For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৫ শেই পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ! নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠকের ডাক কমিশনের

উপনির্বাচন মিটতেই বাংলায় ফের একবার ভোটের দামামা। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ ডিসেম্বর ভোট হতে চলেছে কলকাতাতে। ভোট গ্রহণ হবে হাওড়াতেও। ইতিমধ্যে পুর-নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবারই রাজ্যের সুপারিশ মেনে নি

  • |
Google Oneindia Bengali News

উপনির্বাচন মিটতেই বাংলায় ফের একবার ভোটের দামামা। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ ডিসেম্বর ভোট হতে চলেছে কলকাতাতে। ভোট গ্রহণ হবে হাওড়াতেও। ইতিমধ্যে পুর-নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবারই রাজ্যের সুপারিশ মেনে নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

আর মর্মে নবান্নে চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে। রাজ্যও চায় ১৯ ডিসেম্বরেই ভোট হোক এই দুই পুরসভাতে। ফলে আর সেই সঙ্কেত পাওয়ার পরেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন।

২৫-শে বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা

২৫-শে বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা

আগামী ১৯ ডিসেম্বর ভোট হলে হাতে আর বেশি সময় নেই। নিয়ম অনুযায়ী ভোটের প্রায় একমাসের মাথাতে বিজ্ঞপ্তি জারি করতে হয়। চলতিমাসের শেষের দিকেই দুই পুরসভাতে ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। সূত্রে খবর, সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন। তবে বিজ্ঞপ্তি জারি করার আগে সবদিক খতিয়ে দেখে নিতে চায় কমিশন। আর সেই কারনেই এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা রাজ্য নির্বাচন কমিশনে।

জরুরি বৈঠকের ডাক কমিশনের

জরুরি বৈঠকের ডাক কমিশনের

পুরভোট অবাধ এবং শান্তিপূর্ণ করাটাই এখন বড় চ্যালেঞ্জের রাজ্য কমিশনের কাছে। অশান্তির আশঙ্কাতে উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কমিশন। সেদিকে দাঁড়িয়ে ইতিমধ্যে পুরভোটেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বিজেপির। আর সেই বিষয়ে মূলত বৈঠক করতে চায় রাজ্য নির্বাচন কমিশন। আর এই বৈঠকে কলকাতা ও হাওড়ার পুলিশ আধিকারিকরা উপস্থিত থাকবেন। কমিশনের আধিকারিকদের সঙ্গে এই বৈঠক হয়। মূলত ভোটের প্রস্তুতি নিয়েই কথা হবে। উপস্থিত থাকবেন পুলিশ কমিশনার, জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা।

ইভিএমে হবে এই ভোট!

ইভিএমে হবে এই ভোট!

শুধু নিরাপত্তা নয়, এবার ভোট হবে ইভিএমে। ফলে ইভিএম ট্রেনিং সহ একাধিক কাজ রয়েছে। সেগুলি কীভাবে করা যাবে তা নিয়েও মূলত আলোচনা হবে এই বৈঠকে।

আইনি জটিলতা!

আইনি জটিলতা!

একদিকে যখন পুরভোটের প্রস্তুতি চলছে অন্যদিকে আইনি জটিলতাও তৈরি হচ্ছে। শুধু দুটি পুরসভা অর্থাৎ হাওড়া এবং কলকাতা পুরসভাতেই কেন ভোট করা হচ্ছে। বাকি পুরসভাগুলিতে কেন হচ্ছে না। রাজ্যের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে একের পর এক মামলা। বিজেপি সহ বেশ আরও একটি মামলা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে । আগামী ১৭ তারিখ এই মাম লার শুনানি রয়েছে। ফলে মাম লা কোনদিকে গড়ায় সেদিকেই নজর সবার।

English summary
Coroporation Election to be held in December in Bengal, meeting in Election Commission in 12th November
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X