For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার বিকৃত ছবি-সহ ফের হুমকি চিঠি, সাংসদের পর প্রাপক বিধাননগরের কাউন্সিলর

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম ১ কোটি টাকা ঘোষণা করা একটি চিঠি পেয়েছিলেন তৃণমূল সাংসদের অপরূপা পোদ্দার। এবার মুখ্যমন্ত্রীর কুরুচিপূর্ণ ছবি এবং হুমকি চিঠি পেলেন বিধাননগরের এক কাউন

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম ১ কোটি টাকা ঘোষণা করা একটি চিঠি পেয়েছিলেন তৃণমূল সাংসদের অপরূপা পোদ্দার। এবার মুখ্যমন্ত্রীর কুরুচিপূর্ণ ছবি এবং হুমকি চিঠি পেলেন বিধাননগরের এক কাউন্সিলর। তিনি অভিযোগ দায়ের করেছেন বিধাননগর পূর্ব থানায়। সোমবার বিকেলে বাড়ি ফিরে ঘরের ভিতরে চিঠিটি পড়ে থাকতে দেখেন তিনি।

মমতার বিকৃত ছবি-সহ ফের হুমকি চিঠির প্রাপক কাউন্সিলর

বিধাননগর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা মণ্ডল চিঠিটি খুলেই দেখতে পান রাজ্যের মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি দিয়ে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য লেখা। সেখানে চিঠি প্রেরক হিসাবে রাজীব কিল্লার নামক এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। এর পরেই বিষয়টা জানিয়ে বিধাননগর পূর্ব থানাতে অভিযোগ জানান তিনি।

মমতার বিকৃত ছবি-সহ ফের হুমকি চিঠির প্রাপক কাউন্সিলর

পুলিশের তরফ থেকে জানানো হয়, এর আগেও এই ধরনের একটি অভিযোগ বিধাননগর উত্তর থানায় দায়ের হয়। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই এই একই ধরনের চিঠি পান আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। মুখ্যমন্ত্রীর ডাকা কাউন্সিলর বৈঠকে এই বিষয়টি জানানো হবে বলে জানান অনিতাদেবী।

মমতার বিকৃত ছবি-সহ ফের হুমকি চিঠির প্রাপক কাউন্সিলর

অপরূপা পোদ্দারের লেখা চিঠিতে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর একটি বিকৃত ছবি দিয়ে ওই একই নাম লেখা ছিল। একটি মোবাইল নম্বরও তার পাশে দেওয়া ছিল। সেখানে মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়া হয়। এবারই প্রথম নয়, অতীতেও খুনের হুমকি দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর অভিযোগ, তাঁকে খুনে সুপারিকিলার নিয়োগও করা হয়।

English summary
Bidhannagar councilor gets a threaten letter and distorted image of Mamata Banerjee. She complains in Police Station immediately.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X