For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঁচে চার, পুরবোর্ড দখলের লড়াই জয় ফের সবুজেরই

Google Oneindia Bengali News

পাঁচে চার, পুরবোর্ড দখলের লড়াই জয় ফের সবুজেরই
কলকাতা, ২৫ নভেম্বর : আবিরের সবুজ রঙয়ে ফের ঢাকল বাংলার আকাশ। হাওড়া, মেদিনীপুর,কৃষ্ণনগর ও ঝাড়গ্রাম পুরবোর্ডের দখল নিল তৃণমূল। হাওড়ায় ৫০টির মধ্যে ২৫টি মেদিনীপুরে ২৫টি আসনের মধ্যে ১৩টি আসন জিতে বোর্ডের দখল নিল তৃণমূল। কৃষ্ণনগরে ২৪টির মধ্যে ২২টি আসনে এবং ঝাড়গ্রামে ১৭টির মধ্যে ১৬ টি আসনে জয়ী তৃণমূল। বহরমপুর অক্ষত রাখল কংগ্রেস।

বহরমপুরে অক্ষত কংগ্রেস, তবু অধীর চৌধুরির খাসতালুকেও ২টি আসনে জয়ী ঘাসফুল


রাজ্যের পাঁচটি পুরবোর্ড এবং ২৩টি পুরসভার ২৯টি ওয়ার্ডের উপনির্বাচনের ফল ঘোষণা হবে। আজ। পাঁচটি পুরসভা হল ঝাড়গ্রাম, কৃষ্ণনগর, হাওড়া, মেদিনীপুর, বহরমপুর। ভোটের গণনা চলাকালীন হাওড়া পুরসভার ৫০ টি আসনের মধ্যে ২৫ টি আসনে জয় পেয়ে গরিষ্ঠ দল হল তৃণমূল কংগ্রেস। ৩টি আসনে জয়লাভ করেছে বামফ্রন্ট। এদিকে বিজেপি সদস্যের কাছে হারলেন হাওড়ার মেয়র মমতা জয়সওয়াল।

ঝাড়গ্রামের ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৬ টি আসনে জিতে বোর্ড দখলে এনেছে তৃণমূল। উল্লেখ্য গতবার ঝাড়গ্রাম পুরসভায় ছিল ১৭টি ওয়ার্ড। যার মধ্যে বামেদের দখলে ছিল ১৩টি। তৃণমূলের দখলে ছিল ৩টি আসন। এবার সেই চিত্রেরই উলাটপূরাণ হল।

বহরমপুর পুরসভার দখলে কংগ্রেস অক্ষত রইল। যদিও এবার ৫ ও ৩ নম্বর ওয়ার্ডে জয়লাভ করল তৃণমূল। বাকি সব কটি আসনেই জয়লাভ করেছে কংগ্রেস। বহরমপুরে কংগ্রেস দূর্গে ফাটল ধরাতে না পারলেও ঘাসফুলের আচড়ও যে এখানে পড়বে তা ভাবতে পারেনি কংগ্রেস।

অন্যদিকে কলকাতা পুরসভার দুটি ওয়ার্ডের উপনির্বাচনের গণনাও আজ। ১ ও ২৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস। রাজারহাট ও গোপালপুর উপনির্বাচনেও জয়ী তৃণমূল। এগিকে পুরুলিয়াা উপনির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী। রঘুনাথপুর পুরসভা উপনির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল। বিধাননগর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস। আসানসোল পুরসভায় ১ ও ৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি পুরসভার উপনির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে জয়ী বামফ্রন্ট প্রার্থী।

নৈহাটি পুরসভার উপনির্বাচনে দুটি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস। নৈহাটির ৬ ও ২৬ নং ওয়ার্ড়ের উপনির্বাচনে জয়ী তৃণমূল। বারাকপুরে পুরসভার উপনির্বাচনের ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী বামফ্রন্ট। ভাটপাড়া পুরসভায় ২১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল, গতবার এই আসনটি ছিল কংগ্রেসের। মালবাজারে ১৫ নং ওয়ার্ডে উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস। গতবার এই আসনটি ছিল বামেদের দখলে।

English summary
Corporation election counting is started, tmc wins in krishnanagar and jhargram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X