For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় সামান্য বাড়ল করোনা সংক্রমণ, কমল দৈনিক মৃত্যু, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণেই

বাংলায় সামান্য বাড়ল করোনা সংক্রমণ, কমল দৈনিক মৃত্যু, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণেই

  • By
  • |
Google Oneindia Bengali News

বাংলায় দৈনিক সংক্রমণ সামান্য বাড়ল এদিন শুক্রবার। বৃহস্পতিবার একদিনে আক্রান্ত হয়েছিলেন ২৪৬ জন। আর এদিন শুক্রবার সংক্রমিতর সংখ্যা ২৬০ জন। তবে এদিন দৈনিক মৃত্যু কমে চার জনে এসে ঠেকেছে। একদিনে সুস্থ হয়েছেন ৪৩০ জন মানুষ। আগের দিনের থেকে সামান্য সংক্রমণ বাড়লেও রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলায় কমছে সংক্রমণ

বাংলায় কমছে সংক্রমণ

বাংলায় মোট করোনা সংক্রমণ বেড়ে হয়েছে ২০ লক্ষ ১৪ হাজার ৫৬৭ জন। এর পাশাপাশি সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯১ হাজার ৪১০ জন। বাংলায় করোনায় মোট মৃতের সংখ্যা ২১ হাজার ১৬৯ জন। বাংলায় এই মুহূর্তে করোনার সঙ্গে লড়াই করছেন ১৯৮৮ জন।

কমেছে পজিটিভিটি রেট

কমেছে পজিটিভিটি রেট

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩১৫১১ জনের। পজিটিভিটি রেট ০.৮৩ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা পরীক্ষা হয়েছে ২ কোটি ৪১ লক্ষ ৩৮ হাজার ৫৬৩ বার। প্রতি ১০ লক্ষ জনে রাজ্যে করোনা পরীক্ষা করিয়েছেন ২ লক্ষ ৬৮ হাজার ২০৬ জন।

কোন জেলায় কত সংক্রমণ

কোন জেলায় কত সংক্রমণ

কলকাতায় একদিনে সংক্রমিত ৫৪ জন, উত্তর ২৪ পরগনায় ৩১ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২৫ জন, হাওড়ায় ১০ জন, পূর্ব বর্ধমানে ১৫ জন, হুগলিতে ৯ জন, মালদহে ১৪ জন, নদিয়ায় ১২ জন, বীরভূমে ১২ জন, উত্তর দিনাজপুরে ১০ জন এবং দার্জিলিংয়ে ৯ জন।

কমেছে মৃত্যু

কমেছে মৃত্যু

উত্তর ২৪ পরগনায় একদিনে দুজন এবং কলকাতা ও নদিয়ায় একজন করে মানুষ করোনার বলি হয়েছেন। এই মুহূর্তে কলকাতায় অ্যাক্টিভ কেস ৩২৮ জন, উত্তর ২৪ পরগনায় ২৯৪ জন, দক্ষিণ ২৪ পরগনা ১৩২ জন, নদিয়ায় ১১১ জন এবং দার্জিলিংয়ে ৯৪ জন।

English summary
Coronavirus Update of West Bengal and Kolkata on 25th February
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X