For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা একবার ডাকলেই তৃণমূলে ফিরবেন ওঁরা! সাত দিনেই দলত্যাগীদের মোহভঙ্গ বিজেপিতে

মুকুল রায়কে মিথ্যাবাদী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এক সময়ের রাজনৈতিক গুরু এখন দলবদলে বিজেপিতে। লোকসভা ভোটের পর দলে নম্বর বাড়াতে তিনি মিথ্যা তথ্য পরিবেশন করছেন মুকুল রায়।

Google Oneindia Bengali News

লোকসভা ভোট মিটতেই মুকুল রায় তৃণমূলকে ভাঙতে তৎপর হয়ে উঠেছেন। এই কাজে তাঁর সঙ্গী হয়েছেন সদ্য তৃণমূলত্যাগী বিজেপি সাংসদ অর্জুন সিং। লোকসভায় আশাতীত সাফল্যের পর উত্তর ২৪ পরগনার বিভিন্ন পুরসভা নিজেদের দখলে আনার তোড়জোড় শুরু হয়েছে। দিল্লিতে নিয়ে গিয়ে ১৭ জন কাউন্সিলরকে যোগদান করানো হয়েছে বিজেপিতে।

দল ছাড়তে বাধ্য হয়েছেন

দল ছাড়তে বাধ্য হয়েছেন

ঠিক এখানেই ঘটেছে বিপত্তি। আদতে দলত্যাগীরা ক-জন স্বতঃস্ফূর্ত হয়ে দলবদল করেছে, তা নিয়েই উঠেছে প্রশ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক কাউন্সিলরের কথায়, তাঁদের দল ছাড়ার অন্যতম কারণ, তৃণমূল শীর্ষ নেতৃত্বের কেউ পাশে না থাকা। এই কারণেই তাঁরা দল ছাড়তে বাধ্য হয়েছেন।

সুযোগ সন্ধানী তকমা

সুযোগ সন্ধানী তকমা

এখনও পরিস্থিতি এমন মমতা বন্দ্যোপাধ্যায় একবার ডাকলেই তাঁরা ফিরে যেতে পারেন তৃণমূলে। তা হলে বিজেপি জোর ধাক্কা খাবে। বিজেপিতে সম্মান না পেয়ে অনেক দলত্যাগী কাউন্সিলর এখন মুখিয়ে আছে পুরনো দলে ফিরতে। অভিযোগ, দলত্যাগী কাউন্সিলরদের সুযোগ সন্ধানী তকমা মিলেছে বিজেপিতে গিয়ে।

ভুল বুঝতে পেরেছেন

ভুল বুঝতে পেরেছেন

অনেকেরই অভিমত, তাঁরা ভুল বুঝতে পেরেছেন। তৃণমূল ত্যাগ করে তাঁরা ভুল করেছেন বলে অভিমত ব্যক্ত করেছেন অনেকে। এখন ইচ্ছে থাকলেও তাঁরা ফিরতে পারছেন না।কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য নেতৃত্বের কেউই তাঁদের কাছে আসেননি, তাঁদেরকে দলে ফিরিয়ে আনার বার্তা দেননি।

পা বাড়িয়ে রয়েছে তৃণমূলে

পা বাড়িয়ে রয়েছে তৃণমূলে

লোকসভা ভোটের পর বিজেপিতে গিয়েও অনেকে পা বাড়িয়ে রয়েছে তৃণমূলে। শুধু একবার মমতা ডাকলেই, তাঁরা ছুটে যাবেন তৃণমূলে। বিজেপিতে তাঁরা অপমানিত। এই কদিনেই বিজেপিতে মোহভঙ্গ হয়েছে তাঁদের। তাঁদের আক্ষেপ, কেউই তাঁদের ডাকল না, কোনও নেতাই তাঁদের পাশে দাঁড়াল না। তাহলে তাঁদের বিজেপিতে নাম লেখাতে হত না।

English summary
Councilors are ready to return in TMC from BJP if Mamata Banerjee calling. 17 councilors join in BJP after Lok Sabha Election 2019,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X