For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউন! বাড়িতে বাড়িতে আস্ত মুরগি, সঙ্গে মাংসের মশলা বিলি কাউন্সিলরের

তমলুক পুরসভার ওই কাউন্সিলরের নাম চঞ্চল খাঁড়া। তিনি এলাকাবাসীর জন্য ভেবেছেন একটু অন্যভাবে। নিজের ওয়ার্ডের বাড়িতে বাড়িতে তিনি দিচ্ছেন একটা করে আস্ত মুরগি।

  • |
Google Oneindia Bengali News

করোনা লকডাউনে রাজ্য সরকার রেশন বিলি করছে। অনেক জায়গাতেই ঝাঁপিয়ে পড়েছে সেখানকার জনপ্রতিনিধিরা। তবে এইসব জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও অভিযোগ উঠছে। সরকারি দলের জন প্রতিনিধিরা রেশন ডিলারকে ভয় দেখিয়ে চাল, গম হাতিয়ে নিয়ে তা নিজেদের নামে বিলি করছেন বলে অভিযোগ উঠেছে। যদিও এসবের থেকে একটা আলাকা তমলুক পুরসভার এক কাউন্সিলর।

করোনা লকডাউন! বাড়িতে বাড়িতে আস্ত মুরগি, সঙ্গে মাংসের মশলা বিলি কাউন্সিলরের

তমলুক পুরসভার ওই কাউন্সিলরের নাম চঞ্চল খাঁড়া। তিনি এলাকাবাসীর জন্য ভেবেছেন একটু অন্যভাবে। নিজের ওয়ার্ডের বাড়িতে বাড়িতে তিনি দিচ্ছেন একটা করে আস্ত মুরগি। সঙ্গে দিচ্ছেন রান্নার উপকরণ, পেঁয়াজ, আলু, লঙ্কা, মশলা।

কাউন্সিলরের আবেদন, ঘরে থাকুন, বাইরে বেরোবেন না। বাজারে বেরিয়ে স্বাস্থ্য বিধি মেনে চনা সম্ভবপর নয় বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। কাউন্সিলর বলেছেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা জিতব। করোনা ছুঁতে পারবে না এলাকাকে।

English summary
Councillor Chanchal Khanra from Tamluk distributes chicken with potato and onion in Corona Lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X