For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় করোনার সংক্রমণ ২ হাজার! সংক্রমণের হার নিম্মমুখী হলেও মৃত্যু ৩০-এর উপরেই

বাংলায় দৈনিক করোনার সংক্রমণ ২ হাজারের উপরে উঠে গেল ফের! তবে সংক্রমণের হার নিম্মমুখী এদিনও। সক্রিয় কমে ২৫ হাজারের নিচে নামলেও মৃত্যু ৩০-এর উপরেই রয়ে গিয়েছে।

Google Oneindia Bengali News

বাংলায় দৈনিক করোনার সংক্রমণ ২ হাজারের উপরে উঠে গেল ফের! তবে সংক্রমণের হার নিম্মমুখী এদিনও। সক্রিয় কমে ২৫ হাজারের নিচে নামলেও মৃত্যু ৩০-এর উপরেই রয়ে গিয়েছে। সামগ্রিক বিচারে করোনায় সুস্থ হয়ে উঠছে বাংলা! এই নিয়ে টানা ১৮ দিন মৃতের সংখ্যা ৩০-এর উপরে উঠে গিয়েছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০১৪। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯৭ হাজার ৫৩০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০৬৫২। এদিন মৃত্যু হয়েছে ৩৩ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ৪.০৯ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৯ লক্ষ ৯৭ হাজার ৫৩০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ২২ হাজার ১৪২জন। এদিন ৩৫৬৭ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ২০১৪ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৫৫৪৮ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৫৪ হাজার ৭৩৬ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৮৬ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৩২ লক্ষ ৬৭ হাজার ৩৬০। ১৬১টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৫৮৫২৬। এদিন টেস্টিং হয়েছে ৪৯৩০১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ৪.০৯ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৬ লক্ষ ৮ হাজার ৮৬৮ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬৭ হাজার ৬৬৯। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ লক্ষ ৭৭ হাজার ৮১৬ জন। বুস্টার ডোজ পেয়েছেন ৬৩ হাজার ৩৮৩। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১২ কোটি ৭ লক্ষ ২১ হাজার ৬১৯ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৯০ লক্ষ ৪১ হাজার ৮ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ৭ লক্ষ ৫৫ হাজার ১৮২ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ৯ লক্ষ ২৫ হাজার ৪৪৯।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৪৪৪৬৩৪ এদিন ২৬৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৪০০২২৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৩৪ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১৩৬ জন বেড়ে হয়েছে ১২৬৩১৪। হাওড়ায় আক্রান্ত ১২৪৪০৭। এদিন আক্রান্ত হয়েছেন ৮৭ জন। হুগলিতে ১৩৮ জন বেড়ে আক্রান্ত ১০৭২৭২ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

মঙ্গলবারের করোনা বুলেটিন অনুযায়ী দৈনিক আক্রান্তের সংখ্যায় কলকাতা এদিন আবার সবার উপরে। উত্তর ২৪ পরগনা কলকাতার ঠিক নিচেই। কলকাতার সংক্রমণ ২৫০-র উপরে, উত্তর ২৪ পরগনারা সংক্রমণ ২০০-র উপরে। হাওড়ার সংক্রমণ ১০০-র নিচে এবং হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণ ১০০-র উপরে। সবথেকে কম সংক্রমণ ১৫ জন কালিম্পংয়ে।

English summary
Coronavirus positivity rate increased below five percent in West Bengal. Coronavirus daily case over two thousands.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X