For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় আটশোর ঘরে রইল করোনা আক্রান্ত, বাড়ছে সুস্থতার পরিমাণ

হাজারের মধ্যে রইল করোনা আক্রান্ত, বাড়ছে সুস্থতার পরিমাণ

Google Oneindia Bengali News

রাজ্যে গত ২৪ ঘন্টায় হাজারের মধ্যে রইল করোনা আক্রান্ত। রাজ্যে বুধবার মোট আক্রান্ত হয়েছে ৮১৭ জন। আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত ২০ লক্ষ ০৮ হাজার ৯৫০ জন। গত ২৪ ঘন্টায় ছাড়া পেয়েছেন ১৩৮১। মোট ছাড়া পেয়েছে ১৯ লক্ষ ৭৩ হাজার ২০৭ জন। সুস্থতার পরিমাণ ৯৮.২২ শতাংশ। মৃত্যুর হার ১.০৪ শতাংশ।

হাজারের মধ্যে রইল করোনা আক্রান্ত, বাড়ছে সুস্থতার পরিমাণ

কলকাতায় আক্রান্ত হয়েছে ২৪১৭ , উত্তর ২৪ পরগনার আক্রান্ত হয়েছে ২২৫৪, হাওড়া ৫৮৩, হুগলী ৬৭৩, দক্ষিণ ২৪ পরগণা ৯১৪, নদীয়ায় ৭৭৬ জন, মালদা ৫৪১, জলপাইগুড়ি ৫৯৮ , দার্জিলিং ৭৮৬ জন।।

বুধবার ভারতে নতুন করে মোট ৬৭,০৮৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু সংখ্যা ১,২৪১। বুধবার দেশে সুস্থ হয়েছে ১৬,৭৮৮ জন। দেশজুড়ে করোনা সংক্রমণ কমছে। তাই আশাবাদী সরকার। তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'-এর সতর্কবাণী মাথায় রাখছে কেন্দ্র। 'হু' জানিয়েছে, যে কোনও মুহূর্তে ফের করোনা সংক্রমণ ঘটতে পারে। নতুন করে শক্তিশালীও হয়ে উঠতে পারে এই ভাইরাস। কারণ, এখনও বারবার সংস্করণ বদলাচ্ছে করোনা। আর, সেই সাবধানবাণী মাথায় রেখেই স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনই করোনাবিধি ব্যাপকহারে কমানোর সময় আসেনি। তাই রাজ্য এবং জেলাগুলোয় সমানতালে সতর্কতামূলক ব্যবস্থাগ্রহণ চলছে। তবে, সামগ্রিক ভাবে দেশে করোনা সংক্রমণ আশাপ্রদ বলেই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

দেশের কোভিড টাস্ক ফোর্সের প্রধান ডা. ভিকে পাল বলেন, 'যখন আমরা অতিমারী পরিস্থিতির দিকে তাকাই, তখন দেখি যে একটা মিশ্র ছবি ধরা পড়ছে। আমরা আশা দেখছি। কারণ, গত চার-পাঁচ দিনে দেশে দৈনিক করোনা সংক্রমণ এক লক্ষেরও কম। প্রথমদিকে যে সামান্য পরিমাণ করোনা সংক্রমণের খবর পাচ্ছিলাম, এখন আমরা তেমনই খবর পাচ্ছি। এই ধারাবাহিকতাটা থাকছে। আরেকটা ভালো লক্ষণ যে সামগ্রিক সংক্রমণটা পাঁচ শতাংশেরও কম। এটাই বোঝাচ্ছে যে সামগ্রিক অতিমারী পরিস্থিতি রীতিমতো আশাপ্রদ।'

English summary
coronavirus update of kolkata and west bengal on 10th february
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X