For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংক্রমণে দৈনিক মৃত্যুর সংখ্যায় পতন, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৪৬ জন

করোনা সংক্রমণে দৈনিক মৃত্যুর সংখ্যায় পতন, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৪৬ জন

Google Oneindia Bengali News

গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। করোনা ভাইরাসের সংক্রমণে রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ৭৪৬ জন। গতকালের চেয়ে সামান্য বেড়েছে করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে রাজ্যে মারা গিয়েছেন ১২ জন। গতকাল ১৩ জন মারা গিয়েছিলেন। এদিকে আবার এগিয়ে আসছে দুর্গাপুজো। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে উৎসবের মরশুমে কোভিডি বিধি নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।

করোনা সংক্রমণে দৈনিক মৃত্যুর সংখ্যায় পতন, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৪৬ জন

করোনা সংক্রমণে ফের শীর্ষে কলকাতা। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতা শহরে এতদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩২ জন। আর উত্তর ২৪ পরগনায় ২৪ ঘণ্টায় আক্রান্চ হয়েছেন ১২৫ জন। দুই জেলাতেই ২ জন করে মারা গিয়েছেন করোনা সংক্রমণ। ৩০ সেপ্টেম্বর ভোট। প্রচার-মিটিং মিছিল চলছে। তাতে সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৫৪ জন। সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। তবে আশার কথা পুরুলিয়া, মুর্শিদাবাদএবং আলিপুরদুয়ারে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমেছে। এদিকে বৃহস্পতিবার চক্রবেড়িয়ায় প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন রাজ্যে ৯০ শতাংশ মানুষের করোনা টিকাকরণ হয়ে গিয়েছে। কলকাতা শহরেও ৮০ থেকে ৯০শতাংশ মানুষের করোনা টিকাকরণ হয়ে গিয়েছে।

এদিকে আবার সামনেই আসছে দুর্গাপুজো। ইতিমধ্যেই দোকানে বাজারে ভিড় হতে শুরু হয়ে গিয়েছে। করোনা সংক্রমণ ফের বাড়তে পারে আশঙ্কায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে করোনা বিধি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে করোনা বিধি মেনেই এবার উৎসবে সামিল হতে হবে। মাস্ক ছাড়া কোথাও যাওয়া যাবে না। করোনা সংক্রমণ ৫ শতাংশ থাকলেও সেখানে উৎসবে সামিল হওয়া যাবে না।

এদিকে আবার বাড়ি বাড়ি গিয়ে করোনা টিকাকরণ শুরু করার কর্মসূচি নিতে চলেছে সরকার। প্রবীণদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে দীর্ঘক্ষণ হাসপাতালে বা টিকাকেন্দ্রে গিয়ে দাঁড়িয়ে থেকে টিকা নেওয়া কঠিন হয়ে যায় তাঁদের পক্ষে সেকারণেই এই সুয়ারে টিকা কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আবার গতবারের মতোই যেন কোভিড বিধি পুজোর সময় কার্যকর থাকে তার দাবিকে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

English summary
Coronavirus infection in Kolkata raised
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X