For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দার্জিলিং পুরভোট নিয়ে আইনি লড়াই! হাই কোর্টের দ্বারস্থ গুরুংপন্থী কাউন্সিলাররা

দার্জিলিং পুরভোটের বিষয়ে এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন বিমল গুরুং পন্থী কয়েকজন কাউন্সিলার। লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভার আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেয় বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

দার্জিলিং পুরভোটের বিষয়ে এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন বিমল গুরুং পন্থী কয়েকজন কাউন্সিলার। লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভার আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেয় বিজেপি। এরপরই ওই পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেন রাজ্য সরকার। গত ছয় মাস সেই প্রশাসক দিয়েই চলছে পুরসভা।

দার্জিলিং পুরভোট নিয়ে হাই কোর্টের দ্বারস্থ গুরুংপন্থীরা

এবার পুরভোটে দার্জিলিং পুরসভায় যাতে শাসক দল ভোট করতে না পারে সেই কারণেই মোর্চার এই সিদ্ধান্ত বলে যাব গেছে।কারণ ছয় মাস প্রশাসক থাকার পর সরকার চাইলে সেখানে ভোট করাতে পারে এই আশঙ্কায় এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার হাইকোর্ট জানিয়ে দেয় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ওই পুরসভার নির্বাচনের বিষয়ে স্থগিতাদেশ থাকল।

পরবর্তী সিদ্ধান্ত জানাবে হাই কোর্ট।২০১৭ সালে ভোটে মোর্চা জয়লাভ করার সময় মোর্চার দখল ছিল বিমল গুরুং এর হাতে। যদিও এর পর বিমল গুরুং এর পরিবর্তে মোর্চার ক্ষমতা যায় বিনয় তামাং এর হাতে। লোকসভা নির্বাচনে বিজেপি জয় লাভ করায় পাহাড়ে ফের বিমল গুরুং তার ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়। এর জন্যই এদিনের পুরভোটে হাই কোর্টে যাওয়ার সিদ্ধান্ত বলে জানা গেছে। যদিও রাজ্য প্রশাসন এ বিষয়ে কিছু জানায়নি।

English summary
Counselors who supported Bimal Gurung moves to High Court on demand of municipal election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X