north dinajpur raiganj bjp tmc panchayat উত্তর দিনাজপুর রায়গঞ্জ বিজেপি তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত politics
রায়গঞ্জে বিজেপি চালিত পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, বিডিওর দ্বারস্থ তৃণমূল
বিজেপি পরিচালিত রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ নিয়ে বিডিওর দ্বারস্থ হয়েছে পঞ্চায়েতের বিরোধী দল তৃণমূল কংগ্রেস। সরকারি সম্পত্তির জন্য পঞ্চায়েতের কোনো গোডাউনে না রেখে নিজের বাড়িতে রাখার জন্য এবং অসৎ ভাবে এই কাজ করার জন্যই অভিযোগ করে।

এছাড়াও পঞ্চায়েতের বিজেপি সদস্যার বাড়িতে সহকারী সম্পত্তি রাখার অভিযোগে সরব হয়েছে তৃনমূল কংগ্রেস। যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি পরিচালিত রামপুর গ্রামপঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সদস্যা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বিজেপি পরিচালিত রামপুর গ্রামপঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গভীর নলকূপের সংস্কার ও নতুন নলকূপ বসানোর কাজ চলছে।এরপরই পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা দীপঙ্কর মুখার্জির অভিযোগ, দীর্ঘ দুমাস যাবৎ গভীর নলকূপের পাইপ সহ অন্যান্য সামগ্রী পঞ্চায়েতের গোডাউনে না রেখে পঞ্চায়েতের বিজেপি সদস্যা চৈতালী রায় বর্মনের বাড়িতে রাখা হয়েছে।
দীপঙ্কর বাবুর অভিযোগ, গভীর নলকূপের পাইপ বিক্রির উদ্দেশ্যেই সেগুলো গোডাউনে না রেখেই একজন সদস্যার বাড়িতে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে রামপুর গ্রামপঞ্চায়েতের প্রধান অমল সরকারের কাছে জানতে চাওয়া হলেও তিনি কোনও সদুত্তর দিতে পারেন নি। সরকারি এই সম্পত্তি চুরির হাত থেকে রক্ষা করতে পঞ্চায়েতের বিরোধী দল রায়গঞ্জ বিডিওর দ্বারস্থ হয়।
বিজেপির পঞ্চায়েত সদস্যা চৈতালী রায় বর্মনের দাবি এলাকায় গভীর নলকূপের কাজ চলায় নলকূপের পাইপ সহ আনুসাঙ্গিক জিনিসপত্র তার বাড়িতে রাখা হচ্ছে। কাজের সুবিধার জন্য পঞ্চায়েতের গোডাউনে না রেখে পঞ্চায়েত সদস্যা চৈতালী রায় বর্মনের বাড়িতে রাখা হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান অমল সরকার। কিন্ত রাজ্য সরকারের বরাদ্দকৃত অর্থে এলাকার উন্নয়নের জন্য প্রয়োজনীয় সামগ্রী কেন পঞ্চায়েতের গোডাউনে না রেখে বিজেপি পঞ্চায়েত সদস্যার বাড়িতে রাখা হয়েছে তা নিয়ে গ্রামের বাসিন্দাদের মনে প্রশ্ন উঠছে।