিয়ে তৃণমূল, দ্বিতীয় সিপিএম, তৃতীয় বিজেপি, চতুর্থ কংগ্রেস

সকাল ৯.১০: চতুর্থ রাউন্ড: নোয়াপাড়া উপনির্বাচন: ২৩,০২৪ ভোটে এগিয়ে তৃণমূল, দ্বিতীয় সিপিএম, তৃতীয় বিজেপি, চতুর্থ কংগ্রেস

সকাল ৯.০৫: পোস্টাল ব্যালট: উলুবেড়িয়া উপনির্বাচন: পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূল, দ্বিতীয় সিপিএম

সকাল ৮.৫৫: তৃতীয় রাউন্ড: নোয়াপাড়া উপনির্বাচন: তৃণমূলের প্রাপ্ত ভোট ১৯, ২৮২ ভোটে এগিয়ে তৃণমূল, দ্বিতীয় বিজেপি, তৃতীয় সিপিএম, চতুর্থ কংগ্রেস

সকাল ৮.৫০: দ্বিতীয় রাউন্ড: নোয়াপাড়া উপনির্বাচন: তৃণমূলের প্রাপ্ত ভোট ১৮, ২৯৪

সকাল ৮.৪৫: দ্বিতীয় রাউন্ড: নোয়াপাড়া উপনির্বাচনে ১২,৯৯২ ভোটে এগিয়ে তৃণমূল, ৫৩০২ ভোট পেয়ে ফের দ্বিতীয়স্থানে উঠে এল বিজেপি, সিপিএম পেয়েছে ৩৩৮১ ভোট, ১৮৮২ ভোট পেয়ে চতুর্থস্থানে রয়েছে কংগ্রেস

সকাল ৮.৪০: প্রথম রাউন্ডের গণনা: নোয়াপাড়া উপনির্বাচনে ৫০৩৯ ভোটে এগিয়ে তৃণমূল, ২২৯০ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে সিপিএম, ২২৮৬ ভোট পেয়ে তৃতীয় স্থানে বিজেপি, চতুর্থস্থানে কংগ্রেস

সকাল ৮.৩০: নোয়াপাড়া উপনির্বাচনে ৫০৩৯ ভোটে এগিয়ে তৃণমূল, ২২৯০ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে সিপিএম, তৃতীয় স্থানে বিজেপি

সকাল ৮.১৫: নোয়াপাড়া উপনির্বাচনে ৪৮১ ভোটে এগিয়ে তৃণমূল, দ্বিতীয় স্থানে বিজেপি

ব্যারাকপুর প্রশাসনিক ভবনে নোয়াপাড়ার গণনা

নোয়াপাড়া উপনির্বাচন: ১৫ রাউন্ড গণনা

সকাল ৮টা: উলুবেড়িয়া সিআইপিটি কলেজ এবং শ্যামপুরে বেলপুর সিদ্ধেশ্বরী কলেজে গণনা

কড়া নিরাপত্তার মধ্যে বেলা ৮ টা থেকে উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র এবং হাওড়ার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা শুরু হয়।

English summary
Counting of Assembly by election of Noapara and Uluberia constituency.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X