For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও ১৫ দিন বাড়ল বিধিনিষেধ, লোকাল ট্রেনে ছাড় নয়, নাইট কার্ফুর সময় কমল

আরও ১৫ দিন বাড়ল বিধিনিষেধ, লোকাল ট্রেনে ছাড় নয়, নাইট কার্ফুর সময় কমল

Google Oneindia Bengali News

আরও ১৫ দিন বাড়ল করোনা বিধিনিষেধ। ৩১ অগস্ট পর্যন্ত চলবে না লোকাল ট্রেন। নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন করোনা বিধিনিষেধ বহাল থাকলেও নাইট কার্ফুর সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে। পুজোর আগে ব্যবসায়ীদের কথা ভেবে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু থাকবে বলে জানানো হয়েছে। এতদিন রাত ৯টা থেকে শুরু হয়ে যেত নাইট কার্ফু। পুজোর মুখে কেনাকাটা বাড়বে জেনেইএই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

বাড়ল করোনা বিধিনিষে

বাড়ল করোনা বিধিনিষে

করোনা সংক্রমণের বিধিনিষেধ আরও ১৫ দিন বাড়াল রাজ্য সরকার। নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, করোনার থার্ড ওয়েভের ঝুঁকি যেহেতু এখনও রয়েছে সেকারণে এখনও বিধিনিষেধ বহাল থাকবে। তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। গবেষকরা জানিয়েছেন সেপ্টেম্বর মাসে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা। সেকারণে আরও বেশি সতর্ক থাকা জরুরি বলে জানিয়েছেন তিনি। তবে রাজ্যে করোনা সংক্রমণ বাড়েনি বলে জানিয়েছেন তিনি। যে বৃদ্ধির কথা বলা হচ্ছে সেটা ঠিক নয়। ভুল খবর প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এই নিয়ে সংবাদ মাধ্যমগুলিকে সতর্ক করেছেন তিনি। এখন রাজ্যে দিনে ৬০০ থেকে ৭০০জনের মধ্যে করোনা আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অ্যাক্টিভ রোগীর সংখ্যাও অনেকটাই কম বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চলবে না লোকাল ট্রেন

চলবে না লোকাল ট্রেন

করোনা সংক্রমণে অনেকটাই কমে গিয়েছে। একাধিক বিধিনিষেধে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু লোকাল ট্রেন চালানোয় কিছুতেই অনুমতি দিচ্ছে না রাজ্য সরকার। এই নিয়ে দফায় দফায় একাধিক স্টেশনে বিক্ষোভ করেছেন স্থানীয় মানুষজন। কাজে যেতে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। এই নিয়ে এবার নবান্নে মুখ খুললেন মমতা। তিনি বলেছেন এখনই লোকাল ট্রেন চালানোর অনুমতি দিলে ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করবে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা সংলগ্ন জেলা গুলিকে করোনা টিকাকরণ ৫০ শতাংশ না করা পর্যন্ত লোকাল ট্রেন চালানোর অনুমতি তিনি দিতে পারবেন না বলে জানিয়েছেন। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান জেলায় করোনা টিকাকরণ ৫০ শতাংশ হয়ে গেলে তবেই লোকাল ট্রেন চালানোর অনুমতি তিনি দেবেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে করোনার টিকা কম আসছে। দিনে ৩ থেকে ৪ লক্ষ করোনা টিকাকরণ করার চেষ্টা করছে রাজ্য সরকার। কিন্তু টিকার যোগান কম থাকায় সেটা করে উঠতে পারছেন না তাঁরা।

কমল নাইট কার্ফুর সময়

কমল নাইট কার্ফুর সময়

করোনা পরিস্থিতির কারণে নাইট কার্ফু জারি ছিল রাজ্যে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফুর সময় ঠিক করা হয়েছিল। তার মধ্যেও চলছিল রাতের পার্টি। এই নিয়ে একাধিক ধরপাকড় হয়েছে রাজ্যে। পার্কস্ট্রিটে একাধিক ব্যক্তির গাড়ি আটক করা হয়েছে। তারমধ্যে অভিনেত্রী ইশার গাড়িও আটক করা হয়েছিল। রাতের পার্টি এবং ঘোরাফেরা রুখতে পুলিশকে কড়া হওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। তারপরে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী নাইট কার্ফুর নতুন সময় ঘোষণা করেছেন। রাত ৯টার বদলে রাত ১১টা থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত থাকবে নাইট কার্ফু।

ভ্যাকসিন সংকট

ভ্যাকসিন সংকট

রাজ্যে ভ্যাকসিন আসছে আজ ফের অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন ভ্যাকসিন কম দিচ্ছে কেন্দ্র। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন মমতা। কড়া ভাষাতেই সেইচিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে গিয়েও করোনা ভ্যাকসিন নিয়ে দাবি জানিয়েছিলেন। করোনা পরিস্থিতিতে কেই যদি রাজ্য সরকারকে সহযোগিতা করতে চান তাহলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার অনুরোধ জানিয়েছেন িতনি। এর আগেও একাধিক পরিস্থিতিতে রাজ্য সরকারকে অনেকে সহযোগিতা করেছেন। তাই আবারও অনুরোধ জানিয়েছেন তিনি।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Local train service suspend in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X