For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় স্বস্তির ছবি কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেও, একনজরে জেলার পরিসংখ্যান

কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলাতেও স্বস্তি ফিরছে করোনায়। দৈনিক সংক্রমণ নেমে এসেছে ৪০০-র নিচে। হু-হু কর কমছে করোনা সক্রিয়ের সংখ্যাও। করানা সুস্থতার হারও বাড়ছে প্রতিদিন।

Google Oneindia Bengali News

কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলাতেও স্বস্তি ফিরছে করোনায়। দৈনিক সংক্রমণ নেমে এসেছে ৪০০-র নিচে। হু-হু কর কমছে করোনা সক্রিয়ের সংখ্যাও। করানা সুস্থতার হারও বাড়ছে প্রতিদিন। কমছে মৃত্যু মিছিলও। তবে শুক্রবার উতত্র ২৪ পরগনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। সেখানে কলকাতায় মৃত্যু হয়েছে ৭ জনের।

করোনায় স্বস্তির ছবি কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেও, একনজরে জেলা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৪১। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩৪৭। উত্তর ২৪ পরগনায় ৩৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের বাড়বৃদ্ধি একটু কমছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৯০৪ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২২৮৫।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১২১৬৬০। শুধু এদিনই কলকাতায় ৩৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৯০৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১৫০৭৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩৬৭৯ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫০৩ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১১৪৯২৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৭৬ জন। মৃত্যু হয়েছে মোট ২২৮৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১০০৯৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৫৪৪ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪৭২ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ৭৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৫৬৬১। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৪২১৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৬ জন। হুগলিতে ৬৪ জন বেড়ে আক্রান্ত ২৮১০৩ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭৬০১, কোচবিহারে ১১৫৭১, দার্জিলিংয়ে ১৭৫৩৮, কালিম্পংয়ে ২১২৪, জলপাইগুড়িতে ১৪১৯২, উত্তর দিনাজপুরে ৬৩৫৯, দক্ষিণ দিনাজপুরে ৮০৫৩, মালদহে ১২৩৮১, মুর্শিদাবাদে ১১৮২৩, নদিয়ায় ২১২৬৫, বীরভূমে ৯৪৪৩, পুরুলিয়ায় ৬৮৩০, বাঁকুড়ায় ১১২১২, ঝাড়গ্রামে ২৯৩০, পশ্চিম মেদিনীপুরে ১৯৬৫৫, পূর্ব মেদিনীপুরে ১৯৮৮০, পূর্ব বর্ধমানে ১২০৯৯, পশ্চিম বর্ধমানে ১৫১৭১ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

English summary
Coronavirus statistics give comfort in all districts of West Bengal with Kolkata. Coronavirus statistics of all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X