For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুঁসছে সাগর, পেথাইয়ের তাণ্ডবে হ্যাভলকে আটক পর্যটকরা! উদ্ধারে উপকূলরক্ষী বাহিনী

সমুদ্র উত্তাল হয়ে উঠছে, ফুঁসছে সাইক্লোন পেথাই। পেথাইয়ের ঝাপটাতেই হ্যাভলক দ্বীপে আটকে রয়েছে সহস্রাধিক পর্যটক। এবার তাঁদের উদ্ধার নামল উপকূলরক্ষী বাহিনী।

Google Oneindia Bengali News

সমুদ্র উত্তাল হয়ে উঠছে, ফুঁসছে সাইক্লোন পেথাই। পেথাইয়ের ঝাপটাতেই হ্যাভলক দ্বীপে আটকে রয়েছে সহস্রাধিক পর্যটক। এবার তাঁদের উদ্ধার নামল উপকূলরক্ষী বাহিনী। খবর পৌঁছনো মাত্রই উপকূলরক্ষী বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল উদ্ধারে। কিন্তু মাঝসমুদ্রে পেথাইয়ের তাণ্ডবে দিশেহারা সেনারাও, তবে লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতিকূল পরিস্থিতিতেও।

দ্বীপে আটক পর্যটকরা

দ্বীপে আটক পর্যটকরা

নিম্নচাপ বাসা বাঁধায় বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করেছিল কয়েকদিন ধরেই। দুদিন আগে থেকেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে সমুদ্রে তাণ্ডব চালাতে শুরু করে। তারই জেরে আন্দামানের হ্যাভলক দ্বীপে আটকে পড়েন বহু পর্যটক। তাঁদের মধ্যে রয়েছেন ১২০০-রও বেশি বাঙলি পর্যটক। এই অবস্থায় তাঁদের উদ্ধারে ঝাঁপাল সেনা।

সেনা তৎপরতায় উদ্ধার

সেনা তৎপরতায় উদ্ধার

ইতিমধ্যে ৩০৮ জন পর্যটককে উদ্ধার করা গিয়েছে বলে সূত্রের খবর। উদ্ধারকার্যে গতি আনতে রবিবার আরও তিনটি ভেসেল পাঠানো হচ্ছে হ্যাভলকের উদ্দেশ্যে। যত দ্রুত সম্ভভব ওই দ্বীপ থেকে পর্যটকদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য উপকূলরক্ষী বাহিনীর। সেই লক্ষ্যেই শুরু হয়েছে সেনা তৎপরতা।

তৎপরতা বাড়ছে উপকূলরক্ষীর

তৎপরতা বাড়ছে উপকূলরক্ষীর

খারাপ আবহাওয়ার মধ্যেই উপকূলরক্ষী বাহিনী উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে। শনিবার দুটি ভেসেল রওনা দিয়েছিল, রবিবার যাচ্ছে আরও তিনটি। বিমান চলাচল বন্ধ। এই অবস্থায় ভেসেল ছাড়া পর্যটকদের উদ্ধার করা অসম্ভব। সমুদ্র এতটাই উত্তাল যে, পর্যটকদের পোর্ট ব্লেয়ার পর্যন্ত নিয়ে যাওয়া যাচ্ছে না।

বঙ্গোপসাগরে ফুঁসছে পেথাই

বঙ্গোপসাগরে ফুঁসছে পেথাই

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরের বুকে নিম্নচাপ বাসা বেঁধেছিল। তা অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এখন ঘূর্ণঝড় হয়ে বইতে শুরু করেছে। এই পেথাই নামক সাইক্লোন অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার কথা। এর ফলেই বাংলার আকাশও মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। আগামী দুদিন উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বভাস দিয়েছে আবহাওয়া দফতর। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

English summary
Costal forces rescue tourist in cyclone ‘pethai’ from Havlok Island of Bay of Bengal. Cyclone on Bay of Bengal rushes toward Andhra Pradesh coast.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X